![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির অভ্যাসটা আমার সেই ছোট বেলা থেকেই। তবে লেখক বলতে যা বুঝায় আমি তা নই। লিখে লিখে এ পর্যন্ত কলমের কালিই ফুরিয়েছি কেবল, সৃষ্টিশীল কোন কিছু হয়নি আমাকে দিয়ে।
আজ থেকে ২০ বছর পরে যদি হঠাত করে আপনার ঘুম ভাঙ্গে ঢাকার বুকে, সেদিন আপনার যে অনুভুতি হতে পারে আজ আমার অনেকটা সেই অনুভূতিই হয়েছিল। কেননা বিদেশের মাটিতে থেকে থেকে অভ্যস্থ এই মদন পুরো ২০ বছর পরে আজ বাসে করে নরসিংদী থেকে ঢাকা গিয়েছিল।
তো কেমন ছিল সেই অনুভুতি?
শুনবেন?
বোরিং ফীল না করলে বলতে পারি।
প্রথম দিকে অনেকটা যেন ঘোরের মাঝেই ছিলাম বলতে পারেন। কিছু চিত, কিছু অপরিচিত। কখনো মনে হয়েছে এ আমি কোথায় এলাম? এই এলাকা তো আমি চিনি না! আবার কখনো মনে হয়েছে কই, এ তো আমার চেনাই! এতটুকু পরিবর্তন হয়নি! আসলে পরিবর্তন হওয়া প্রয়োজন ছিল। কবি নজরুলের ভাষায় বলতে ইচ্ছে করেছে,
"বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনো বসে
বিবি তালাকের ফতোয়া খুঁজি হাদিস ও ফেকাহ চষে।"
তিনি কি বুঝাতে চেয়েছিলেন সে আলোচনায় আমি যাবো না। আমি শুধু বলবো, গত বিশ বছরে ঢাকার যে পরিবর্তন হয়নি তা নয়, অনেক পরিবর্তন হয়েছে। তবে সেই পরিবর্তন বহির্বিশ্বের তুলনায় যথেষ্ট নয়।
যাত্রাবাড়ী ফ্লাইওভারের উপর দিয়ে যেতে যেতে একটা সময় সত্যি আমাদের কিছু পরিবর্তন হয়েছে বলে মনে হয়েছে। কিন্তু বাস থেকে নেমে মনে হলো, না কোথায়, এতো যেই লাউ সেই কদু! রিক্সা, সাইকেল, সিএনজি, মানুষ আর মোটরসাইকেলের এক মহা জগাখিচুড়ী। ২০ বছরেও এই খিচুড়ি এতটুকুও কি বাসি হতে পারেনা
সাথে কিছুটা অসুস্থ এক বালককে নিয়ে আমাদের গন্তব্য ছিল গ্রীন রোডের এক প্রাইভেট হসপিটাল। সিএনজি নিয়ে গুলিস্তান থেকে সে পর্যন্ত যেতে যেতে আমি নিজেই আধা অসুস্থ্য। একটা দেশের রাজধানী এতটা অগুছালো এতটা অনিরাপদ আর অব্যবস্থাপনায় থাকে কি করে? এই আধুনিক যুগে? আমার মাথায় আসেনা। বিশটা বছর কি একটা শহরকে গুছানোর জন্য যথেষ্ট নয়?
প্রায়শই বলা হয়, 'পাবলিক কথা শুনে না'। পাবলিক কথা শুনবে কি না শুনবে সেটা তো পাবলিকের ইচ্ছা না, আমার ইচ্ছা। যদি আমি নগর পরিকল্পনাবিদ হই অথবা রাষ্ট্র পরিকল্পনাবিদ।
কথা হলো আমি তো পরিকল্পনাবিদ নই, লিডার! লিডার প্লাস খাদক! তা সে আমি ব্যবসায়ী, চাকুরীজীবী, মুটেওয়ালা, রিক্সাওয়ালা বা আমলা যাই হই না কেন। আমার দেশের প্রতিটা পাবলিক এক একটা লিডার প্লাস খাদক! বেশী পরিকল্পনা নীতি নৈতিকতা নিয়ে যে এগুবে তাঁকে স্রেফ খেয়ে ফেলবে। আমাদের এই খেয়ে ফেলার অভ্যাসটাই নাকি আমাদের ডোবাচ্ছে।
এখানেও আমার আপত্তি। মানুষ বাঘ সিংহের মত বন্য খাদকদের ধরে নিয়ে খেলাধুলা করে আর আমরা মানুষ হয়ে কিছু মানুষকে নিয়ন্ত্রন করতে পারবো না?
তাই যদি হয়ে থাকে তাহলে ২০ বছর কেন আরো ৪০ বছরের আরামপ্রদ একটা ঘুম দিয়ে উঠতে পারবো। আমি নিশ্চিত আমার ঘুমের কোন ব্যঘাত ঘটবে না, আমাদের ঢাকা, আমাদের বাংলাদেশ ঠিক তেমনটাই থাকবে যেমনটা আছে।
২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩০
জামাল হোসেন (সেলিম) বলেছেন: যোগাযোগ ব্যবস্থার উন্নতি যে হয়েছে এটা স্বীকার করতেই হবে। আর হ্যাঁ, আপনার বাগানেরও যথেষ্ট উন্নতি হয়েছে।
সেদিনের খোঁচাটা তাহলে ভালোই কাজে দিয়েছে দেখছি। বাগানের অমন তাজা ফুল নাহলে আজ কোথায় পেতাম!
২| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩২
মাসূদ রানা বলেছেন: ""প্রায়শই বলা হয়, 'পাবলিক কথা শুনে না'। পাবলিক কথা শুনবে কি না শুনবে সেটা তো পাবলিকের ইচ্ছা না, আমার ইচ্ছা। যদি আমি নগর পরিকল্পনাবিদ হই অথবা রাষ্ট্র পরিকল্পনাবিদ।""
হাহাহা, বাংগালীদের মানবতাবোধ এখন এতোটাই শাণিত, পাবলিককে জোর করে ল এন্ড অর্ডার মানানোও তাদের কাছে অমানবিক ব্যপার
উন্নতি কেমনে হবে বলেন ?
২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:৩৫
জামাল হোসেন (সেলিম) বলেছেন: ল এন্ড অর্ডার বিষয়টাই জোরাজুরির ব্যাপার। চোরকে যখন জেলে দিলেন ওটা নিশ্চই তার কাছে আপোষের কোন বিষয় ছিল না, জোর করেই জেলে ঢুকাতে হয়েছে। খুনিকে যখন ফাসি দিলেন সেটা তো আরো জবরদস্তির ব্যাপার! বাচ্চাকে আগুন নিয়ে খেলতে নিষেধ করে জোর করে পড়তে বসালে সে ওটাকে অমানবিকতা বলে ভাবতেই পারে। বাচ্চার বুঝ বলে কথা! তাই বলে বাচ্চাকে জিজ্ঞেস করে তো আর আমরা তাকে পরিচালিত করতে পারি না! কি বলেন?
ধন্যবাদ মাসুদ রানা আপনাকে, সুন্দর মন্তব্যের জন্য।
৩| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৩
কামরুন নাহার বীথি বলেছেন: দেখলেনতো বাগান কেমন এলোমেলো হয়ে আছে। সব গাছে এক জায়গায় গাদাগাদি করা।
কবে যে আবার গোছানো হবে !!
২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:৪৯
জামাল হোসেন (সেলিম) বলেছেন: তাড়াতাড়ি গুছিয়ে সারেন। শীতকাল আসার আগেই। দারুন একটা নতুন পোষ্ট চাই ফুল বাগানের উপর।
এখন যেটা দিলেন ওটার কথা বলুন আগে, কি ফুল ওটা?
ফুল যদিও না চিনি, ছবিটা কিন্তু দারুন হয়েছে। ঝকাস ক্লিয়ার! নেটে সচরাচর এত ক্লিয়ার ছবি দেখা যায় না। মনে হচ্ছে হাত বাড়ালেই নিয়ে আসা যাবে। নতুন ক্যামেরা কিনেছেন নাকি?
৪| ২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৬
কামরুন নাহার বীথি বলেছেন: এত্তগুলো প্রশ্ন একসাথে করলে উত্তর দেব কতক্ষণে !!! একটু দাঁরি কমা দিয়ে প্রশ্ন করুন !!!
প্রথমে বলি, ফুলের নাম কাঠ গোলাপ।
নতুন ক্যামেরা কিনি নাই, সেলফোনে তোলা ছবি !!
ক'দিন হলো আমার ক্যামেরাও নষ্ট হয়ে গেছে, সেলফোনও নষ্ট হয়ে গেছে।
এখন, সবেধন নীলমণী-- একটা ট্যাব আছে সেটা দিয়েই আমার শখ মেটাচ্ছি।
তবে এবার আমার কর্তা তার বিশাল ডিএসএলয়ার ক্যামেরা রেখে গেছেন, ঐটা জবরদখল করতে হবে
২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৯
জামাল হোসেন (সেলিম) বলেছেন: সেলফোনে তোলা ছবি এত সুন্দর? গ্রেট!
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৯
কামরুন নাহার বীথি বলেছেন: বিশ বছর পরে যদি আফ্রিকার জঙ্গল থেকে আসতেন, তাহলে আর এত অগোছালো মনে হতো না।

এসেছেন সিঙ্গাপুর থেকে, যে দেশটি একটি সাজানো, গোছানো ছোট্ট দ্বীপ।
বাংলাদেশ অগোছালোর পেছনে, পাবলিক অনেকাংশেই দায়ী।
আবার লিডারেরও দোষ।
ট্রাফিক কন্ট্রোল-এর জন্য সেনাবাহিনী নামলে ঠিকই জ্যাম ছেড়ে যায়।
আসলে বাঙালির জন্য ডান্ডাই প্রয়োজন।
এয়ারপোর্ট থেকে যাবার সময় নিশ্চয়ই খেয়াল করেছেন, দেশের যোগাযোগ ব্যবস্থার কতটা উন্নতি হয়েছে।
আজ আমার বাগানের নতুন ফুল দিলাম।