নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যামিনী সুধা

যামিনী সুধা › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য পান্তাভাতের ব্যবস্হা হলেও করেছেন।

১৪ ই মে, ২০২৫ রাত ১২:৩৫



দেশে স্বাধীন করেছিলো দরিদ্র শ্রেণী: ছাত্রদের মাঝে গরীব পরিবারের ছাত্ররা যুদ্ধে গিয়েছিলেন, শ্রমজীবির মাঝে গিয়েছিলো কৃষি ও কায়িক শ্রমের লোকজন, আনসারেরা ও ইপিআর'গণ দরিদ্র পরিবারের মানুষ ছিলেন, বেংগলের সৈনিকেরা ছিলেন দরিদ্র ঘরের মানুষ; এরাই মুল যুদ্ধ করেছেন।

যুদ্ধের পর, বেংগলের সৈনিকেরা আবার সেনাবাহিনীতে ফিরে যান; ইপিআর'এর কিছু মানুষকে সেনাবাহিনীতে নেয়া হয়; আনসারের লোকজনও পুলিশ ইত্যাদিতে চাকুরী পেয়েছেন। কিন্তু সম্পর্ণ খালি হাতে ফিরেছেন কৃষি শ্রমিকেরা ও ছাত্ররা।

যুদ্ধের পর, অনেক ছাত্র পড়ালেখা চালিয়ে যেতে পারেননি। কৃষি শ্রমিকেরা তাঁদের আগের সেই অভিশপ্ত জীবনে ফিরে যান। কিন্তু কেহই যুদ্ধে অবদানের জন্য কিছুই পাননি। শেখ ও তাজউদ্দিন ২ জনেরই মাথায় তেমন বুদ্ধি ছিলো না।

১৯৭২ সাল থেকেই মুক্তিযোদ্ধাদের পেনশন দেয়ার দরকার ছিলো। কিন্তু শেখ ও তাজউদ্দিন মুক্তিযোদ্ধাদের অবদানকে অনুধাবন করতে ব্যর্থ হয়েছিলেন।

২০০৯ সালে, শেখ হাসিনা সব মুক্তিযোদ্ধাকে ভাতা দেন; বেশীরভাগ মুক্তিযো্দ্ধা তখন বেশ বয়স্ক; এই সাহায্যটার খুবই দরকার ছিলো। কোন বাংগালীর মাথায় ইহা আসেনি ও যখনই মুক্তিযোদ্ধাদের জন্য ১ পয়সা দেয়া হয়েছে, তখনই সব বাংগালীরা ইহার বিরোধীতা করেছিলো।

মন্তব্য ৪১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২৫ ভোর ৬:৪৫

এ পথের পথিক বলেছেন: পন্তা ভাত আর দিল্লীর দাসী হাসুর প্রশংসায় এই ছবি
বাউরে আম্লিকের পুরান দেবীর আবির্ভাব

১৪ ই মে, ২০২৫ সকাল ৮:২৬

যামিনী সুধা বলেছেন:



ছবিটি ইন্দিরা গান্ধীর, যিনি ১৯৭১ সালে ১ কোটী বাংগালীকে লালন পালন করেছিলেন; উনি রাজাকারদের লালন পালন করেননি।

২| ১৪ ই মে, ২০২৫ ভোর ৬:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ফোক গায়ক মমতাজ বেগও গ্রেফতার।

এই জাতীয় মামলাকে মির্জা সাহেব বলতেন গায়েবী মামলা।
খোদেআগস্টের গ্রেনেড হত্যা মামলায়ই কারো শান্তি হয়নি।
এই সব মামলা তো আবেগী মামলা।
ইহা প্রমাণ করিতে ফেরেশতা লাগিবে।

১৪ ই মে, ২০২৫ সকাল ৮:২৭

যামিনী সুধা বলেছেন:



বাংগালী সংস্কৃতিক মুছে বেদুইন সংস্কৃতি চালু করা হচ্ছে।

৩| ১৪ ই মে, ২০২৫ ভোর ৬:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এখন ৩৬শে জুলাইয়ের বীর মুক্তিযোদ্ধা ভাতা পাবে।

১৪ ই মে, ২০২৫ সকাল ৮:২৮

যামিনী সুধা বলেছেন:



ভাতার টাকা ছাপানোর জন্য মেশিন দিবে পাকিস্তান।

৪| ১৪ ই মে, ২০২৫ সকাল ৯:২৩

সৈয়দ কুতুব বলেছেন: দেশে তিন ব্যক্তির জন্য গৃহযুদ্ধ বাধতে পারে। শেখ হাসিনা, পিনাকী ও ফরহাদ মজহার !

