| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেখ হাসিনা যখন দেশে ফিরেছিলেন (১৯৮১ সাল ), তখন আওয়ামী লীগ ব্যতিত অন্য দলগুলোতে রাজনীতিবিদ ছিলো না; কিন্তু প্রচুর খল লোকজন ছিলো; এসব খল লোকেরা শেখ হত্যার বেনেফিসিয়ারী ছিলো। শেখ হাসিনার জন্য টিকে থাকার ২টি পথ ছিলো: (১) সঠিক রাজনীতি করে, জাতি গড়ে, খলদের পরাজিত করা (২) খলদের উপর শক্তি প্রয়োগ করে টিকে থাকা। তিনি রাজনীতিতে কাঁচা হওয়ায় ২য় পথটি বেচে নেন।
শেখ হাসিনার রাজনৈতিক গুরু ছিলেন ইন্দিরা গান্ধী; শেখ সাহেব জানতেন যে, শেখ হাসিনা রাজনীতিতে ভালো করা করার সম্ভাবনা নেই; তাই, বিয়ে দিয়ে রাজনীতি থেকে দুরে সরায়ে দিয়েছিলেন।
শেখ হাসিনাকে রাজনীতিতে এনেছিলো জেনারেল জিয়া ও ইন্দিরা গান্দ্ধী। জেনারেল জিয়া শেখ ও তাজউদ্দিনকে হত্যা করায় আওয়ামী লীগের নেতৃত্ব সংকট শুরু হয়। এই শুন্যতা শেখ হাসিনার জন্য সুযোগের সৃষ্টি করে। ইন্দিরার পরিবার রাজনৈতিক পরিবার ছিলো, তিনি পাকিস্তানের মিলিটারীকে ঘৃণা করতেন। বাংলাদেশ মিলিটারীর হাতে চলে যাওয়ার পর, আমাদের জাতির ব্যপারে হতাশ হয়ে যান ইন্দিরা গান্ধী। তিনি আওয়ামী লীগ থেকে সাহসী কাউকে ঝুঁজছিলেন, যাকে দিয়ে মিলিটারীকে ক্ষমতা থেকে বিদায় করতে পারেন; কিন্তু আওয়ামী লীগে সেই রকম কেহ ছিলো না; ইন্দিরা অবশেষে শেখ হাসিনাকে বেছে নেন।
ইন্দিরা ৫ বছর চেষ্টা করেছিলেন শেখ হাসিনাকে রাজনীতি ও দরকারী কৌশল শিখাতে, যাতে শেখ হাসিনা বাংলাদেশে টিকতে পারেন ও মিলিটারীকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে পারেন।
আজকে ৪৫ বছর পর, মিলিয়ে দেখলে, একটা ব্যাপার স্পষ্ট যে, শেখ হাসিনা মিলিটারীকে ঠিক মতো ক্ষমতাচ্যুত করতে পারেননি ও খলদের বিলুপ্ত করতে পারেননি। কারণ, হচ্ছে, তিনি রাজনীতির নিয়ম প্রয়োগ না করে, কিছু সাধারণ কৌশল ও শক্তি খাটায়েছিলেন; তিনি টিকে ছিলেন, বাবার মতো প্রাণ হারাননি; খলরাও টিকে ছিলো উনার পাশাপাশি।
০৩ রা মে, ২০২৫ বিকাল ৪:০০
যামিনী সুধা বলেছেন:
আমি উনাকে সাহায্য করার কথা বলেছিলাম; উনি বলেছিলেন যে, দেশে যেতে; কিন্তু আওয়ামী লীগের কয়েকজন নেতা আমার বিপক্ষে ছিলো।
২|
০৩ রা মে, ২০২৫ সন্ধ্যা ৭:১৯
সৈয়দ কুতুব বলেছেন: ওবায়দুল কাদের আপনাকে দেখতে পারতো ?
