| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৫ই আগষ্ট যাদের হত্যা করা হয়েছিলো, সেই লিষ্টে শেখ হাসিনার নাম ছিলো; ষেই সময় সে দেশে অনুপস্তিত ছিলো। ১৭ই মার্চ, ১৯৮১ সালে যেদিন শেখ হাসিনা বাংলাদেশে ফিরেছিলো, সেদিনও তার নাম লিষ্টে ছিলো ও হত্যাকারীরা বাংলাদেশে প্রস্তুত ছিলো; কিন্তু তাকে হত্যা করা সম্ভব হয়নি মাত্র ১ জন মানুষের কারণে, তিনি হলেন ইন্দিরা গান্ধী।
আজকেও কয়েক কোটী মানুষের লিষ্ট উনার নাম আছে, যারা শেখ হাসিনাকে হত্যা করতে চায়; কয়েক কোটী মানুষের কাছে লিষ্ট আছে; কিন্তু শেখ হাসিনা ইন্দিরার দেশে গিয়ে বেঁচে আছে। কয়েক কোটী জল্লাদ তাদের নিজের ইচ্ছা পুরণ করতে পারছে না; এরা হায়েনার মতো অপেক্ষা করছে।
শেখ হাসিনা কিভাবে বেঁচে ছিলো এতো হত্যাকারীর মাঝে? ১৫ই আগষ্ট, ১৯৭৫ সাল থেকে ৩৬শে জুলাই ২০২৪ সাল অবধি কোটী হত্যাকারী থেকে বেঁচে থাকা! নিশ্চয় ইহা ছিলো বিশাল ব্যাপার! আরো কিছু সময় বেঁচে থাকবে; আর কয়েক কোটী হায়েনা অপেক্ষা করতে থাকবে; ইহাও ইন্টারেষ্টিং ব্যাপার; বেশ কয়েক কোটী জল্লাদ নিয়ত আমাদের সমাজে বেঁচে আছে ১টা বড় ধরণের হত্যা করার আশা নিয়ে!
১৩ ই মে, ২০২৫ বিকাল ৫:১৪
যামিনী সুধা বলেছেন:
আমি তো চেরাগ আলী গল্পের লিলিপুটিয়ান সাহিত্যক নই। ৩৬ শে জুলাইর পর আপনি বলেছিলেন যে, ভারত বাংলাদেশ আক্রমণ করবে, উহার কি হলো? আগে চট্টগ্রামে বানর দিয়ে ভাগ্য গণনা করা হতো; এখন যুদ্ধের আশংকা গণনা করা হচ্ছে?
২|
১৩ ই মে, ২০২৫ বিকাল ৪:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনার বিগত ১৭ বছরের শাসনামলে কত জন প্রাণ হারিয়েছেন ? এদের মধ্যে যারা ক্রিমিনাল তাদেরও কি গুম করা সহী।ছিলো কিনা ? জুলাই-আগস্টে কেন এত লোক হত্যা হলো উনার নির্দেশে ? সবচেয়ে বড়ো প্রশ্ন নিজে সংসদে কোটা প্রথা বাতিল করে আবার ৪/৫ বছর পর সেটা চালু করলেন? এমন সময়ে যখন তীব্র বেকারত্বে ভুগছে ছাত্র সমাজ। ১৯৮১ সালের পরিস্থিতি, ২০০১-২০০৬ সালের পরিস্থিতি ও ২০০৯-২০২৪ সালের পরিস্থিতি এক নয় কখনোই। অনেক সময় পেয়েছিলেন জাতি নিয়ে কাজ করার।
শেখ হাসিনা জাতিকে অশিক্ষা, কুশিক্ষা ও উন্নততর মাকামে পৌছে দেয়ার সুযোগ পেয়েছিলেন। কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। উনার ব্যর্থতা এবার উনার উপর আসা মৃত্যু হুমকির প্রধান কারণ।
১৩ ই মে, ২০২৫ বিকাল ৫:১৮
যামিনী সুধা বলেছেন:
আমি জানি না ঠিক কতজন প্রান হারিয়েছে; তবে, যারা উনাকে হত্যা করার চেষ্টা করেছে, সেই রকম বেশ কিছু মানুষ প্রাণ হারায়েছে।
২৮ বছর বয়সে (১৫ই আগষ্য়, ১৯৭১ ) উনাকে হত্যা করার প্ল্যান ছিলো; কি অপরাধে? সেইদিন উনাকে হত্যা করলে আপনি কি কষ্ট পেতেন?
বেকারত্ব দুর করার মতো জ্ঞান উনার ছিলো না; কোন বাংগালীর ছিলো না; আপানারও নেই ( আপনার লেখা থেকে বুঝতে পেরেছি )।
৩|
১৩ ই মে, ২০২৫ বিকাল ৫:২৭
সৈয়দ কুতুব বলেছেন: আস্তাগফিরুল্লাহ ! শেখ হাসিনার সাথে কিভাবে আমাদের তুলনা করেন ? আমরা শেখ হাসিনার সিস্টেমের প্রোডাক্ট ! আমাদের কি করে এত জ্ঞান থাকবে ?
