নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যামিনী সুধা

যামিনী সুধা › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, উহার কার্যক্রম স্হগিত করা হয়েছে!

১১ ই মে, ২০২৫ রাত ১:১৭



আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, ইহার কার্যক্রম স্হগিত করা হয়েছে; অর্থাৎ সরকারের সাথে এই দলের কোন ইন্টার-এ্যাকসান হবে না, এবং দলটার দলীয় কার্যক্রম চালাতে পারবে না।

এই ঘোষণা এসেছে সাময়িক সরকার থেকে। এরপর, যদি ইহা স্হায়ীভাবে ব্যান করতে হয়, সরকারকে কোর্টে যেতে হবে।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২৫ রাত ২:১৩

সৈয়দ কুতুব বলেছেন: অধ্যাদেশ নিয়ে আসবে।

১১ ই মে, ২০২৫ রাত ২:৫৫

যামিনী সুধা বলেছেন:



আইনীভাবে হোক, বা বেআইনীভাবে হোক, জংগীরা চাইবে আওয়ামী লীগ যেন দলীয় কার্যক্রম চালালতে না পারে। সেটা সমাধন হবে শক্তি দিয়ে।

২| ১১ ই মে, ২০২৫ রাত ২:৫৭

যামিনী সুধা বলেছেন:




অনির্বাচিতদের সব কাজই অধ্যাদেশের মাঝে পড়ে।

৩| ১১ ই মে, ২০২৫ ভোর ৪:৩৪

আঁধারের যুবরাজ বলেছেন: আপনার শরীর ভালো না বলেছিলেন ,এই সব নিয়ে বেশি মনখারাপ করবেন না। এমনিতেও আপনার হাতে কিছু নেই। দেখা যাক কি হয়।

১১ ই মে, ২০২৫ ভোর ৫:৪৬

যামিনী সুধা বলেছেন:




আমি বাবার থেকে জেনেটিক্যালী একটা সমস্যা পেয়েছি, দেশের বাইরে থাকায় এখনো বেঁচে আছি। আমি ২০১৬ সালের পর আমেরিকায় অবস্হান করছি শারীরিক কারণে মাত্র।

আমাদের জাতিটাকে ধ্বংস করেছে আমেরিকা, পাকিস্তান ও ১৯৭১ সালের বিশ্বাসঘাতকেরা।

৪| ১১ ই মে, ২০২৫ সকাল ১০:৫৯

রাজীব নুর বলেছেন: জামাত বিএনপির চেয়ে আওয়ামীলীগ ভালো।
যারা নিষিদ্ধের সুর তুলেছে তারা তো রাজাকার। জামাত কঠিন এক চক্রান্ত করেছে।

১১ ই মে, ২০২৫ বিকাল ৪:০৯

যামিনী সুধা বলেছেন:



কোন নতুন নবীও আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না।

৫| ১১ ই মে, ২০২৫ সকাল ১১:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যে পাপ করেছে, কিছুদিন তারা রাজনীতি থেকে দূরে থাকলেই ভাল...

১১ ই মে, ২০২৫ বিকাল ৪:১১

যামিনী সুধা বলেছেন:



দুষ্ট আওয়ামী লীগের পতন হলো; নতুন আওয়ামী লীগ এসে রাজাকারদের পাকিস্তান পাঠাবে।

৬| ১১ ই মে, ২০২৫ দুপুর ১২:১৯

কথামৃত বলেছেন: আজ বড়ই আনন্দের দিন। আওয়ামী লীগ ব্যান। আপনার আপাই এর জন্য দায়ী

১১ ই মে, ২০২৫ বিকাল ৪:১৩

যামিনী সুধা বলেছেন:



নতুন ও সঠিক আওয়ামী লীগ ফিরবে; আওয়ামী লীগের সাথে ১৯৭১ সালের বিশ্বাসঘাতকেরা কোনদিন পারবে না।

৭| ১১ ই মে, ২০২৫ বিকাল ৪:২৫

সৈয়দ কুতুব বলেছেন:
প্রজ্ঞাপন জারী হয়েছে কার্যক্রম নিষিদ্ধ করার। নিবন্ধন বাতিল হতে পারে। নিজামীর ছবি দিয়ে শুভেচ্ছা জানাইলাম। ;)

৮| ১১ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৫০

কামাল১৮ বলেছেন: এতোদিন স্লোগান শুনতাম ,এটা কারো বাপের দেশ না।এবার তারা বাপ খুঁজে পেয়েছে,এটা গো,আজমের দেশ।

৯| ১৩ ই মে, ২০২৫ ভোর ৫:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ই্নুছ একজন প্রতিপরায়ন লোক।

১০| ১৩ ই মে, ২০২৫ ভোর ৫:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


প্রজ্ঞাপন জারী হয়েছে কার্যক্রম নিষিদ্ধ করার। নিবন্ধন বাতিল হতে পারে। নিজামীর ছবি দিয়ে শুভেচ্ছা জানাইলাম।


জামাতীরা তো এটা করবেই।

১১| ১৪ ই মে, ২০২৫ রাত ১১:৪৪

ধীবধির বলেছেন: ইহাতে কার কি ছেড়া গেলো?
নিষিদ্ধ/ স্থগিত করা হলেই যেন আম্লীগ উদ্বায়ী পদার্থের মতো উবে যাবে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.