১৪ ই মে, ২০২৫ বিকাল ৪:৩৫

যামিনী সুধা বলেছেন:



গৃহযুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে জামাত-শিবির ও ড: ইউনুস।

৫| ১৪ ই মে, ২০২৫ সকাল ৯:৫৩

কামাল১৮ বলেছেন: শেখ মুজিব মুক্তি যুদ্ধকে আন্তরিক ভাবে ধারণ করে নি।তাজউদ্দিন দুঃকরে বলেছে,শেখ সাহেব কোন দিন শুনতে চায়নি কি করে দেশ স্বাধীন হলো।

১৪ ই মে, ২০২৫ বিকাল ৪:৩৭

যামিনী সুধা বলেছেন:



মুক্তিযুদ্ধের দিক থেকে দেখলে, ২ জনেই ইডিয়ট ছিলো। ৯ মাসে তাজউদ্দিন ১ বারও ১ং সেক্টরে আসেনি।

৬| ১৪ ই মে, ২০২৫ সকাল ১০:১৬

এ পথের পথিক বলেছেন: ফরহাদ মজহার সম্পর্কে জানতে চাচ্ছি, আপনার ধারনা কেমন ?

১৪ ই মে, ২০২৫ বিকাল ৪:৩৭

যামিনী সুধা বলেছেন:



এনজিও'র ডাকাত।

১৪ ই মে, ২০২৫ বিকাল ৪:৩৮

যামিনী সুধা বলেছেন:



শেখ হাসিনার হাতে গুম ও নিহত!!!

৭| ১৪ ই মে, ২০২৫ দুপুর ১২:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আগামীর কোন নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না।
আলীগের ভয়ে তার কার্যক্রম নিষিদ্ধ করা হলো।
৩৫% ভোটের দলকে বাইরে রেখে নির্বাচন করলে সেই নির্বাচন হবে লিলিপুটিয়ান নির্বাচন।

১৪ ই মে, ২০২৫ বিকাল ৪:৪০

যামিনী সুধা বলেছেন:




১৯৭৩ সালের নির্বাচনের পর, সর নিরবাচনের ফলাফল বদলায়েছে মিলিটারী; এবার যদি নির্বাচন হয়, পুরো রেজাল্ট আসবে মিলিটারী থেকে।

৮| ১৪ ই মে, ২০২৫ দুপুর ১:৩১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাজনীতি আর অর্থনীতিতে সততা দেখাতে পারেন নাই
...............................................................................
তাই আজ এই পরিনতি দেখতে হলো ।
শেষের দিকে অনেক বেশী
অহংকারী ও আত্নবিশ্বাসী হয়ে উঠেছিলেন ।

১৪ ই মে, ২০২৫ বিকাল ৪:৪৪

যামিনী সুধা বলেছেন:



শেখ হাসিনাকে আমেরিকা, পাকিস্তানী আইএসআই ও আরবী শেখদের সাথে ম্যানেজ ও যুদ্ধ করে টিকতে হয়েছে। শেখ টিকতে পেরেছিলো সাড়ে ৩ বছর, শেখ হাসিনা টিকেছিলো ১৯৯৬ সাল থেকে ২০২৪ সাল অবধি।

বাইর থেকে আমরা যা দেখেছি, ভেতরে আরো অনেক কিছু ছিলো।

৯| ১৪ ই মে, ২০২৫ বিকাল ৫:৫২

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: যখনই মুক্তিযোদ্ধাদের জন্য ১ পয়সা দেয়া হয়েছে, তখনই সব বাংগালীরা ইহার বিরোধীতা করেছিলো।


- সম্পূর্ণ ভুল কথা, কোনো বাংলাদেশী কোনো দিন মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে আপত্তি করেনি বা বাধা দেয়নি।আপনি কোথায় দেখেছেন বাংলাদেশের কোনো একটি মানুষ মুক্তিযুদ্ধাদের ভাতা নিয়ে বিরূপ কথা বলেছে ?

