নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যামিনী সুধা

যামিনী সুধা › বিস্তারিত পোস্টঃ

গাজা, লেবানন ও ইয়েমেন কিভাবে জংগীদের হাতে চলে গিয়েছিলো?

১২ ই মে, ২০২৫ বিকাল ৪:৪০



বারবার আমেরিকান ক্যু'এর ফলে ৫৫ বছর পর, বাংলাদেশে কোন নির্বাচিত সরকার নেই; দেশ সেনাবাহিনীর হাতে। সেনাবাহিনী নিজেই আমেরিকার হাতে। সরজমিনে দেশ মৌলবাদী ও জংগীদের দখলে আছে। এবারের আমেরিকান ক্যু'কে এমনভাবে ডিজাইন করেছে যে, দেশের মানুষ যাতে ইহাকে ছাত্রদের আন্দোলন হিসেবে নেয়! তারা সফল হয়েছে।

মাঠ দখলের জন্য আমেরিকান দুতাবাস জাতির বিশ্বাসঘাতকদের ট্রেনিং দিয়ে মাঠে নামায়েছিলো, সেনাবাহিনীকে লো-প্রোফািলে রেখেছে। এই ক্যু'টি ছিলো শেখ হাসিনার সরকারকে সরাতে। সেটা সফল হয়েছে; কিন্তু দেশ সাময়িকভাবে চলে গেছে ১৯৭১ সালের পরাজিতদের দখলে; জাতি এখন পুরোপুরি লেবানন কিংবা ইয়েমেনের মতো ষ্টেটাসে আছে।

আমেরিকান দুতাবাস নিশ্চয় জামাত-শিরিরকে ভালোবাসে না; কিন্তু দেশ এখন মৌলবাদী ও জংগীদের দখলে! জাতি কিভাবে দেশ ফেরত পাবে? জাতি কিভাবে দেশকে নিজেদের হাতে আনতে পারবে?

হামাস ফিলিস্তিনকে কোথায় নিয়ে গেছে? লেবানন আসলে কার হাতে? ইয়েমেন কি সাধারণ মানুষের দেশে, নাকি হুতি জংগীদের দেশ?


মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০২৫ বিকাল ৫:১৫

সৈয়দ কুতুব বলেছেন: ভারত-পাকিস্তান যুদ্ধের সাথে বাংলাদেশের যোগসূত্র থাকতে পারে । ভারত জানু-ফেব্রুয়ারিতে দাবি করেছিল পাকিস্তানের আইএসআইয়ের কিছু লোক বাংলাদেশে এসেছে চিকেন নেকের কাছে। যদিও বাংলাদেশ সরকার তা প্রত্যাখ্যান করেছে। অজিত দোভাল ভারতের নিরাপত্তা উপদেষ্টা রংপুর সীমান্তের কাছাকাছি এসে ঘুরে গেছেন যা আগে কখনো হয় নি। অন্যদিকে পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশ দূতাবাসের ভদ্রলোক প্রায়শই রংপুর সীমান্তের কাছে বিভিন্ন অনুষ্ঠানে এটেন্ড করতো। সে আমাদের পুলিশ একাডেমীতে গিয়েছে আরো দলবল নিয়ে যা আগে কখনো হয় নি। বিভিন্ন মন্ত্রনালয়ের প্রোগ্রামে তাকে দেখা যেত। ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে তার সেলফি নেওয়া শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার পর নেটিজেন রা ভালো ভাবে দেখেনি। ধানমন্ডি ৩২ ভাঙার পিছে পাকিস্তানের আইএসআই এর হাত আছে বলে মনে করা হয়। কিন্তু মোদি সে ঘটনা কে তার ফেভারে এনে কিছু দিন পর ডোনাল্ড ট্রাম্পকে গিয়ে বাংলাদেশে সন্ত্রাসবাদের উত্থান হচ্ছে এমন আশংকা প্রকাশ করে। ট্রাম্প ইলন মাস্ক কে দিয়ে ড. ইউনূস কে ফোন দেয়ায়। কিছুদিন পর পাকিস্তান জেনারেল ভারত কে হুমকি দেয় যে জম্মু কাশ্মীর পাকিস্তানের হবে। ভারত চুপ ছিলো। এপ্রিল মাসে ১৫-১৬ তারিখ পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করে। এপ্রিলের ২১-২২ তারিখ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসার কথা। কিন্তু ভারতের পেহেলগাম হত্যাকান্ড ঘটার কারণে বাংলাদেশ সফর স্থগিত হয়। ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয় আবার থামে। একটু আগে দেখছি পাকিস্তান হাইকমিশনার অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গিয়েছে। এই লোক এজেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। হয় নারী ঘটিত কারণ অথবা আসলেই সে জড়িত আছে কিছুর সাথে।তার নামে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। ভারত হয়তো ইন্টেল লেভেলে বাংলাদেশে পাকিস্তানের আইএসআইয়ের ব্যাপারে কিছু পেয়েছে।