শেখ হাসিনা অতীতকালে যখন হত্যার মুখোমুখি হয়েছেন তখন শেখ পরিবার কে শেষ করার চক্রান্ত ছিলো। এখনো আছে। কিন্তু শেখ হাসিনার হাতে এক যুগের বেশি সময় দেশের ক্ষমতা ছিলো। জাতির জন্য ভবিষ্যতে উপকারী এমন কিছুই করেন না। যে সময় পেয়েছেন পুরো রাজনৈতিক কালচার চেঞ্জ করে দেয়া যেত।
১৩ ই মে, ২০২৫ বিকাল ৫:৩৮
যামিনী সুধা বলেছেন:
শেখ হাসিনা যখন বাংলাদেশে এলো (১৯৮১ সাল), তখন আমি বাংলাদেশে চাকুরী করছিলাম; উনি ধানমন্ডী ৩২ নং সামে এসে যেভাবে কাঁদলেন, উহা দেখে উনাকে বুদ্ধিমান বলে মনে হয়নি। আমি ভাবছিলাম, ইন্দিরা ইহাকে কি শিখালেন?
উনার সবকিছু বাদ দিয়ে আমি ১টা কারণে উনাকে পছন্দ করি, উনি একমাত্র বাংগালী যিনি বয়স্ক মুক্তিযোদ্ধাদের বাঁচার জন্য সামান্য পান্তাভাতের ব্যবস্হা করেছিলেন; এত বড় বাংগালী কোনদিন বাংলায় জন্ম নেয়নি।
৪|
১৩ ই মে, ২০২৫ বিকাল ৫:৫৫
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনার ভালো করে জানার কথা উহার প্রতিপক্ষ কারা ! সিচুয়েশন ইউ মিস আই হিট টাইপের । শেখ হাসিনার আগে যারা ক্ষমতায় ছিলো তাদের উপর পশ্চিমারা ভরসা করতে পারছে না। কিন্তু তিনি কি করলেন ? শাপলা ও শাহবাগ তৈরি করলেন। উনার মতো জাতিকে দ্বিধাবিভক্তি কেউ করে না। ক্ষমতায় এসেই তো মগজহীন কমানোর কথা ছিলো উনার। ১৭ বছর পর এত মগজহীন কেন সমাজে দেখা যাচ্ছে ?
দেশে সবচাইতে বর্ধনশীল খাত এখন উটদের শিক্ষা প্রতিষ্ঠান। আপনি স্বাধীনতাকামী একটা গুরুত্বপূর্ণ অংশের জন্য শেখ হাসিনা যে অবদান রেখেছে তা ভুলতে পারছেন না। অথচ স্বাধীনতাকামীদের পরিবার, সন্তান সন্ততি ও নেক্সট জেনারেশন যাতে তাদের বাপ দাদার রক্তের বিনিময়ে জন্ম নেয়া স্বাধীন ভূখন্ডে শান্তিতে বাস করতে পারবে কিনা সেটা নিয়ে আপনার মধ্যে টেনশন কাজ করছে না?
১৩ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭
যামিনী সুধা বলেছেন:
শেখ হাসিনা কিভাবে ও কেন ক্ষমতায় আসার সুযোগ পেলো?
মানুষ যখন শাসনকর্তা হয়, সে যেটা ভালো জানে সেটা করে। হাসিনা যতটুকু ভালো বুঝতো সেটাই করে গেছে।
৫|
১৩ ই মে, ২০২৫ রাত ৮:৫৩
কামাল১৮ বলেছেন: প্রতিটা মানুষের সীমাবদ্ধতা থাকে,আসল কথা হলো আন্তরিকতা।দেশ ও জনগনের ভাল করার আন্তরিকতা ছিলো শেখ হাসিনার।কোটি কোটি লোক তাকে হত্যা করতে চায়নি,গুটি কতক লোক চেয়েছে। কোটি লোকের ভালবাসা আছে তার উপর।
মতের অমিল হলেই কাউকে হত্যা করতে হবে এমন যারা ভাবে তারা অমানবিক।
১৩ ই মে, ২০২৫ রাত ১০:০৯
যামিনী সুধা বলেছেন:
একাত্তরে আপনি যুদ্ধ করেছেন; রাজাকারেরা কি করেছে আপনি দেখেছেন, জিয়া শেখকে হত্যা করে দেশকে কি করেছিলো ও বেগম জিয়া কি করেছে আপনি দেখেছেন; বেগম জিয়াও চেয়েছিলো শেখ হাসিনাকে হত্যা করতে, ওর ডাকাত ছেলেও তা চেয়েছিলো।
৬|
১৪ ই মে, ২০২৫ সকাল ৭:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই জমানার আরেক নবী ১ ঘন্টার আল্টিমেটাম দিয়েও দাবী আদায় করে ফেলেছে।
৭|
১৪ ই মে, ২০২৫ সকাল ৭:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঢাকার মেট্রোরেল, এক্সেপ্রেস ওয়ে, পদ্মাসেতু এগুলো কেন ভেঙ্গে গুড়িয়ে দেয়া হলো না?
অবশ্য মেট্রোস্টেশনে আগুন দিয়েছিল।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০২৫ বিকাল ৪:৪৩
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আরে বাপপপস! কি মারাত্মক লেখা । মাথায় মগজ এর পরিবর্তে গু না থাকলে এমন ঐতিহাসিক লেখা বের হয় না