মুক্তিযোদ্ধাদের নাতি পুতিদের চাকরির কোটা নিয়ে বিরোধিতা হয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা হয়েছে ,লোটাস কামালও মুক্তিযোদ্ধা ভাতা চেয়েছিলো ! পরে প্রমাণিত হয়েছিল যে সে ভুয়া মুক্তিযোদ্ধা।

১৪ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:০৫

যামিনী সুধা বলেছেন:



২০০৯ সালে ১ম যেদিন (১৭ই ফেব্রুয়ারী ) ঘোষণা দিয়েছিলো যে, সব মুক্তিযোদ্ধা ভাতা পাবেন, কয়েকদিন মানুষের ঘুম হয়নি, এত টাকা পাবে মুক্তিযোদ্ধারা?

১০| ১৪ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:১৭

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: ২০০৯ সালে ১ম যেদিন (১৭ই ফেব্রুয়ারী ) ঘোষণা দিয়েছিলো যে, সব মুক্তিযোদ্ধা ভাতা পাবেন, কয়েকদিন মানুষের ঘুম হয়নি, এত টাকা পাবে মুক্তিযোদ্ধারা?

- আপনি কোথায় দেখেছেন বাংলাদেশের মানুষ এই কথা বলেছে ?কোন পত্রিকাতে ? ওই সময় আওয়ামীলীগ ক্ষমতায় ছিল ,তাদের কোন নেতা এই নিয়ে বিপক্ষের মানুষকে সমালোচনা করেছেন ? শেখ হাসিনা সামান্য বিষয়ে নিয়েও মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্ল করতো কোনো সমালোচনা হলে তার কোনো প্রশ্নসাপেক্ষ কাজ নিয়ে। আর এতো বড় বিষয় নিয়ে দেশের মানুষ বাধা দিলো শেখ হাসিনা চুপটি করে থাকলো ?

আপনার প্রিয় ভারতের এক বিতর্কিত উন্মাদ তথাকথিত সাংবাদিক আছে ,নাম অর্ণব গোস্বামী। তার একটা বহুল চর্চিত বাক্য রয়েছে , কুচ ভি ! আপনার এই ধরণের লেখা দেখলে আমার মাথায় ঐ কথাটি আসে !

১৪ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:২২

যামিনী সুধা বলেছেন:




তখন আমি বাংলাদেশে কাজ করছিলাম। এমন কি আওয়ামী লীগের লোকজনও ইহা পছন্দ করেনি।

আপনি কি তখন বাংলাদেশে ছিলেন?

১৪ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:২৫

যামিনী সুধা বলেছেন:



পুরো পাক-ভারতে শুধুমাত্র ভারত নিজ পায়ে দাঁড়ায়েছে, কিভাবে ইহা সম্ভব হলো, তা' বুঝার দরকার আছে।

১১| ১৪ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৩২

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: আপনি কি তখন বাংলাদেশে ছিলেন?

- না আমি প্রবাসে ছিলাম। আমি বেশির ভাগ সময় নেটেই থাকি। দেশের খবরাখবর নিয়মিত নিয়ে থাকি। আওয়ামীলীগেরও কেউ যদি অসন্তুষ্ট হয়েও থাকে সেটা ছিল ভুয়ারা ভাতা পাবে সেটার জন্য। উনারা জানতেন আওয়ামীলীগের কারা কারা ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে সুবিধা নিচ্ছিলো ঐ সময়। এখন যে দেশের এতো অস্থিতিশীল অবস্থা ,তবু এই মুহূর্তেও জামাতের একজন মানুষও সাহস করে বলতে পারবে না যে, মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ করে দাও। দেশকে ভালোবাসে এমন প্রতিটি মানুষ মুক্তিযোদ্ধাদের ভালোবাসে।

১৪ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫

যামিনী সুধা বলেছেন:




আপনি তো সর সময় নেটে আছেন, এবার যেটাকে ছাত্র আন্দোলন বলছে, ইহা যে আমেরিকান ক্যু তা কখন বুঝেছেন?

১২| ১৪ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৫১

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: আপনি তো সর সময় নেটে আছেন, এবার যেটাকে ছাত্র আন্দোলন বলছে, ইহা যে আমেরিকান ক্যু তা কখন বুঝেছেন?