সবকিছুই হাইপোথিসিস ! গরুর রচনা লিখেছি বলে বকা দিবেন সমস্যা নেই কিন্তু ভারত-পাকিস্তানের ইন্টেল বাংলাদেশে বসে এসব করছে আর আমাদের ইন্টেল চুপচাপ মাছি মারছে। এরা কেবল নিরীহ লোককে ফাসানোর জন্য একটিভ হয়।

১২ ই মে, ২০২৫ বিকাল ৫:২৬

যামিনী সুধা বলেছেন:


বাংলাদেশ মিলিটারী ও আইএস ১৯৭৪ সাল থেকে একযোগে ২ দেশ ( পাকিস্তান ও বাংলাদেশ ) চালাচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশের মিলিটারীর জিয়া গ্রুপ, এরশাদ গ্রুপ ও জামাতীদের সরানোর চেষ্টা করেছিলো; কিন্তু আমেরিকার থেকে ইহাকে মুক্ত করতে পারেনি; কারণ, তিনি টাকা দিয়ে কিনতে চেষ্টা করেছিলেন, রাজনৈতিক ও জাতীয়তাবাদ কাজে লাগাতে পারেননি।

তবে, বাংলাদেশের মিলিটারীতে এখন কিছু আওয়ামী লীগ সাপোর্টার আছে; এখন যেই অবস্হা, সেগুলোকে টাকা দিয়ে কৌশলে বের করে দিবে বাকীরা।

দেশের উপর দুতাবসের পুরো কন্ট্রোল নেই ট্রাম্পের কারণে। পাকিস্তানী জংগীরা জামাত-শিবিরের সাথে কাজ করার জন্য বাংলাদেশে এসেছে; এদের মাঝে করাচীতে বসবাসরত বাংলাভাষী অনেক বিহারী আছে।

২| ১২ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:১৮

কামাল১৮ বলেছেন: বাংলাদেশ সেই পথেই হাটছে।

১২ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৩২

যামিনী সুধা বলেছেন:



আমার ধারণা ছিলো, দুতাবাস জামাত-শিবিরকে ক্যু'এর পর সরায়ে দেবে! তারা কেন একটি সাধারণ জাতির মাথায় জংগি চাপিয়ে দিলো?
হামাস, হুতি, হেজবুল্লাহ, ব্রাদারহুড আমেরিকার জন্য বড় বড় সমস্যা; জামাত-শিবির তো আরো বড় লেভেলের জংগি। দুতাবাস নিজস্ব সমস্যায় আছে ট্রাম্পের লোকজনের সাথে।

৩| ১২ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৪১

কামাল১৮ বলেছেন: সকন দলের অংশগ্রহনে একটা সুষ্ঠু নির্বাচন দেশকে কিছুটা হলেও রক্ষা করতে পারে।দেশ এই ভাবে চলতে পারে না,নিশ্চয় একটা কিছু হবে।
বড় শক্তিগুলির একটা বিন্যাস হচ্ছে।মানচিত্রের কিছু অদল বদল হতে পারে।এভাবে চলতে পারে না।মানবিক করিডোর নিয়ে খেলা জনে উঠতে পারে।চীন,রাশিয়া,ভারত ও আমেরিকার মধ্যে।

১২ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:০৬

যামিনী সুধা বলেছেন:



বার্মায় মগেরা বাস করে, চলে মগের মতো। গ্যাস, তেল, গাছ, চুনাপাথর ও চাষের জমি এখন চীনাদের দখলে; রাশিয়া ও আমেরিকা সেখানে কি করতে যাবে? ভারত গ্যাস কিনে, মুল ডলার যায় চীনাদের পকেটে। বনাগলাদেশ থেকে বিতাড়িত মগেরা মিলে রোহিংগাদের বের করে দিয়েছে; মগেরা মগের জীবন নিয়ে সুখী। আরকান আর্মিও মগ।

৪| ১২ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭

কামাল১৮ বলেছেন: যুদ্ধের ডামাডোলে বিলুচরা স্বাধীনতা ঘোষনা করে দিতে পারে।যুদ্ধে এখানেই ভারতের বিযয়।পাক অধিকৃত কাশ্মির নিয়েও আমেরিকা কথা বলছে।

