| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"ঘাস খেয়ে থাকবো, কিন্তু ভারতকে ধ্ংস করবো ও কাশ্মীর হবে আমাদের", এই ব্যাপারে সব পাকিস্তানীরা ঐক্যবদ্ধ। পাকিস্তানীরা মনেপ্রাণে বিশ্বাস করেছে তাদের সেনাবাহিনী বিশ্বের সেরা বাহিনীর মাঝে একটা, এবং ভারতীয় বাহিনী পাকিস্তানী বাহিনীকে ভয় করে।
আমাদের জনপ্রিয় ব্লগার, রাজিব নুর মাঝে মাঝে ভারতের সুনাম করে, ভারতকে বন্ধু দেশ হিসেবে পোষ্ট দেন; উনার এই ধরণের পোষ্ট এখনো ৩০/৪০টি মন্তব্য পেয়ে থাকে; মন্তব্যকারীদের ৯০ ভাগ উনাকে কটু কথা বলেন। সামুর ব্লগারদের মাঝে ৯০ ভাগ ভারত-বিরোধী; সাধারণ বাংগালীদের মাঝে ৯৫ ভাগ মানুষ ভারত-বিরোধী।
ভারত কখনো পাকিস্তানকে পছন্দ করেনি; তার মুলে ছিলো, পাকিস্তানী সেনাবাহিনী ১৯৫৮ সাল থেকে দেশ চালাচ্ছে ও ভারতের সাথে যুদ্ধ করে যাচ্ছে। পাকিস্তানী সাধারণ মানুষও সেনাবাহিনীর সাথেকে একমত।
বাংলাদেশ নিয়েও ভারত এখন হতাশ; বাংলাদেশও ক্রমাগতভাবে সেনাবাহিনীর হাতে ও মানুষের বড় অংশ এখন সেনাবাহিনীর অনুগত।
০৭ ই মে, ২০২৫ বিকাল ৫:৩১
যামিনী সুধা বলেছেন:
আপনার মতামত নিশ্চয় বিশাল ব্যাপার; তবে, ভারত শক্তিশালী ও উন্নত দেশ।
২|
০৭ ই মে, ২০২৫ বিকাল ৫:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশের মানুষ বাংলাদেশ বাদ দিয়ে ভারত পাকিস্তান নিয়ে বেশী চিন্তিত...
০৭ ই মে, ২০২৫ বিকাল ৫:৩৩
যামিনী সুধা বলেছেন:
ভালো, ইডিয়টরা অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকে।
৩|
০৭ ই মে, ২০২৫ বিকাল ৫:২৬
সৈয়দ কুতুব বলেছেন: ইরান-ইসরায়েলের মতো একটু ফাটাফাটির পর যুদ্ধ বন্ধ হয়ে যাবে। ভারত মাত্রই আপেল এর সাথে চুক্তি করেছে, ব্রিটেনের সাথে ৩৪ বিলিয়ন ডলারের চুক্তি করেছে। ![]()
০৭ ই মে, ২০২৫ বিকাল ৫:৩৫
যামিনী সুধা বলেছেন:
মোদী আফসোস করবে, পাকীরা মোদী ও ভারতকে টেনে কিছুটা নীচে নামায়েছে।
৪|
০৭ ই মে, ২০২৫ রাত ৮:৩৮
গেঁয়ো ভূত বলেছেন: ইমরান খানের মতো ডায়নামিক প্রেসিডেন্টকে অন্যায়ভাবে জোরপূর্বক ক্ষমতাচ্যুত না করলে আজকে পাকিস্তানকে এই অবস্থায় পড়তে হতো না।
০৭ ই মে, ২০২৫ রাত ৯:৫৯
যামিনী সুধা বলেছেন:
ইমরানকে বানায়েছিলো কে?