০৩ রা মে, ২০২৫ সন্ধ্যা ৭:৪৫
যামিনী সুধা বলেছেন:
উহার সাথে আমার দেখাও হয়নি, পরিচয়ও ছিলো না; আমার পরিচিত কয়েকজন এমপি ছিলো; মুহিতের সাথে পরিচয় ছিলো। আমি মুহিতকে বলদ ডাকতাম, সেটা উনার কানে চলে গিয়েছিলো। বিএনপি'র সাইফুর রহমানের সাথেও পরিচয় ছিলো।
৩|
০৩ রা মে, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭
কামাল১৮ বলেছেন: দেশের অর্নৈতিক ব্যবস্থা যেমন,দেশের জনগন তেমন হয়।আর জনগন যেমন হয় সরকার তেমন হয়।স্বাধীনতার পর থেকেই অর্থনীতি চলে যায় লুটেরাদের হাতে।শাসকরা আর সেটা ঠিক করতে পারেনাই,তাই যা হবার তাই হয়েছে।
আমরা হিরোইজমে বিশ্বাস করি।তাই ভাবি এমন একজন আসবে যে দেশকে সোনারদেশে পরিনত করবে।এটা একটা অলিক কল্পনা।
০৩ রা মে, ২০২৫ সন্ধ্যা ৭:৪৮
যামিনী সুধা বলেছেন:
স্বাধীনতার পর, তাজউদ্দিন অর্থনীতির বড় সুযোগ পেয়েছিলেন; লোকটা বড় ধরণের ইডিয়ট ছিলো, অর্থনীতির "অ"তে হাত দেয়নি ও বেকুবের মতো প্রাণ হারায়েছে।
৪|
০৩ রা মে, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮
কামাল১৮ বলেছেন: অর্থনৈতিক হবে
৫|
০৩ রা মে, ২০২৫ রাত ১১:১২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমাদের দেশে যে বিষয়ে বিশেষজ্ঞ না, সেই বিষয়ে কথা বলা ও দায়িত্ব নেওয়ার লোকের অভাব নেই।
০৩ রা মে, ২০২৫ রাত ১১:২২
যামিনী সুধা বলেছেন:
আপনার ব্যাপারটা নিয়ে আমি খুবই আশাহত; আপনি ব্যবসা বাণিজ্যের ব্যাপারে মিথ্যা তথ্য দিয়েছেন; মনে হয়, আপনি ক্ষতিকর কোন কার্যকলাপের সাথে জড়িত।
৬|
০৩ রা মে, ২০২৫ রাত ১১:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কি রকম মিথ্যা, একটু বলুন তো?
আর, কি ধরণের ক্ষতিকর কোন কার্যকলাপের সাথে জড়িত বলে মনে হয়? সেটাও বলুন। আমি উত্তর দিবো।
০৪ ঠা মে, ২০২৫ রাত ১২:৫৪
যামিনী সুধা বলেছেন:
আপনার কোন ধরণের ব্যবসা বাণিজ্য নেই।
আপনি দেশের জংগী ধরণের দলগুলোকে সাপোর্ট করছেন কোন কারণে।
৭|
০৩ রা মে, ২০২৫ রাত ১১:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপানর ইমেইল আইডি দিন।
আমি আমার রিজিউমে পাঠাচ্ছি। আপনার ভুল ভাঙ্গার জন্যে।
০৪ ঠা মে, ২০২৫ রাত ১২:৫৫
যামিনী সুধা বলেছেন:
থাক, দরকার নেই। আপনি আপনার মতো করে ভালো থাকুন।
৮|
০৪ ঠা মে, ২০২৫ রাত ১২:০২
সৈয়দ কুতুব বলেছেন: উটের ছবি দেওয়ায় কি অনেকে কষ্ট পেয়েছেন ব্লগে? আমি কি ভুল ছবি দিয়েছি? ![]()
০৪ ঠা মে, ২০২৫ রাত ১২:৫৯
যামিনী সুধা বলেছেন:
শেখ যখন জা্তির সমস্যা সমাধানের জন্য উঠে পড়ে লেগেছিলেন, তখন সেনাবাহিনী উনাকে হত্যা করে ও আরবে লোক পাথানোর শুরু করে; মানুষ পরিবার থেকে দুরে গিয়ে কষ্ট করে আয় করেছে; শতকরা ৬০ জনের বেশী অসফল হয়েছে; শুরুতে শতকরা ৫০ জনের টাকা দলালেরা মেরে দিয়েছে।
৯|