১২ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:০৮

যামিনী সুধা বলেছেন:


কাশ্মীরের মুলমানদের জংগিতে পরিণত করেছে পাকি মিলিটারী ও ইসলামী জংগীরা; এখন ওরা জংগি জীবনের ঘানি টানতে থাকবে।

৫| ১২ ই মে, ২০২৫ রাত ৮:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশে কর্মরত পাকিস্তানী হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফকে অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে এবং ইতোমধ্যেই তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন বলে জানা গিয়েছে।

আহমেদ মারুফ আটকা পড়েছেন হাফিজা হক শাহের জালে। বাংলাদেশে ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে কর্মরত হাফিজার সাথে আহমেদ মারুফের অনৈতিক সম্পর্কের বিষয়ে কূটনৈতিক পাড়ায় কানাঘুষা ছিলোই। এ বিষয়ে জানতো তার দূতাবাসের কর্মকর্তারাও। পাকিস্তান দূতাবাসে ছিলো তার নিয়মিত যাওয়া আসা। কিন্তু আহমেদ মারুফের সর্বশেষ কক্সবাজার সফরে তাদের অনৈতিক সম্পর্কের বিষয়টি "দৃষ্টিকটুভাবে" সামনে আসে যা ধামাচাপ দেয়া আপাতত দুরুহ হয়ে পড়েছে। এ কারণেই পাকিস্তান বাধ্য হয়েছে তাদের গুরুত্বপূর্ণ এসেটকে দেশে ফিরিয়ে নিতে।

যাক একটা বয়ান পাওয়া গিয়েছে। :-B

১২ ই মে, ২০২৫ রাত ৯:১১

যামিনী সুধা বলেছেন:




পাকিস্তানীরা ও আরবেরা বাংলাদেশে পাঠায় তাদের দেশের ইডিয়টদের, যারা বংশক্রমে বড় চাকুরী পায়।

৬| ১২ ই মে, ২০২৫ রাত ৮:৪১

কামাল১৮ বলেছেন: আমেরিকা কেন এত ব্যস্ত হলো যুদ্ধ বিরতির জন্য।এর পেছনের কারন কি।

১২ ই মে, ২০২৫ রাত ৯:১৪

যামিনী সুধা বলেছেন:




আমেরিকা ভারতে এ্যাপল, টেসলা ও বোয়িং'এর পার্টস কারখানার কাজ শুরু করেছে; এই সময় মোদী এসব নিয়ে হাউকাউ করুক ট্রাম্প সেটা চাহে না।

৭| ১২ ই মে, ২০২৫ রাত ৯:৪৬

কামাল১৮ বলেছেন: পাকিস্তান কেনো রাজি হলো।মূল সমস্যা অন্য কোথাও।আমেরিকা থেকে যে বিমান উড়ে এলো পাকিস্তানে সে বিমান সাধারণত উড়ে না।আর একটু ভালো করে খোঁজ খবর নিন।

১২ ই মে, ২০২৫ রাত ১০:৪২

যামিনী সুধা বলেছেন:



কি বিমানের কথা বলছেন?

৮| ১২ ই মে, ২০২৫ রাত ১১:৩৯

কামাল১৮ বলেছেন: যে বিমান আনবিক তেজস্ত্রিয়তা পরীক্ষা করে।

১২ ই মে, ২০২৫ রাত ১১:৫০

যামিনী সুধা বলেছেন:



কারণ আমি জানি না; দেখি বের করা যায় কিনা!

১৩ ই মে, ২০২৫ রাত ১২:১৯

যামিনী সুধা বলেছেন:



কোন ক্লু পাইনি।

অনুমান করছি যে, এটম বোমার ডেটোনেসান সিষ্টেম হয়তো আমেরিকার কন্ট্রোলে নিয়েছে।

৯| ১৩ ই মে, ২০২৫ রাত ১:১৬

কামাল১৮ বলেছেন: ভারতিয় মিডিয়া বলছে।ওদের আনবিকবোমার সংরক্ষণাগার ক্ষতি গ্রস্ত হয়েছে।সেটাও ধারণা করে বলছে।আমেরিকার তৎপরতা দেখে।

১৩ ই মে, ২০২৫ রাত ২:২৭

যামিনী সুধা বলেছেন:


যেখানে "নেসেন্ট ইউরেনিয়াম" রাখে, সেখানে রেডিয়েশন ছড়ায়ে পরতে পারে কোন কারণে; তবে, বিস্ফোরণ বা এই ধরণের কিছু ঘটেনি।

অথবা ট্রাম্প "ডেটেনেসান সিষ্টেম" কন্ট্রোলে নিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.