| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে মোল্লার অভাব নেই; কিন্তু অংকে ব্যাচেলর কিংবা মাষ্টার্স নেই। ব্লগার রূপকের লেখা আমি সব সময় পড়ে দেখি, উনার লেখায় সব সময় কিছু একটা মিস করি, লেখার বিষয়গুলো উনি পরিস্কার করতে পারেন না; আমার ধারণা ছিলো উনি অংকে ভালো করেননি স্কুল ও কলেজে। পরে জানলাম, উনি ৪র্থ শ্রেনীতে শিক্ষকের হাতে মার খেয়েছেন "সামজ বিজ্ঞানে"।
ব্লগে হাজার হাজার মোল্লা থাকলেও, বর্তানে ইসলামী স্কলার আছেন ২ জন: (১) মহাজাগতিক ও (২) নতুন নকিব। মহাজাগতিক ভালোবাসার কবিতা ও সনেট লিখেন, কোরানের তফসির জাতীয় কিছু লেখেন ( কপিপেষ্ট ) ও দেশের চলামন রাজনীতি নিয়ে লেখেন। আমার মতে, বর্তমানে সামুর সেরা কবি তিনি। তিনি কিছুটা কম্প্যুটিং শিখেছেন, সেটাই উনার প্রফেশান।
ব্লগার নতুন নকীব আজকেও হজ্ব নিয়ে পোষ্ট দিয়েছেন; আমার মতে, মক্কার মেলায় যাবার জন্য আমাদের দেশের গরীবেরা অনেক কষ্টের টাকা অকারণে ব্যয় করেন। নতুন নকীবের আয় আছে বলে মনে হয়; ফলে উনি কোথায় ভ্রমণে যাবেন, সেটা উনার বিষয়।
অংক না জানলে, ভালো সাহিত্যকও হওয়া যায় না; ড: হুমায়ুন আহমদের সফলতার পেছনে আছে উনার কেমেষ্ট্রিতে পিএইচডি। না'হল তারকারী ভবেরচরে নানীর বাড়ী থেকে রাজনীতিতে মাষ্টার্স করেছেন, কোন বিষয় সঠকভাবে লিখতে পারেন না, কমেন্টগুলোো টং দোকান।
০৯ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:০২
যামিনী সুধা বলেছেন:
আপনি অংকে কি রকম? ক্যালকুলাস অবধী গিয়েছিলেন?
২|
০৯ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৩১
সৈয়দ কুতুব বলেছেন: মহাজাগতিক চিন্তার সাথে কওমী দের কয়েকদিন পর মারামারি লাগবে। আজকে যে পোস্ট করেছেন!
০৯ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:১১
যামিনী সুধা বলেছেন:
কওমীরা মনের দিক থেকে ধর্মীয় সন্ত্রাসী; মহাজাগতিক হলেন ১ জন ব্লগার, যাঁর জীবন সম্পর্কে আমরা জানতে পেরেছি; উনার জীবনটা অন্য মোল্লাদের মতো নয়।
হিকমাত শব্দ আরবেরা ও এশিয়ার মুলমানেরা সমানভাবে বুঝে না; আরবদের হিকমাতের অভাবে আছে, সেটা ইসলামে প্রতিফলিত হয়েছে । ইসলাম ধর্ম মানুষের ন্যাচারেল হিকমাতকে ধ্ংস করে সেখানে অজ্ঞানের বীজ বপন করে।
৩|
০৯ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: আমি ম্যাথ, ফিজিক্স ও কেমেস্ট্রিতে ভালো ছিলাম। ক্যালকুলাস তো পারি। গ্রাজুয়েশন বিজনেস এডমিনিস্ট্রেশনে করলেও ইন্টারের ম্যাথ পারি। অনার্স লেভেলের বিজনেস statistics ও বিজনেস ম্যাথ পড়ায়েছি ব্যাচ।
০৯ ই মে, ২০২৫ রাত ৮:১৪
যামিনী সুধা বলেছেন:
ভালো
৪|
