| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশ কিভাবে ভালো করতে পারে, তা নিয়ে ব্লগার জুল ভার্ণ, ভুয়া, শাহীন, মেঠোপথ, ঢাবিয়ান, নতুন নকীব, সত্য পথিক, আমি নই, কুকরা, মুকরা, সাখাওয়াত বাবন, Solaiman Hussain, প্রমুখ দৈনিকই রাজনৈতিক সমাধান ও উপাদেশ দিয়ে যাচ্ছেন; এগুলো অবশ্যই ডা: ইউনুস সাহেব অবধি যাচ্ছে না; গেলে ভালোই হতো।
আমি ভাবছি, এঁদের উপদেশ, সাজেশান ও সমাধানগুলোকে কোনভাবে কাজে লাগানো যায় কিনা? ডা: ইউনুসের একক মাথা থেকে ২০/২৫ জনের ভাবনাকে কম্পাইল করলে ভালো কিছু বেরিয়ে আসার কথা।
সরকারহীন দেশে শিক্ষিত মানুষেরা অনেক অবদান রাখতে পারেন।
সরকারবিহীন দেশে কিছু মানুষ বেশ প্রতাপের সাথে থাকে, কিছু মানুষ অকারণে মারা যায়; বাকীরা শিয়াল কুকুরের মতো কোনভাবে টিকে থাকে। এই মহুর্তে লিবিয়া, ইয়েমেন, সুদান ও গাজায় আসলে সঠিক কোন সরকার নেই; আমাদেরটা আছে, মানে সেনাবাহিনী এদের পেছনে থাকায় আছে।
লিবিয়ার সরকার এখনো দেশ চালাচ্ছে; কারণ, তাদের তেল আছে, ইয়েমেন বেঁচে আছে ওদের রেমিট্যান্সের কারণে, সুদান চলছে আরবদের টাকায়; বাংলাদেশ চলছে ঋণের টাকায়, দর্জি ব্যবসা ও রেমিট্যান্সের টাকায়; খারাপ না।
দেশ চলে যাচ্ছে; আমি ভাবছি, ব্লগারদের সৃজনশীল ভাবনাগুলোকে কাজে লাগাতে।
০৮ ই মে, ২০২৫ রাত ৯:৪২
যামিনী সুধা বলেছেন:
হাল কেহ আমাকে দিবে না, চেষ্টা করে নেয়ার সময়ও চলে গেছে।
২|
০৮ ই মে, ২০২৫ রাত ১০:১৪
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের সমাজে নাকি নিৎসে, ফুকো ও সিগমন্ড ফ্রয়েড অপ্রাসঙ্গিক। জনৈক ব্লগার আমার পোস্টে লিখেছিলেন। সিগমন্ড ফ্রয়েড অপ্রাসঙ্গিক ! ভাবতে পারেন আমরা কোথায় পড়ে আছি ? সিগমন্ড ফ্রয়েডের মতবাদ আমাদের সমাজ জীবনের প্রতি কোণায় কোণায় ছড়িয়ে আছে। বাংলাদেশে মানসিক সমস্যা কে তেমন সিরিয়াস ভাবে দেখা হয় না। ফ্রয়েড যে অবদমিত ইচ্ছার প্রকাশ হয় বিকৃত ভাবে সেটা আমাদের নারীদের উপর যৌন হেনস্তা দেখলে বুঝা যায়। ছেলেদের যে 'wet dreams' হয় সেটাও তো অবদমিত যৌন ইচ্ছার এক রূপ ! অথচ তারা বলে ফ্রয়েড অপ্রাসঙ্গিক ! ![]()
০৯ ই মে, ২০২৫ রাত ১২:৫৯
যামিনী সুধা বলেছেন:
বাংলাদেশ, পাকিস্তান ও আরবদের জন্য ওসামা বিন লাদেন ও ইবনে কাথির প্রাসংগিক।
৩|
০৯ ই মে, ২০২৫ সকাল ৮:৫৯
সৈয়দ কুতুব বলেছেন: ছাত্রদের কারা মাইনাস করতে চায় বলে আপনার ধারণা?
০৯ ই মে, ২০২৫ বিকাল ৪:২১
যামিনী সুধা বলেছেন:
প্রত্যেক শিক্ষিত নাগরিকের বুঝ উচিত যে, ছাত্র নামে যারা আমেরিকান ক্যু'তে অংশ নিয়েছে, তারা জাতির শিক্ষা ব্যবস্হাকে পুরোপুরিভাবে ধ্বংস করেছে; সবার উচিত এদেরকে দেশ থে তাড়িয়ে দেয়া।
৪|
০৯ ই মে, ২০২৫ সকাল ১১:১৭
রাজীব নুর বলেছেন: ব্লগারদের সম্পর্কে সাধারন মানুষের ধারনা এরা ''নাস্তিক''।
০৯ ই মে, ২০২৫ বিকাল ৪:২২
যামিনী সুধা বলেছেন:
সাধারণ মানুষের মাজে শতকরা ৯০ জন ভয়ংকর ইডিয়ট ধরণের মানুষ।
৫|
০৯ ই মে, ২০২৫ দুপুর ১২:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার নিজের ভাবনাও তো কম না দেশের জন্য। তবে আমার, আপনার ধারণাগুলো অনলাইনেই থাকবে। বাস্তবে পরিবর্তন আসতে হলে ক্ষমতায় যেতে হবে। আর ক্ষমতায় গেলে সবাই সিস্টেমে ঢুকে যায়। যেমন - সমন্বয়কদের নীরব চাঁদাবাজি...
০৯ ই মে, ২০২৫ বিকাল ৪:২৪
যামিনী সুধা বলেছেন:
যারা গত ক্যু'তে আমেরিাকর হয়ে সাধারণ ছাত্রদের হত্যা করেছে, তারা কারা? এদের জন্য ভয়ংকর দিন অপেক্ষা করছে।
৬|
১০ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:২২
কামাল১৮ বলেছেন: একটি ভালো তত্ত্ব কোন কাজেই আসে না যদি না সেটা বাস্তবায়নের জন্য কোন সংগঠন থাকে।
৭|
১১ ই মে, ২০২৫ সকাল ১০:৩৫
রাজীব নুর বলেছেন: গত নয় মাস ধরে দেশে যা হচ্ছে, সব জামাতের ইচ্ছায় হচ্ছে। ইহা সত্য মিথ্যা নয়।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০২৫ রাত ৯:২১
কথামৃত বলেছেন: আপনি দেশে এসে দেশের হাল ধরেন