- আপনাদের ডোনাল্ড লু সহ অনেক উর্ধতন কর্মকর্তারা যখন দেশে আশা যাওয়া করছিলো , তখুনি বুঝা গিয়েছিলো এবার কিছু হতে যাচ্ছে। শুরুতে আমিও কিছুটা বিভ্রান্ত ছিলাম এটা সত্যি , তবে শেখ হাসিনা যখন পালালেন ,এবং আর্মি সব কিছু মেনে নিলো। তখুনি নিশ্চিত হয়েছিলাম আমেরিকা সব কিছুর পেছেনে আছে। তবে আমি এখনো খুশি যে আওয়ামীলীগের পতন হয়েছে এবং শেখ হাসিনা পালিয়েছে। এটার প্রয়োজন ছিল।

১৪ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:০৭

যামিনী সুধা বলেছেন:



এত বড় ঘতনা বুঝতে আপনার ৫ সপ্তাহ লেগেছে। ২০০৯ সালের বিএনপি/জামাত যখন ভাতার বিরোধীতা করে, উহা আপনি টের পাননি।

১৪ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:২০

যামিনী সুধা বলেছেন:




আপনি টের পেয়েছেন ৫ সপ্তাহ পরে; ব্লগার জুল ভার্ণ, ভুয়া, মেঠোপথ, ঢাবিয়ান, মহাজাতক, নকীব, ইত্যাদিরা আজো টের পায়নি, এই জীবনেও টের পাবে না। নেট এদের সাহায্য করতে পারেনি।

১৩| ১৪ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা- জামাত এবং বিএনপিকে কঠিন টাইট দিয়েছিলেন। ইহা সঠিক।
কিন্তু উনি তার দলেই বদদের টাইট দিতে ভুলে গেছেন। উনি যদি তার দলের হাতে গোনা কয়েকজনকে টাইট দিতেন এবং ছাত্রলীগকে অফ করতেন, তাহলে আজ এরকম পরিস্থিতি হতো না।

১৪ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:১০

যামিনী সুধা বলেছেন:



দেশ চালানোর মতো জ্ঞান উনার ছিলো না; তবে, দেশর মানুষের জ্ঞান বানরের লেভেলে থাকায় উনি এত সময় টিকে ছিলেন; এখন দেশ আরবী বানরদের হাতে, ইহা ইয়েমেনে পরিণত হয়েছে।

১৪| ১৪ ই মে, ২০২৫ রাত ৮:৪৫

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: এত বড় ঘতনা বুঝতে আপনার ৫ সপ্তাহ লেগেছে।

- ব্লগার কুতুবের মতো হাজারে হাজার ছাত্র ছাত্রীগন স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভে অংশগ্রহণ করেছিল। যেমন শাহবাগের আন্দোলন শুরুতে ছিল ওই রকম ,পরে ছাত্রলীগের মাদ্ধমে আওয়ামীলীগ সেটা কুক্ষিগত করেছিল। শেখ হাসিনাকে সরানোর পরিকল্পনা ছিল আরো কয়েক বছর পরে। মোক্ষম সময় শেখ হাসিনাই এগিয়ে এনেছিল, তাচ্ছিল্যপূর্ণ দম্ভোক্তি " ... রাজাকারের বাচ্চাদের চাকরি দেব " করে। ওই সময় দেশ বিদেশের পক্ষ পূর্ণভাবে সক্রিয় হয়ে উঠে। শেখ হাসিনাকে ওই উক্তি করতে আমেরিকা বা জামাত শিখিয়ে দেয়নি। শুরুতে আমি ভেবেছিলাম সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা বেশির ভাগই হাসিনার কাছের লোকজন ছিল ,তারা তার পাশে ঠিকই থাকবে ,উপরন্তু ভারত তো ছিলই।

হাসিনাকে মহান বানানোর চেষ্টা আপনি যতই করুন ,সেটা খোদ আওয়ামীলীগের লোকজনও ( অধিকাংশ ) বিশ্বাস করবে না। আপনি গত ৯ মাস যাবৎ বলতেছেন দেশে গৃহ যুদ্ধ হবে ,আমি শুরুতেই বলেছিলাম হবে না। আপনি নিরবিচ্ছিন্নভাবে বলতেছেন দেশ সিরিয়া ,ইয়েমেন হয়ে গিয়েছে , , যা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা বা মন্তব্য। আওয়ামীলীগের অন্ধভক্তদের মতো ভারতও মেনে নিতে পারছে না শেষ হাসিনার রাজত্বের পতন ! তাই তারাও দিন রাত ভুল -ভাল মিথ্যাচার করে যাচ্ছে !