০৪ ঠা মে, ২০২৫ রাত ১২:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনার অবস্থা ভালো না। ছাত্রদের মবের ভয়ে শিক্ষকগণ চাপে আছেন। একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চাপ দিয়ে এগারো জনকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আমার বাল্যকালের বিদ্যালয়ের একজন প্রবীণ শিক্ষক(বিএনপি পন্থী) কে ছাত্রদের দ্বারা মব ক্রিয়েট করে পদত্যাগ করিয়েছে। দেখা যাচ্ছে মব এখন টুলস হিসাবে ব্যবহার করা হচ্ছে। বাংলার শিক্ষক ছিলেন তিনি। যে সব শিক্ষার্থীরা বিড়ি নেশা করতো তাদের আতঙ্কের কারণ ছিলেন। উনার কারণে বিদ্যালয়ের সামনে চায়ের দোকান, বহিরাগত রা আড্ডা দিতে ভয় পেত। বেত নিয়ে হাটতেন রাস্তায় ছেলে-মেয়েরা টাঙ্কি মারলে, বিড়ি খেলে, রাস্তায় গেঞ্জাম করলে, আড্ডা দিলে টাশ টাশ বেতের বাড়ি। আশ্চর্যজনক ঘটনা হচ্ছে উনাকে পরকিয়া কেইসে ফাঁসিয়ে চাকুরিচ্যুত করা হয়েছে। পুরো কান্ডের পিছনে শিক্ষকদের(জামায়াত গ্রুপ) এর হাত আছে। স্যার মন খুলে বাংলা পড়াতেন যা অনেকের সহ্য হতো না। আমি খুবই হতাশ এই ঘটনা শোনার পর। ছাত্ররা খুশি তাদের কেউ আর আকাম করতে বাধা দিবে না। স্যারের মতো বাংলা কেউ পড়াতে পারতো না। আওয়ামী লীগ আমলে অনেক চেষ্টা করে পারে নাই তাকে ডিফেইম করতে। এখন জামায়াত পন্থী বাংলা শিক্ষকদের অনেক দাপট বেড়ে গেছে স্কুলে। উনারা নাকি আমাদের কবি দের নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেন বাংলার শিক্ষক হয়েও।
০৪ ঠা মে, ২০২৫ রাত ১:০১
যামিনী সুধা বলেছেন:
ওরা শিক্ষালয়গুলো দখল করে, আমাদের জাতীয় সংস্কৃতি মুছে দিচ্ছে ও শিক্ষাকে চিরবিদায় দিচ্ছে।
১০|
০৪ ঠা মে, ২০২৫ রাত ১২:৫৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
রাজনীতিতে শেখ হাসিনা ১০০ তে ১৩ পেয়ে ফেল করেছেন। ফেল করে দেশকে ডাব্বায় ফেলে দিয়েছেন। আওয়ামী লীগের সুভাষ সিং তাকে ততক্ষণ থাবড়াতে হবে যাতে ৩২টি দাঁতের প্রতিটি দাঁতের গোড়া ফেটে যায়। আস্ত হারামজাদা। আওয়ামী লীগে ৭০% লোক সুভাষ সিং এর মতো অসভ্য বর্বর চোর, ডাস্টবিন নর্দমার কীট।
০৪ ঠা মে, ২০২৫ রাত ১:০৩
যামিনী সুধা বলেছেন:
শেখ হাসিনার কারণে বাংগালী জাতি রাজাকারদের হাতে পরাজিত হয়েছে।
১১|
০৪ ঠা মে, ২০২৫ রাত ১:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার বিশ্লেষণ ঠিক আছে।
তবে শেখ হাসিনা তার আশে পাশে বিচরণকারী চামচাদের প্রশংসা শুনতে পছন্দ করতেন।
যেমন কাউয়া কাদের।
এরা তাকে কোন ভালো পরামর্শ কখনোই দেয়নি।
০৪ ঠা মে, ২০২৫ রাত ১:৫৪
যামিনী সুধা বলেছেন:
কাউয়া কা কা করতো
১২|
০৪ ঠা মে, ২০২৫ রাত ১:৩২
ঠাকুরমাহমুদ বলেছেন:
যেই জাতি মাত্র ৫০ বছর দেশের স্বাধীনতা ধরে রাখতে পারে না, তাদের নিয়ে কি বলার আছে? জাতির আচার আচরণে বলে দেয় জাতি বীরের জাতি নাকি কাপুরুষের জাতি। এই জাতি প্রেম ভালোবাসার নামে লাম্পট্য, চুরি বাটপারি আর ধর্মের নামে অধর্মের নষ্টামি করতে জানে আর কিছুই জানে না।
তারপরও রাত যতোই গভীর কালো হোক সকাল হবেই। সূর্য উঠবেই।
শুভ রাত্রি। আজকের মতো বিদায়।
০৪ ঠা মে, ২০২৫ রাত ১:৫৬
যামিনী সুধা বলেছেন:
ধন্যবাদ।
স্বাধীনতাকামীরা আবারো ফিরবে।
১৩|
০৪ ঠা মে, ২০২৫ রাত ২:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আজকে ঢাবির রাজু-তে হুজুররা যা করলো সেটাকে আপনি কিভাবে দেখেন?
