নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যামিনী সুধা

যামিনী সুধা › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্প আরবদের ভয় দেখিয়ে ট্রিলিয়ন লুট করেছে।

১৪ ই মে, ২০২৫ বিকাল ৫:৫৯



ট্রাম্প গত ২দিন ট্রাম্প আরবে ডাকাতী করে বেড়াচ্ছে! প্রিন্স সালমান ও সোদী শিয়লেরা ট্রাম্প থেকে আরো ধুর্ত, কিন্তু উপায় নেই, রাজতন্ত্র চালু রাখতে হলে আমেরিকাকে ভাগ দিতে হবে; গতকাল, ট্রাম্প সৌদী থেকে ৬০০ বিলিয়ন ডলারের অর্ডার নিয়েছে।

আজকে ঢুকেছে কাতারে; কাতার ভয়ে ১ সপ্তাহ আগে ট্রাম্পকে ৫০০ মিলিয়ন ডলারের বোয়িং বিমান উপহার দিয়েছে; সেটা গ্রহন করে ট্রাম্প আমেরিকার সংবিধানের নিয়ম ভেংগেছে; আমেরিকানরা এখন তাকে থামাতে পারছে না; তবে, ৪ বছর পর, তার বিচার শুরু হবে।

ট্রাম্প রাজকীয় ডাকাত; আরবের রাজা, খলিফা, সুলতানরা হচ্ছে "ইসলামিক ডাকাত", যাদের বুদ্ধিমত্তা প্রাকৃতিকভাবেই কম। কাতার থেকেও কমপক্ষে ২০০ বিলিয়নের মতো ডাকাতী ( অর্ডার ) করবে।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৪২

আঁধারের যুবরাজ বলেছেন: এরা হচ্ছে মাথা মোটা জাতি। আমেরিকাতে যে বিপুল পরিমান টাকা ইনভেস্ট করবে ,সম্ভবনা আছে ভবিষ্যতে নানা কারণ দেখিয়ে বাজেয়াপ্ত করা হবে। গাদ্ধাফির অঢেল টাকা ইউরোপ ( বিষেশ করে ফ্রান্স ) এবং আমেরিকা মেরে দিয়েছে।

১৪ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৫৪

যামিনী সুধা বলেছেন:



যত আরব যত ডলার বিনিয়োগ করেছে আমেরিকায় ১ ডলারও ফেরত পায়নি।

২| ১৪ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৫২

রাজীব নুর বলেছেন: ট্রাম্প ডাকাতি করলেও নিজের জন্য করবে না। আমেরিকার জন্য করবে। তাই নয় কি ওস্তাদ?

১৪ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫

যামিনী সুধা বলেছেন:



অনেকটা; তবে, মনে হয়, ট্রাম্প নিজেও ( ওর ব্যবসা আছে ) লাভবান হচ্ছে।

১৪ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬

যামিনী সুধা বলেছেন:




আমেরিকান মানুষ এই ধরণের কিছু পছন্দ করে না; এরা কাজ করে খায়।

৩| ১৪ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:২৬

সৈয়দ কুতুব বলেছেন: ট্রাম্প সৌদি যুবরাজ কে নাকি প্রশ্ন করেছে, "আপনি রাতে কিভাবে ঘুমান"? এইটা কেমন প্রশ্ন ? বেয়াদবি নিবেন না প্লিজ :-B

১৪ ই মে, ২০২৫ রাত ৮:০৭

যামিনী সুধা বলেছেন:




ট্রাম্প বড় ধরণের ডাকাত; কিন্তু সাধারণ ালাপে বেশ ইডিওটিক টাইপের।

ড: ইউনুস হয়তো ভয়ে ট্রাম্পের আশেপাশে যাবে না।

৪| ১৪ ই মে, ২০২৫ রাত ৮:৩৪

কামাল১৮ বলেছেন: ভয় দেখানোই আমেরিকার প্রধান কাজ।ভয় দেখানোর মতো শক্তি তার আছে।আর অসৎরাই বেশি ভয় পায়।আরবে যতদিন গনতন্ত্র প্রতিষ্ঠিত হবে ততদিন তারা ভয়ের মধ্যেই বসবাস করবে।

১৪ ই মে, ২০২৫ রাত ৮:৪৯

যামিনী সুধা বলেছেন:




ট্রাম্প আরবের ডাকাতদের উপর টেক্কা মারছে; ট্রাম্প যেভাবে ডাকাতী করছে, ইহা আমেরিকান ইতিহাসে বিরল।

৫| ১৪ ই মে, ২০২৫ রাত ৯:৩৬

লুধুয়া বলেছেন: আপনার কি মনে হয় কেনো আরবরীরা রাজতন্ত্রের বিরুদ্ধে আওয়াজ উঠাচ্ছেনা।

১৪ ই মে, ২০২৫ রাত ৯:৫৯

যামিনী সুধা বলেছেন:



আওয়াজ পাওয়া যায়; সৌদীরা ও কুয়েতীরা হত্যা করে কিংবা দেশ থেকে বের করে দেয়।

১৪ ই মে, ২০২৫ রাত ১০:০১

যামিনী সুধা বলেছেন:



জর্ডানে ১ম রাজতন্রের পতন ঘটতে পারে।

৬| ১৪ ই মে, ২০২৫ রাত ১১:১০

আঁধারের যুবরাজ বলেছেন: তবে এতো বিপুল টাকা খেয়েও যদি উনি প্যালেস্টাইনকে একটি দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে দেন ( গুজব শোনা যাচ্ছে ) এবং জাতিসংঘে ভেটো দিয়ে ঝামেলা না করেন তাহলেও অন্তত দুঃখী জাতিটার একটি গতি হবে।

১৫ ই মে, ২০২৫ রাত ১২:৪০

যামিনী সুধা বলেছেন:



সাদা মানুষের বাহিরে কারো জন্য উহার কোন ভালোচিন্তা নেই। দেখি প্রন্স সালমানের ডলার কাজ করে কিনা/

৭| ১৫ ই মে, ২০২৫ রাত ১২:৩৯

নূর আলম হিরণ বলেছেন: এর আগেও বলেছিলেন ট্রাম্প ক্ষমতা ছাড়লে তার বিচার হবে, অথচ আমেরিকানরা তাকে প্রেসিডেন্ট বানিয়েছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.