@ ২০০৯ সালের বিএনপি/জামাত যখন ভাতার বিরোধীতা করে, উহা আপনি টের পাননি।

- এটাও ভুল কথা ,দেশে একটি মানুষও প্রকাশ্যে মুক্তিযুদ্ধাদের ভাতার বিরুদ্ধে কিছু বলে নাই। ২/১ জন কে কি বললো চা খাবার আড্ডাতে, সেটা দেশের সকল মানুষের মতামত হয় না।

১৪ ই মে, ২০২৫ রাত ৯:০৯

যামিনী সুধা বলেছেন:



দেশে এখন নির্বাচিত সরকার নেই: দেশ এখনই ইয়েমেন, লেবানন, ফিলিস্তিন কিংবা সুদানের মতো।

দেশের মৌলবাদীরা গৃহযুদ্দগের জন্য প্রস্তুত, যখনই আওয়ামী লীগ মfহে আসবে; তখুনি ইহা শুরু হবে। দেশে জংগী মব চালু করেছে জংগীরা, ইহা হৃহযুদ্ধের শক্তি।

আজকে আপনি একজন রগকাটা থেকে জেনে নিন, সে মুক্তিযোদ্ধা ভাতা সাপোর্ট করে কিনা!

১৫| ১৪ ই মে, ২০২৫ রাত ৯:১৪

যামিনী সুধা বলেছেন:



ব্লগার সৈয়দ কুতুবকে সাধারণ ছাত্র বলে মনে হচ্ছে না; মনে হয়, উনি ছাত্র নন।

১৬| ১৪ ই মে, ২০২৫ রাত ৯:২৬

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: আজকে আপনি একজন রগকাটা থেকে জেনে নিন, সে মুক্তিযোদ্ধা ভাতা সাপোর্ট করে কিনা!


- রগকাটাদের বাবারাতো দেশিই চায়নি ,ভাতা সমর্থন করবে কি করে ? দেখেন একজন আপনাকে তার পোস্টে মন্তব্য করেছে যে , নতুন প্রজন্ম নাকি ৭১ নিয়ে "কচকচানি" শুনতে চায় না। এই ধরণের মানুষতো আর দেশের অধিকাংশ না।

১৫ ই মে, ২০২৫ রাত ১২:৪৪

যামিনী সুধা বলেছেন:



২০০৯ সালে "বিএনপি, জামাত ও হেফাজত" মিলে সংখ্যfা বেশ বড়ই বড়ই ছিলো।

১৭| ১৪ ই মে, ২০২৫ রাত ১১:১৬

সৈয়দ কুতুব বলেছেন: ২১ সালে গ্রাজুয়েশন ও ২২ সালে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট । ইউনিভার্সিটি রানিং পড়ুয়া ছাত্র ছিলাম না। পাশ করে বের হয়ে সরকারি চাকুরির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। শেখ হাসিনার উপর সদ্য পাশ করা গ্রাজুয়েটরা সবাই ক্ষেপে ছিলো। ২০২০ সালে শেখ হাসিনা করোনার সময়ে যাদের বয়স শেষ হয়ে গিয়েছিলো তাদের ৩৬ মাস বেকডেট দেয়। এমনিতে ব্যয় সংকোচনের কারণে রানিং সারকুলার গুলোতে পোস্ট একেবারে কম ছিলো। এতে কেউ কেউ ৮/১০ বছর সরকারি জবের জন্য সময় পায় আবার কেউ মাত্র ৫/৬ বছর সময় পায়। রানিং স্টুডেন্ট রা চাচ্ছিলো না এভাবে বেকডেট দিয়ে বয়স বাড়াতে। তারা পার্মানেন্ট বয়স বাড়ানোর পক্ষে ছিলো। এরপর আসেন সার্বজনীন পেনশন বাধ্যতামূলক করা নিয়ে। এমনিতে দশবছর হয়ে গেছে লাস্ট পে স্কেলের তার মধ্যে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। ২০২৪ সালের জুলাই মাসের এক তারিখ থেকে এই নিয়ম কার্যকর হওয়ার কথা ছিলো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ও টাকা কাটা যেত। ইহা ক্ষোভের অন্যতম কারণ ছিলো। সবশেষ ৫৬% কোটা পুনরায় বহাল করায় চাকুরি প্রত্যাশী ছাত্র সমাজ পুরোপুরি শেখ হাসিনার বিপক্ষে চলে গিয়েছিলো। আমি শুরুর দিকে ব্লগে বিস্তারিত লিখেছিলাম এসব নিয়ে। তখন আপনি সোনাগাজী নিকে ছিলেন। আমি যাত্রাবাড়ী, শনির আখড়া, রামপুরা ব্রীজ এসব জায়গায় আন্দোলনে যুক্ত ছিলাম। কারা মাঠে ছিল দেখা আছে বাট তখন মাথা কাজ করছিলো না। আর কোচিং গ্রুপে সব যে দলীয় পোলাপান নির্দলীয় সেজে থাকতো তা অভ্যুত্থানের পরে বুঝেছি। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে জানতাম আমেরিকা হয়তো কিছু করবে কিন্তু সেটা যে আমাদের মাধ্যমেই.... এজন্য আপনার নিক যখন চোখে পড়লো সেটা পড়া শুরু করলাম। এই হচ্ছে ঘটনা।