৫|
০৭ ই মে, ২০২৫ রাত ৯:১৮
কামাল১৮ বলেছেন: রাজিব ভারতকে বন্ধু রাষ্ট্র হিসাবে ভাবে।এটা ঠিক আছে।যারা বিরোধিতা করে তারা মুসলিম আর ভারত হিন্ধু এই দৃষ্টি কোন থেকে বলে।রাজিব এই দৃষ্টি কোন থেকে দেখে না।
ভারত বিরেধিতার কিছু কারণ অবস্যই আছে কিন্তু সমর্থন করার কারণ আছে অনেক বেশি।
বাংলাদেশের কপালে শনি আছে।
০৭ ই মে, ২০২৫ রাত ১০:০০
যামিনী সুধা বলেছেন:
ভারতীয়দের কাছে এখন বাগলাদেশ ও পাকিস্তান একই খাতায়।
৬|
০৭ ই মে, ২০২৫ রাত ১০:৪৬
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন:আমাদের জনপ্রিয় ব্লগার, রাজিব নুর মাঝে মাঝে ভারতের সুনাম করে, ভারতকে বন্ধু দেশ হিসেবে পোষ্ট দেন
- জি , উনার দৃষ্টিতে ভারত একটি "মানবিক দেশ " ,ভারত কখনো কোনো অন্যায়ই করতে পারে না ! ভারত এতটাই মানবিক যে , আজকেই পশ্চিম বাংলার কিছু মুসলিমকে পুশ ইন করেছে। তাদের মধ্যে যদি সত্যি বাংলাদেশের কোনো নাগরিক থেকে থাকে তাহলে রাজীব নূরের তথাকথিত মানবিক রাষ্ট্রের উচিত ছিল প্রমান সহ বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা। গুজরাটের বাংলাভাষাভাষী কিছু মুসলিমের বাড়ি ঘর ভেঙে দিয়েছে ,বলছে তারা নাকি বাংলাদেশের নাগরিক। কাশ্মীরের কিছু মুসলিমের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙেছে ,ওই সব বাড়ির মানুষ নাকি সন্ত্রাসী। এই ধরণের হাজারো উদহারণ দেয়া যাবে ,তবে তা হবে পন্ডশ্রম !
০৮ ই মে, ২০২৫ রাত ১২:৫৬
যামিনী সুধা বলেছেন:
বুলডজার দিয়ে বাড়ী ভাংগা ওরা ইসরায়েল থেকে আমদানী করেছে।
ভারত তো কোন সময় পাকিস্তানে "জংগী" আক্রমণ চালায়নি; সেদিক থেকে রাজিব সঠিক আছে। পাকিস্তান সেনাবাহিনীর সাথে কাজ করছে লস্করে তৈয়বা ও জোস-ই- মোহাম্মদ।
৭|
০৮ ই মে, ২০২৫ রাত ১:১৯
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: ভারত তো কোন সময় পাকিস্তানে "জংগী" আক্রমণ চালায়নি; সেদিক থেকে রাজিব সঠিক আছে।
- ভারত নিয়মিত পাকিস্তানে নানারকম স্যাবোট্যাজ করে থাকে। খবর নিলে জানতে পারবেন। তবে সেটা আমার মাথা ব্যাথা না ,ওরা আমাদের সাথে যে সব অন্যায় করে করে সেগুলি আমি অপছন্দ করি। আমাদের সাথে করা অন্যায় গুলিও রাজীব নূরদের চোখে পরে না ! সমস্যা সেটাই।
০৮ ই মে, ২০২৫ রাত ১:২৪
যামিনী সুধা বলেছেন:
আমাদের সাথে যেগুলো করে, সেটার মাঝে যা যা আপনার চোখে পড়ে, বলুন; আমি নিজেরগুলোর সাথে মিলিয়ে দেখি।
৮|
০৮ ই মে, ২০২৫ রাত ১:৪০
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: আমাদের সাথে যেগুলো করে, সেটার মাঝে যা যা আপনার চোখে পড়ে, বলুন; আমি নিজেরগুলোর সাথে মিলিয়ে দেখি।
- আমি আপনাকে জানাবো ,আমি ভাবতেও ছিলাম আপনাকে লিখি। কিন্তু অতিরিক্ত বড় হয়ে যাবে।
০৮ ই মে, ২০২৫ ভোর ৪:১০
যামিনী সুধা বলেছেন:
আচ্ছা থাক।
ভারতের সাথে সুসম্পর্কের বড় বাধা ধর্ম ও আলাদা সংস্কৃতি; ওরা শিক্ষা ও অর্থনীতিতে অনেক সামনে; ওখানে সঠিক সরকার আছে।
৯|
০৮ ই মে, ২০২৫ সকাল ১০:১০
রাজীব নুর বলেছেন: গতকাল বাংলাদেশে এক অঞ্চলে হুজুররা কিছু গাছ কেটে ফেলেছে। কারন গাছ গুলো নাকি হিন্দু গাছ।
