| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমেরিকান ক্যু'এর পর, ১০ মাস প্রস্তুতি নিয়ে ১৯৭১ সালের পরাজিত শক্তি গতকাল (১০ই মে, ২০২৫ ) বাংলাদেশে গ্বহযুদ্ধের ডাক দিয়েছে। ১৯৬৮ সালে আইয়ুব খান অনেক প্রস্তুতি নিয়েছিলো, ১৯৬৯ সালে সে পরাজিত হয়েছিলো। ১৯৭১ সালে ইয়াহিয়া খান অনেক প্রস্তুতি নিয়ে আক্রমণ করেছিলো, তাতে যোগ দিয়েছিলো বাংগালী চেহারার ২০ ভাগ বিশ্বাসঘাতক, তারা ৯ মাসে পরাজিত হয়েছিল। ১৯৭১ সালের পরাজিত শক্তি এরপর বারবার আমেরিকান ক্যু'এর পক্ষে থেকে জাতিকে দখল করেছিলো ও কয়েকবার পরাজিত হয়েছে। এবারো পরাজিত হবে।
পাকিস্তানী লস্কর তৈয়বা, জোহ ই মোহাম্মদ, পাকিস্তানী তালেবানের বেশ বড় সংখ্যক জংগী এখন বাংলাদেশ অবস্হান করছে; এরা মোল্লা, পুলিশ ও আনচারের কাপড় চোপড় পরে রাস্তায় চলাচল করছে রাতে। কিছু তরুণ শিবির আমেরিকা ও ইউরোপ থেকে দেশে ফিরেছে।
১১ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:২৮
যামিনী সুধা বলেছেন:
৭১'এর লোকজনলে ফিরতে হবে, না'হয় আমাদের জাতিকে বদলায়ে দিবে পাকীরা ও ৭১'এর বিশ্বাস ঘাতকেরা।
২|
১১ ই মে, ২০২৫ বিকাল ৪:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: কোনো গৃহযুদ্ধ হবে না। এবারের পরিস্থিতি পুরোপরি ভিন্ন ! আইয়ুব ও ইয়াহিয়া যখন ছিলো তখন আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিলো না। শীর্ষ নেতা সব করাপ্টেড এবং সভানেত্রীর রাজনৈতিক ক্যারিয়ার শেষ !
আওয়ামী লীগ কেবল একটা পয়েন্টে ফিরে আসতে পারে যদি বিএনপি-জামায়াত-এনসিপি ২০০১-২০০৬ সাল থেকে বেশি উগ্রবাদীদের সাপোর্ট করে।
১১ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৩০
যামিনী সুধা বলেছেন:
"যদি"র জন্য আওয়ামী লীগ কখনো অপেক্ষা করেনি অতীতে।
৩|
১১ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৪০
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশকে নিজ মর্জিমতো ছেড়ে দেয়া হয়েছে ?
১১ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৪৩
যামিনী সুধা বলেছেন:
এরা ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন, লিবিয়া ও সুদানে গণতন্ত্র এনেছে।
৪|
১১ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৪৩
কামাল১৮ বলেছেন: ৭১রে বড় ভুল ছিলো নিজেদের মধ্যকার শত্রুদের আঘাত না করা।সেখান থেকে শিক্ষা নিয়ে আশা করি এবার আর সেই ভুল হবে না।জাতি জেগে উঠবেই।এটাই প্রকৃতির শিক্ষা। যেখানেই নির্যাতন সেখানেই প্রতিরোধ।
১১ ই মে, ২০২৫ রাত ১০:২৯
যামিনী সুধা বলেছেন:
মোল্লারা তখন সমাজের তলানীতে ছিলো; তাদের অপরাধের বিচার মানুষ খুব একটা চাহেনী।
৫|
১১ ই মে, ২০২৫ রাত ৮:৫৮
শূন্য সারমর্ম বলেছেন:
পাকিস্তানী আইএসআই এর মাস্টার প্লান নিয়ে কিছু বলুন।
১১ ই মে, ২০২৫ রাত ১০:৩১
যামিনী সুধা বলেছেন:
ওরা প্রতিশোধ নিচ্ছে; ওদের ধারণা, বাংগালীরা বিশ্বাসঘাতক জাতি, বাংগালীদের বিশ্বাসঘাতকতার কারণে "মুসলমানেরা" হিন্দুদের হাতে বন্দী হয়েছিলো। ওরা সেটার প্রতিশোধ নিচ্ছে। ওদের প্ল্যান, আমাদের জাতিকে যাযাবরের জাতিতে পরিণত করা।
৬|
১১ ই মে, ২০২৫ রাত ১০:৪১
আঁধারের যুবরাজ বলেছেন: কামাল১৮ বলেছেন: যেখানেই নির্যাতন সেখানেই প্রতিরোধ।
- নিঝুম মজুমদার নাকি সশস্র সংগ্রামের ডাক দিয়েছে ?
১১ ই মে, ২০২৫ রাত ১১:১৭
যামিনী সুধা বলেছেন:
নিঝুম মজুমদারটা কে? কোথায় আছে এখন?
৭|
১১ ই মে, ২০২৫ রাত ১০:৫৫
সৈয়দ কুতুব বলেছেন: আধারের যুবরাজ@হারপিক মজুমদার কে হারপিক দিয়ে ওয়াশ করে দেয়া হবে। সে কি সশস্ত্র সংগ্রাম করবে ?