১৫ ই মে, ২০২৫ রাত ১২:৪৮

যামিনী সুধা বলেছেন:



শেখ হাসিনা, বেগম জিয়া, এরশাদ ও জিয়া জা্তিকে পংগু করে দিয়েছে; কিন্তু শুরুতা করেছিলো জিয়া, দেশের মিলিটারীটাকে জাতির বিপক্ষে নিয়ে ও শেখকে হত্যা করে।

১৮| ১৪ ই মে, ২০২৫ রাত ১১:২৩

সৈয়দ কুতুব বলেছেন: আধারের যুবরাজ@যামিনী সুধার পুরোপুরি দোষ নেই। উনার সহ ব্লগার যাদের লেখা তিনি পড়েন উহারা অনেকেই ঘটনা একটা ঘটে কিন্তু ভিন্ন ন্যারেটিভে লিখে। সঠিক ইনফো ও বিভিন্ন ঘটনায় তরুণদের মনোভাব উনার জানার কথা না। তিনি সহ ব্লগারদের উপর রাগ করেন কারণ দেশের প্রকৃত অবস্থা ব্লগে উঠে আসে না।

১৫ ই মে, ২০২৫ রাত ১২:৫০

যামিনী সুধা বলেছেন:



অপু, ঢাবিয়ান, ভুয়া, জুল ভার্ণ, নকীব, মেঠোপথ, নীল আকাশ, এরা দেশ, জাতি ও বিশ্ব সম্পর্কে কোন কিছুই সঠিকভাবে জানেন না।

১৯| ১৫ ই মে, ২০২৫ রাত ১২:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: আপনি কি এমন লোক কে সন্দেহ করবেন শিবির হিসাবে যে সারাদিন আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষে কথা বলে ? শেখ হাসিনার নেয়া প্রতিটি ডিসিশনের পক্ষে পোস্ট দিবে। আওয়ামী লীগের পক্ষ নিয়ে আপনার সাথে ঝগড়া করবে? উহাকে আপনি কি করে সন্দেহ করবেন? এরা হটাৎ করে ৫ই আগস্টের পর অন্য একটি রাজনৈতিক দলের হয়ে কথা বলছে। একেবারে সাধাসিধে ছেলে যাক্ব কোনোদিন আড্ডা দিতে দেখিনি সে শিবিরের সভাপতি। :|

২০| ১৮ ই মে, ২০২৫ রাত ১:২২

মিরোরডডল বলেছেন:




খেলাঘর ব্লগারদের পোষ্ট পড়ে নিজের মতামত প্রকাশ করবে কিন্তু যে বা যারা বোঝে না, তাদেরকে বোঝানোর জন্য একের পর এক মন্তব্য করবে না। যাদের সাথে মতবিরোধ হয়, তাদের সাথে কনভারসেশন কনটিনিউ করবে না। তারা আজেবাজে কথা বলে ছোট করার চেষ্টা করে। কোন মানেই হয়না তাদের সাথে কথা চালিয়ে যাবার। নিজের সন্মান নিজেকে রাখতে হয়।
Don't let others belittle you, please.

ভালো থাকবে খেলাঘর।

১৮ ই মে, ২০২৫ রাত ৮:৩৮

যামিনী সুধা বলেছেন:



ধন্যবাদ; আপনি সঠিক বলেছেন, সেটাই করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.