মুক্তিযুদ্ধ আমাদের অনেক বড় পাওয়া।
ভারত আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেছে। শুধু মাত্র এই কারণে ভারতকে আমাদের বন্ধু ভাবা যেতে পারে।
০৮ ই মে, ২০২৫ বিকাল ৪:১৬
যামিনী সুধা বলেছেন:
সেটা ছিলো ইন্দিরার ভারত; আজকের ভারত বদলে গেছে; ধর্মনিরপেক্ষ ভারতে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে, মোদী ও হনুমান-মগজেরা ভারতের মান কমায়েছে।
১০|
০৮ ই মে, ২০২৫ সকাল ১০:১৩
রাজীব নুর বলেছেন: ১৯৪৭ সাল পর্যন্ত তো ভারত বাংলাদেশ এক ছিলো।
পাসপোর্ট ভিসার প্রয়োজন ছিলো না। আমার দাদার বাড়ি বিক্রমুপুর। কিন্তু দাদার ব্যবসা প্রতিষ্ঠান ছিলো কলকাতায়। ব্যবসার কারণে কলকাতা বৈঠকখানা রোডে একটা দোতলা বাড়ি কিনে ফেলেন। সেই বাড়ি এখনও আছে।
এরকম কলকাতার বহু লোকের বাড়ি বাংলাদেশে ছিলো। দেশভাগ হয়ে আসলে সমস্ত বাঙ্গালীদের কপাল পুড়েছে।
০৮ ই মে, ২০২৫ বিকাল ৪:১৮
যামিনী সুধা বলেছেন:
ইংরেজ আমলে হিন্দু মুসলমানের ভেতর দুর্ত্বের সৃষ্টি হয়েছিলো; এজন্য কোটী কোটী মানুষ অনেক কিছু হারায়েছে।
১১|
০৮ ই মে, ২০২৫ সকাল ১০:১৬
রাজীব নুর বলেছেন: আমার নানা নানীর বিরাট ব্যবসা ছিলো ভারতের আসামে।
পিতলের কারখানা ছিলো। অথচ নানা নানী জন্মস্থান বিক্রমপুর। রায়টের কারণে ব্যবসা ছেড়ে চলে আসতে হয় বাংলাদেশে।
যুদ্ধের সময় ইন্দিরা গান্ধী আমাদের জন্য যা করেছেন, সেটা ভুলে গেলে আমরা জাতি হিসেবে ছোট হয়ে যাব নিজের বিবেকের কাছে।
০৮ ই মে, ২০২৫ বিকাল ৪:১৯
যামিনী সুধা বলেছেন:
যে জাতির সেনাবাহিনী বিক্রয় হয়ে গেছে, সেটা পুর্ণাংগ জাতি নয়।
১২|
০৮ ই মে, ২০২৫ সকাল ১০:২০
রাজীব নুর বলেছেন: পাকিস্তান আমাদের জন্য অভিশাপ। আজন্ম অভিশাপ।
যুদ্ধের পর থেকে সেসব পাকিস্তানী বিহারীরা আমাদের দেশে থেকে গেছে, তারা আজও আমাদের ক্ষতি চায়। বাংলাদেশে থেকে, খেয়ে, করে পাকিস্তান পাকিস্তান। এই বিষাক্ত বিহারীরা আমাদের দেশের জন্য ক্ষতিকর। ঢাকায় যত চুরী ছিনতাই ডাকাতি, মারামারি কাটাকাটি হয় সেগুলো করে এই বিহারীরা। টাকার বিনিময়ে তারা সব করতে রাজী। জুলাই আন্দোলনে এই বিহারীরাই টাকার বিনিময়ে সমস্ত রকম অপকর্ম করেছে।
০৮ ই মে, ২০২৫ বিকাল ৪:২৩
যামিনী সুধা বলেছেন:
বিহারীরা এক ধরণের সন্ত্রাসী গোষ্ঠী, যুদ্ধের পর, ভারতের সাহায্য নিয়ে, ওদেরকে কাশ্মীর সীমান্ত দিয়ে পাকিস্তানে পুশ করলে, ওরাও সুখী হতো; বাংলাদেশ এই মাড়কষাদের থেকে মুক্ত হতো।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০২৫ বিকাল ৫:০৫
কথামৃত বলেছেন: এতো তাড়াতাড়ি কোন তদন্ত ছাড়া পাকিস্তানে হামলা করা উচিত হয়নি। ৩টি মসজিদে হামলা চালানো হয়েছে। এতে বেশির ভাগই নারী ও শিশু।
ভারত ৩ রাফায়েল সহ ৫ টি বিমান হরিয়েছে।
আমার মতে,
ভারত নিজেদের ব্যর্থতা ঠেকাতে ব্যর্থ হয়েছে। নিয়ন্ত্রণরেখা বরাবর কৌশলগত স্থিতিশীলতা এবং দায়িত্বশীল সম্পৃক্ততার দাবিতে তোলা বৈধ কণ্ঠস্বরকে উপেক্ষা করা হচ্ছে। এমনকি তাদের নিয়ে ঠাট্টা-তামাশাও করা হয়।