আমি তো দেখতে পাচ্ছি বাংলাদেশের নারীদের আগামী দিনগুলো খুবই খারাপের দিকে যাচ্ছে।
০৪ ঠা মে, ২০২৫ ভোর ৫:৫৪
যামিনী সুধা বলেছেন:
এরা, এদের বাবারা ১৯৭১ সালে পরাজিত হয়েছিলো; এদেরকে বার পরাজি্ত করে বাংলাদেশে বের করে দিতে হবে।
১৪|
০৪ ঠা মে, ২০২৫ সকাল ১১:১৮
রাজীব নুর বলেছেন: গতকাল হেফাজত ঢাকায় সমাবেশের নামে খুবই কুৎসিত কর্মকান্ড করেছে। খুব হিংস্রতা দেখিয়েছে। একটা পুতুল বানিয়েছে। পুতুলকে সুন্দর একটা শাড়ি পরিয়েছে। এরপর সমস্ত মোল্লারা একে একে জুতা দিয়ে মেরেছে, অর্থ্যাত নারীকে মেরেছে। এমন ভাবে জুতা দিয়ে মেরেছে, আপনি দেখলে বুঝতেন নারীর প্রতি তাদের কর রাগ এবং ঘৃণা।
০৪ ঠা মে, ২০২৫ বিকাল ৪:৩০
যামিনী সুধা বলেছেন:
শেখ হাসিনা এদেরকে কিছুটা কন্ট্রোলে রেখেছিলো।
১৫|
০৪ ঠা মে, ২০২৫ দুপুর ১২:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লেখক বলেছেন:
আপনার কোন ধরণের ব্যবসা বাণিজ্য নেই।
আপনি দেশের জংগী ধরণের দলগুলোকে সাপোর্ট করছেন কোন কারণে।
==============================
আমি কি করবো আর কাকে সাপোর্ট করবো তা নিয়ে আপনার মাথা ব্যাথা থাকার কথা নয়।
যারা আপনার দানের টাকা দিয়ে চলেন, তাদেরকে নিয়ে আপনার বেশি চিন্তা করা উচিৎ।
কারণ, তারা ভালো অবস্থায় নেই। মানসিক, অর্থনৈতিক এবং সামাজিক ভাবে তারা বেহাল অবস্থায় আছেন।
তবে, আপনি আমার সম্পর্কে যা এখন জেনেছেন, তা ভুল। আমার ব্যবসা আছে, এবং সেটা আইটি ব্যবসা। আর, আমি কোন নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে সাপোর্ট করি না।
০৪ ঠা মে, ২০২৫ বিকাল ৪:৩২
যামিনী সুধা বলেছেন:
আপনি ভয়ংকর মিথ্যুক মানুষ!
১৬|
০৪ ঠা মে, ২০২৫ সন্ধ্যা ৭:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লেখক বলেছেন:
আপনি ভয়ংকর মিথ্যুক মানুষ!
==========================
আর, আপni অহেতুক প্যাচালকারী সন্ত্রাসী।
১৭|
০৪ ঠা মে, ২০২৫ সন্ধ্যা ৭:২৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার দানের টাকায় চলা উহাদের মিথ্যাবাদী উপাধি দেন।
আমাকে না।
১৮|
০৪ ঠা মে, ২০২৫ রাত ৮:৩৮
জনারণ্যে একজন বলেছেন: এই টাউটের রেজ্যুমেতে দেয়া তার আইটি অফিসের ঠিকানায়, ওই অফিস খুঁজে না পাওয়ার সম্ভাবনা প্রবল।
ঠিক টাউটের দাবি করা তার কফি বাগানের মতো। টাউট নাকি কফি বাগান কিনেছে।
মরুভুমির জলদস্যুর ছবি তোলার হবি আছে, যেই বললেন ওখানে একটু যেতে চান ছবি তুলতে, এই টাউট সাথে সাথে ওনাকে ব্লক করে দিলেন। তার কয়দিন পরেই বললেন, ওই বাগান নাকি কিছু লাভে বিক্রি করে দিয়েছে, হা হা হা।
টাউটটা এই প্লাটফর্মের জন্য একটা শেম।
১৯|
০৫ ই মে, ২০২৫ রাত ২:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তিনি তবু দেশের জন্য কিছু কাজ করেছেন।
দেশে পদ্মা সেতু, মেট্রোরেল, এক্সপ্রেস রোড ইত্যাদি হয়েছে।
মেট্রোরেল ঢাকাবাসীর জন্য অভিনব পাওয়া।
২০|
০৬ ই মে, ২০২৫ সকাল ১০:১১
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনার আমলের চেয়ে দেশ এখন অন্মেক খারাপ অবস্থায় আছে।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০২৫ বিকাল ৩:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনার থিংক ট্যাংকে আপনার থাকা জরুরি ছিলো। কিভাবে তিনি আপনাকে মিস করে গেলেন ?