০৯ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: ক্যালকুলাস ইন্টারের সিলেবাস পর্যন্ত করা আছে। ম্যাথে আমার প্রিয় টপিক্স ত্রিকোনমিতি ! জ্যামিতিতে সমস্যা ছিলো এসএসসি তে কারণ সব শিক্ষক গোজামিল দিয়ে জ্যামিতি সলভ করতো। ইন্টারে অনেক খেটেছিলাম ! বাংলাদেশের অধিকাংশ টিচাররা জ্যামিতি কম পারে । আমার দুর্বলতা বায়োতে ছিলো।
০৯ ই মে, ২০২৫ রাত ৮:১৬
যামিনী সুধা বলেছেন:
অসুবিধা নেই, বেসিক ঠিক থাকলে সবই শেখা যায়। ব্লগারদের বেশীরভাগের বেসিক সমস্যা আছে।
৫|
০৯ ই মে, ২০২৫ রাত ১০:৫৯
আঁধারের যুবরাজ বলেছেন: @নতুন পোপ অংকে ব্যাচেলর এবং আমেরিকান
- শুধু উনি কেন ,উনাদের অধিকাংশ পাদ্রী উচ্চ শিক্ষিত। এশিয়া ,আফ্রিকাতে যারা কাজ করতে আসেন উনাদের অনেকেই পাদ্রীর পাশাপাশি চিকিৎসক।
০৯ ই মে, ২০২৫ রাত ১১:০৩
যামিনী সুধা বলেছেন:
এই কারণে, পশ্চিমের দেশগুলোতে ধর্মীয়রা শাসনতন্ত্র মেনে চলে, বাইবেল বাইবেল করে না। আমাদের মোল্লারা দেশের আইনকানুন মানে না।
৬|
১০ ই মে, ২০২৫ দুপুর ১২:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দেশে জাতীয় নাগরিকরা আন্দোলন করছে যে আলীগকে নিষিদ্ধ করতে হবে।
তিনাদের সব ইস্যু নেই।
তাই আলীগ নিষিদ্ধ করার দাবী।
এই কালা গাধারা জানে না যে আলীগের শিকড় জনগণের মনের গভীরে ।
আলীগকে শেষ করে ফেলা যাবে না।
জয়বাংলা!!!
৭|
১০ ই মে, ২০২৫ দুপুর ১২:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সৈয়দ কুতুব বলেছেন: আমি ম্যাথ, ফিজিক্স ও কেমেস্ট্রিতে ভালো ছিলাম। ক্যালকুলাস তো পারি। গ্রাজুয়েশন বিজনেস এডমিনিস্ট্রেশনে করলেও ইন্টারের ম্যাথ পারি। অনার্স লেভেলের বিজনেস statistics ও বিজনেস ম্যাথ পড়ায়েছি ব্যাচ।
আপনার এই সব অর্জন বৃথা । কারণ আপনি জামাতী সাপোর্টার।
ঈশ্বর আপনার কল্যাণ করুন।
৮|
১০ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:১৩
কামাল১৮ বলেছেন: ছাত্র অবস্থায়,কমিউনিষ্ট পার্টির ইস্তেহার পড়ে সেই যে মাথা বিগড়ে গেলো তার পর আর লেখা পড়া মাথায় ডুবল না।সারা জীবন চাকরি বাকরি না করেই কাটিয়ে দিলাম।
১১ ই মে, ২০২৫ বিকাল ৫:১১
যামিনী সুধা বলেছেন:
আপনাদের মাঝে কেহ ছিলো না, যিনি ইহার ফাইন্যানসিয়ালটা কার্যকরী করে, মানুষকে উদাহরণ দেখাতে পারতেন।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৩০
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশ নৌ-বাহিনী কলেজ ঢাকায় ইন্টার পড়ার সময় আমাদের উচ্চতর গণিত নিতেন রফিকুল স্যার। তিনি হজুর ছিলেন। পরে বই লিখেছেন। কেমেস্ট্রি পড়তাম কাওসার স্যারের কাছে। স্যার উনার ওয়াইফ কে নিয়ে ইনসিকিউর ফিল করতো।