| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, ইহার কার্যক্রম স্হগিত করা হয়েছে; অর্থাৎ সরকারের সাথে এই দলের কোন ইন্টার-এ্যাকসান হবে না, এবং দলটার দলীয় কার্যক্রম চালাতে পারবে না।
এই ঘোষণা এসেছে সাময়িক সরকার থেকে। এরপর, যদি ইহা স্হায়ীভাবে ব্যান করতে হয়, সরকারকে কোর্টে যেতে হবে।
১১ ই মে, ২০২৫ রাত ২:৫৫
যামিনী সুধা বলেছেন:
আইনীভাবে হোক, বা বেআইনীভাবে হোক, জংগীরা চাইবে আওয়ামী লীগ যেন দলীয় কার্যক্রম চালালতে না পারে। সেটা সমাধন হবে শক্তি দিয়ে।
২|
১১ ই মে, ২০২৫ রাত ২:৫৭
যামিনী সুধা বলেছেন:
অনির্বাচিতদের সব কাজই অধ্যাদেশের মাঝে পড়ে।
৩|
১১ ই মে, ২০২৫ ভোর ৪:৩৪
আঁধারের যুবরাজ বলেছেন: আপনার শরীর ভালো না বলেছিলেন ,এই সব নিয়ে বেশি মনখারাপ করবেন না। এমনিতেও আপনার হাতে কিছু নেই। দেখা যাক কি হয়।
১১ ই মে, ২০২৫ ভোর ৫:৪৬
যামিনী সুধা বলেছেন:
আমি বাবার থেকে জেনেটিক্যালী একটা সমস্যা পেয়েছি, দেশের বাইরে থাকায় এখনো বেঁচে আছি। আমি ২০১৬ সালের পর আমেরিকায় অবস্হান করছি শারীরিক কারণে মাত্র।
আমাদের জাতিটাকে ধ্বংস করেছে আমেরিকা, পাকিস্তান ও ১৯৭১ সালের বিশ্বাসঘাতকেরা।
৪|
১১ ই মে, ২০২৫ সকাল ১০:৫৯
রাজীব নুর বলেছেন: জামাত বিএনপির চেয়ে আওয়ামীলীগ ভালো।
যারা নিষিদ্ধের সুর তুলেছে তারা তো রাজাকার। জামাত কঠিন এক চক্রান্ত করেছে।
১১ ই মে, ২০২৫ বিকাল ৪:০৯
যামিনী সুধা বলেছেন:
কোন নতুন নবীও আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না।
৫|
১১ ই মে, ২০২৫ সকাল ১১:০২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যে পাপ করেছে, কিছুদিন তারা রাজনীতি থেকে দূরে থাকলেই ভাল...
১১ ই মে, ২০২৫ বিকাল ৪:১১
যামিনী সুধা বলেছেন:
দুষ্ট আওয়ামী লীগের পতন হলো; নতুন আওয়ামী লীগ এসে রাজাকারদের পাকিস্তান পাঠাবে।
৬|
১১ ই মে, ২০২৫ দুপুর ১২:১৯
কথামৃত বলেছেন: আজ বড়ই আনন্দের দিন। আওয়ামী লীগ ব্যান। আপনার আপাই এর জন্য দায়ী
১১ ই মে, ২০২৫ বিকাল ৪:১৩
যামিনী সুধা বলেছেন:
নতুন ও সঠিক আওয়ামী লীগ ফিরবে; আওয়ামী লীগের সাথে ১৯৭১ সালের বিশ্বাসঘাতকেরা কোনদিন পারবে না।
৭|
১১ ই মে, ২০২৫ বিকাল ৪:২৫
সৈয়দ কুতুব বলেছেন:
প্রজ্ঞাপন জারী হয়েছে কার্যক্রম নিষিদ্ধ করার। নিবন্ধন বাতিল হতে পারে। নিজামীর ছবি দিয়ে শুভেচ্ছা জানাইলাম।
৮|
১১ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৫০
কামাল১৮ বলেছেন: এতোদিন স্লোগান শুনতাম ,এটা কারো বাপের দেশ না।এবার তারা বাপ খুঁজে পেয়েছে,এটা গো,আজমের দেশ।
৯|
১৩ ই মে, ২০২৫ ভোর ৫:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ই্নুছ একজন প্রতিপরায়ন লোক।
১০|
১৩ ই মে, ২০২৫ ভোর ৫:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রজ্ঞাপন জারী হয়েছে কার্যক্রম নিষিদ্ধ করার। নিবন্ধন বাতিল হতে পারে। নিজামীর ছবি দিয়ে শুভেচ্ছা জানাইলাম।
জামাতীরা তো এটা করবেই।
১১|
১৪ ই মে, ২০২৫ রাত ১১:৪৪
ধীবধির বলেছেন: ইহাতে কার কি ছেড়া গেলো?
নিষিদ্ধ/ স্থগিত করা হলেই যেন আম্লীগ উদ্বায়ী পদার্থের মতো উবে যাবে!!
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০২৫ রাত ২:১৩
সৈয়দ কুতুব বলেছেন: অধ্যাদেশ নিয়ে আসবে।