| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগার চাচ্ছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে! আমরা উনার সাথেই আছি; চলুন সবাই মিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করি।
আওয়ামী লীগ শুধু নিজামী, মুজাহিদ ও মীরকাশেম আলীকে যে ফাঁসী দিয়েছিলো তা নয়, তারা আইয়ুব খানের গদি উল্টায়ে দিয়েছিলো! আইয়ুব খান ১৯৬৮ সালে আওয়ামী লীগকে নিষেধ করতে চেয়েছিলো।
এখন শিবির আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য চেষ্টা করছে। মাঠে আওয়ামী লীগ নেই; কিন্তু ওরা ফিরে আসবে; ইহা শিবির দেখছে না; কারণ, শিবির ভাড়াটিয়া খাটতে গিয়ে দেশ পেয়ে গেছে কিছুদিনের জন্য। তারা মনে করেছে যে, তারা আমেরিকান সৈন্য বাহিনী হয়ে গেছে।
বিএনপি'কে গত ক্যু'তে আমেরিকান দুতাবাস যোগ করেনি; ফলে, বিএনপি ঠিক জামাত-শিবিরের মতো লাফালাফি করছে না; তারা জানে যে আওয়ামী লীগ ফিরে আসবে।
আমেরিকান দুতাবাস কি করছে, তা বিএনপি'র ২/১ জনকে জানতে দিচ্ছে; সেজন্য বিএনপি'র মুল নেতারা শিবিরের সাথে লাফালাফি করছে না; যদি আমেরিকানরা সিগন্যাল দেয়, বিএনপিও সুর তুলবে।
২/১ জন ভুয়া ব্লগার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। বয়স্ক-ছাগল বাঘ-ভালুক চেনে, ছাগলের বাচ্চা বুঝে না কোনটা বাঘ, কোনটা ভালুক; তাই খালি মাঠ পেলে ছাগলের বাচ্চা লাফালাফি করে।
১০ ই মে, ২০২৫ বিকাল ৪:৫৪
যামিনী সুধা বলেছেন:
আওয়ামী লীগই বাংগালীদের একমাত্র দল; ইহাকে যারা নিষিদ্ধ করতে চাচ্ছে, তাদের ইতিহাস হচ্ছে, এারা এই দেশের বিপক্ষে ১৯৭১ সালে যুদ্ধ করেছে।
২|
১০ ই মে, ২০২৫ বিকাল ৪:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: জুলাই অভ্যুত্থানে একজন সক্রিয় অংশগ্রহণকারী হিসাবে আমার উপলদ্ধি :
১- আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। আওয়ামী লীগের বিগত ১৬ বছরের যে সব পান্ডা অপরাধ করেছে তাদের বিচার সবাই চায়। কিন্তু ঝামেলা পাকিয়েছে দ্রুত বিচার ট্রাইবুনালের চীফ প্রসিকিউটর জমাতী তাজুল ইসলাম। একসময় সে জামায়াতের নেতাদের পক্ষে লড়েছিলো। একটা সহী বিচার কে প্রশ্নবিদ্ধ করা হলো।
২- মামলার মেরিট না থাকা: আওয়ামী লীগ টানা ১৬ বছর ক্ষমতায় কিন্তু বিএনপির অনেক নেতাদের তাদের কৃতকর্মের জন্য সাজা দেয় নাই। অথচ ভুয়া মামলা তাদের উপর দিয়েছিলো। পাশার দান পাল্টাতে সব মামলা খারিজ। একই ঘটনা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে ঘটছে। ভুয়া মামলার চক্করে পড়ছে অনেকে। এগুলো পাশার দান পাল্টালে খারিজ হয়ে যাবে। এভাবে মামলার মেরিট বিবেচনা না করে মামলা দেয়ার মাধ্যমে ন্যায়-বিচার বাধাগ্রস্ত হচ্ছে।
৩- দেশে কোনো রাজনীতিবিদ নেই। আপনার কথা সত্য। বিএনপির নেতাদের পিছনে লাখ লাখ সমর্থন আছে অথচ সাহস করে সরকারের বিরুদ্ধে কথা বলতে পারে না। যতই ইন্টেরিমের ফরেন ব্যাকআপ থাকুক রাজনীতি করতে হলে দম থাকা লাগে। জীবন-মৃত্যু-অপমান- মন্দকথা- জেল-জরিমানা এগুলো একজন রাজনীতিবিদ কে মহান করে তুলে। এরকম কাউকে দেখছি না।
আমাদের দেশের রাজনীতিবিদ ও রাজনীতি ধোকা দিচ্ছে সবাইকে।
১০ ই মে, ২০২৫ বিকাল ৪:৫৮
যামিনী সুধা বলেছেন:
কিসব নিয়ে ভেবেচিন্তে আপনি আইনবিদ হয়ে যাচ্ছেন? না'বুঝে আমেরিকান ক্যু'তে অংশ নিয়েছিলেন, সেইফে থাকায় শিবিরের ও পুলিশের গুলিতে প্রাণ হারাননি, এটাই আপনার জীবনের বড় পাওয়া।
দেশে রাজনীতিবিদ নেই। ডা: ইউনুস শঠ ও জালিয়াত এনৈও ব্যবসায়ী
৩|
১০ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৪৮
কামাল১৮ বলেছেন: এরা আইয়ূব ইয়াহিয়া খাঁনের প্রেতাত্মা।মুসলিম লীগকে নিষিদ্ধ করতে হয়নি,এমনিতেই বিলিন হয়ে গেছে।যারা নষিদ্ধ চায় তারা অচিরেই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
১০ ই মে, ২০২৫ রাত ৯:৪৬
যামিনী সুধা বলেছেন:
ওরা ১টা জিনিষ জেনেও মানতে চাচ্ছে না, আমেরিকা জংগীদের কন্ট্রোল করে।
৪|
১১ ই মে, ২০২৫ রাত ১২:৪২
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ বিহীন ইলেকশনে ভোটের পারসেন্টেজ কেমন হবে?
১১ ই মে, ২০২৫ রাত ১:১০
যামিনী সুধা বলেছেন:
ভোটের সব ব্যবস্হা মিলিটারী করবে; শতকরা ৭৬ থেকে ৮২ ভাগ ভোট পড়বে।
৫|
১১ ই মে, ২০২৫ সকাল ১১:২৫
রাজীব নুর বলেছেন: জামাত শিবির তাদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তাদের কঠিন নকশায় আওয়ামীলীগ ধরা খেয়েছে। বিএনপিও ধরা খাবে।
৬|
১৪ ই মে, ২০২৫ দুপুর ১২:২২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাংলাদেশের রাজনীতিতে ,
বিদেশী সাপের আনাগোনা,
কার ছোবলে কে মারা যাবে
সময়ে বলে দেবে ।
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০২৫ বিকাল ৪:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: যেদিন শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ডাক দেয়া হয় সেদিন আমেরিকার একটা থিংক ট্যাংক বিএনপির সাথে মিটিংয়ে বসে। মিটিং শেষে ড. মঈন খান বলেন যে প্রক্তিয়ায়(র্নিবাহী আদেশে) নিষিদ্ধ চাচ্ছে তা নিয়ে বিএনপি খুশি নয়। তারা বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ চায়। সরকার ও নির্বাচন কমিশনের উপর ডিসিশন ছেড়ে দিয়েছে তারা।