আওয়ামী লীগের পুরাতন অবকাঠামো নিয়ে রাস্তায় নামলে জনগণ বাংলাওয়াশ করে দিবে। একটা হিন্দি মুভিতে দেখেছিলাম বলতে " যখন পুরাতন কোনো কিছুই কাজ করে না তখন সেগুলো ছেড়ে নতুন পথ বা নতুন রূপে যাত্রা শুরু করতে হয় "।
আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য যে সংশোধনী আনা হচ্ছে তাতে জামায়াতের ও বিচার করা যাবে। ফৌজদারি মামলা কোনদিন তামাদি হয় না। আশা করা যায় ব্লগার @কামাল১৮ ও @যামিনী সুধা এই সুযোগ কাজে লাগাবেন।
।
১২ ই মে, ২০২৫ রাত ১২:১৩
যামিনী সুধা বলেছেন:
জামাতের বিচারের প্রশ্ন উঠেছিলো রাজনীতি ও প্রশাসনের কাজের জন্য নয়, ইহা ছিলো যুদ্ধাপরাধের; আওয়ামী লীগ স্বাধীনতার যুদ্ধের অর্গেনাইজার।
৮|
১১ ই মে, ২০২৫ রাত ১১:১৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর ছক কষছে। তারা ঘুরে দা্ঁড়াতে পারলে এন্টি আওয়ামী লীগ উল্টে-পাল্টে যাবে।
১২ ই মে, ২০২৫ রাত ১২:১৫
যামিনী সুধা বলেছেন:
আওয়ামী লীগকে দুষ্ট-মুক্ত হয়ে, রাজনৈতিক দল হিসেবে ফিরতে হবে।
৯|
১১ ই মে, ২০২৫ রাত ১১:২৪
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: নিঝুম মজুমদারটা কে? কোথায় আছে এখন?
- নিঝুম মজুমদারকে দুষ্ট ছেলেরা "হারপিক মজুমদার " বলে ডাকে। তার রাত দিন কাজ হচ্ছে কলকাতার মিডিয়াতে বাংলাদেশ বিরোধী উল্টা পাল্টা মিথ্যাচার করা। শেখ হাসিনা পালানোর পর থেকে এই নিঝুম মজুমদার প্রবাসী আওয়ামীলীগের তথ্য বিভাগের দায়িত্ব নিজে নিজেই নিজ কাঁধে নিয়েছেন !
১২ ই মে, ২০২৫ রাত ১২:১৬
যামিনী সুধা বলেছেন:
বাংলাদেশী, নাকি ভারতীয়?
১০|
১২ ই মে, ২০২৫ রাত ১২:১৯
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: বাংলাদেশী, নাকি ভারতীয়?
- বাংলাদেশী।
১১|
১২ ই মে, ২০২৫ রাত ১২:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ ইস্যুতে বিশাল ক্যাচাল বেধে গিয়েছে। ছাত্র উপদেষ্টা একজন ফেইসবুকে স্টাটাস দিয়েছিলো। একাত্তরের জন্য জামায়াত কে ক্ষমা চাইতে হবে। এরপর সে এবং তার পরিবার কে হত্যার হুমকি দেয়া হচ্ছে। পুনরায় স্টাটাস দিয়ে ছাত্র উপদেষ্টা বলেছে ঢাবি থেকে আল বটর দের তাড়াতে হবে। এরপর আল বটর বাহিনী বলছে সে উপদেষ্টা থাকার যোগ্যতা হারিয়েছে। তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।
নিষিদ্ধ হলো কারা আর ক্যাচাল করছে কারা? ![]()
১২ ই মে, ২০২৫ সকাল ৯:৩১
যামিনী সুধা বলেছেন:
এগুলো আইএাআই ও জামা-শিবির জংগীদের পরিকল্পিত ইডিওটিক ট্রিকস।
১২|
১২ ই মে, ২০২৫ ভোর ৫:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জামাতীরা শেষ পর্যন্ত দেশটাকে দখলে নিয়ে নিল।
সৈয়দ কুতুবও এক জন জামাতী।
১২ ই মে, ২০২৫ সকাল ৯:৩৪
যামিনী সুধা বলেছেন:
ক্যু করেছে আমেরিকান দুতাবাস; ট্রাম্ ক্ষমতায় আসায়, সবকিছু অনিশ্চিত হয়ে পড়েছে; দেখা যাক, দুতাবাস কি করে; আমেরিকানদের খাতায় জামাত-শিবির ও বিএনপি হচ্ছে সন্ত্রাস।
১৩|
১২ ই মে, ২০২৫ সকাল ১০:৩৪
নূর আলম হিরণ বলেছেন: আমেরিকা কখনো জামাত শিবিরকে ভালো চোখে দেখেনি, দেখবেও না। সাময়িক আস্কারা দিচ্ছে বার্মা এক্ট সহজ করার জন্য। আরাকান করিডোর নিয়ে যেনো হাউকাউ না করে।
১২ ই মে, ২০২৫ বিকাল ৪:২১
যামিনী সুধা বলেছেন:
আরাকানে আমেরিকা কি করার চেষ্টা করছে বলে আপনি মনে করেন; আরাকানে আমেরিকার কি কাজ?
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০২৫ বিকাল ৪:৩৫
কথামৃত বলেছেন: ৭১ এর শক্তিকে আবার সামনে আনতে দেশে আসুন