নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যামিনী সুধা

যামিনী সুধা › বিস্তারিত পোস্টঃ

আমেরিকান ক্যু বুঝতে আমেরিকায়-প্রবাসী ব্লগারের বেশ সময় লেগেছে।

১৫ ই মে, ২০২৫ ভোর ৫:২৮



৩৬শে জুলাইর স্বাধীনতা দিবস ও ছাত্রদের বিপ্লব যে আসলে কিছুই না, ইহা বেশ সাজানো ১টি আমেরিকান ক্যু তা বুঝতে বেশ চোখ-কান খোলা ১ জন আমেরিকায়-প্রবাসী ব্লগারের বেশ সময় লেগেছে ( ক্যু'এর বেশ পরেই বুঝেছেন )। এবার বুঝুন, বাংলাদেশের সাধারণ ব্লগার: জুল ভার্ণ, নতুন নকীব, মহাজাগতিক, ভুয়া, নতুন, প্রবাস-বাক, ঢাবিয়ান, মেঠো পথের কত বছর লাগতে পারে?

১৯৭৫ সালের ১৫ই আগষ্ট, সকাল ৮'টায় সংবাদ পাই যে, বাংলাদেশ মিলিটারী শেখ সাহেবকে হত্যা করেছে; তখন আমি প্রবাসে; বাংলাদেশে ২/১ জন পরিচিতকে ফোন করলাম অবস্হা জানার জন্য; টেলিফোন যোগাযোগ বন্ধ ছিলো। তখন প্রবাসে আমার পরিচিত প্রভাবশালী ব্যক্তি ছিলেন কবি আলাউদ্দিন আল আজাদ। উনাকে টেলিফোন করে পেলাম দিনের ১২টা বাজে। তিনি শুধু জানতেন শেখ নিহত হয়েছে।

কবি সরকারী চাকুরীতে বিদেশে কাজ করার সুযোগ পেয়েছিলেন তাজউদ্দিন সাহেবের দয়ায়; আমি তা জানতাম। উনাকে বললাম, তাজউদ্দিন যদি জীবিত থাকেন, উনাকে বললবেন পালিয়ে যেতে। উনি আমাকে বললেন যে, তাজউদ্দিন এখন সরকারে নেই; মিলিটারী উনাকে কিছু করবে না। আমি কবিকে বললাম, "স্যার, ইহা মিলিটারী নয়, ইহা আমেরিকান-পাকিস্তানী ক্যু; আমেরিকা ও পাকিস্তান তাজউদ্দিনকে হত্যা করবে। তিনি উত্তরে বললেন, "এখন এসব অপ্রয়োজনীয় কথা বলার সময় নেই"।





মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২৫ সকাল ১১:০৭

সৈয়দ কুতুব বলেছেন: আপনি কি স্কলারশিপ নিয়ে প্রবাসে গিয়েছিলেন ? ৭১ সালে যুদ্ধ করে ৭৫ সালে প্রবাসে কোন দেশে গিয়েছিলেন ? অনেক রাজাকার ও চলে গিয়েছিলো প্রবাসে ! বিদেশে যাওয়া কি তখন সহজ ছিলো?

১৫ ই মে, ২০২৫ বিকাল ৪:০৬

যামিনী সুধা বলেছেন:



আমি স্কলারশীপ পেয়ে ১৯৭৩ সালে বিদেশে পড়তে গেছি।

রাজাকারেরা পালিয়ে গেছে ১৬ই ডিসেম্বরের আগে; পরেও অনেক রাজাকার বার্মা হয়ে পাকিস্তান চলে গেছে; সেখান থেকে আরব ও লন্ডন গেছে।

২| ১৫ ই মে, ২০২৫ বিকাল ৪:১৫

সৈয়দ কুতুব বলেছেন: আপনার বয়স তখন আনুমানিক ( ২১-২৫) এর মধ্যে ছিলো ! আপনি '৭৫ সালে কোনটা ক্যু আর কোনটা ক্যু না এইটা এত ইজিলি কিভাবে বুঝতেন ? যেখানে তাজউদ্দীন বুঝতে পারলো না ! সে সময়কার বিশ্বব্যবস্থা ও আমেরিকার সমাজতন্ত্র ঠেকাতে সামরিক শাসন এসব নিয়ে আপনার এত জ্ঞান হলো কি করে ? রেগুলার বিশ্ব গণমাধ্যমের সংবাদ, পত্রিকার নিউজ আর খুব সম্ভবত বামধারার সাথে আপনার উঠাবসা ছিলো। এই টাইপের লোকজন বেশি জানতো সে সময় !

১৫ ই মে, ২০২৫ বিকাল ৪:২৯

যামিনী সুধা বলেছেন:



১৯৫৮ সালে আইয়ুব খান পাকিস্তানের ক্ষমতা দখল করার পর থেকেই বিশ্বের মিলিটারী ক্যু (ইনদোনেশিয়া, বার্মা, মিশর ) নিয়ে বুঝার চেষ্টা করছিলাম।

১৫ ই মে, ২০২৫ বিকাল ৪:৩০

যামিনী সুধা বলেছেন:



পাকিস্তান ও বাংলাদেশের মানুষ আজকে যেমন কিছুই বুঝে না, ১৯৭৫ সালেও কিছু বুঝতো না।

আমি চিটাগং কলেজে পড়ার সময়, প্রথমবার বেগম মতিয়া চৌধূরীর সাথে সামনাসামনি বসে উনার কথা শুনছিলাম, আমেরিকা ও সোভি্যেত ইউনিয়নের মাঝে পার্থক্য নিয়ে আলাপ করছিলেন; রুপপকথার চেয়েও খারাপ অবস্হা ছিলো। যাক, তিনি ভুল জানলেও উদ্দেশ্য সৎ ছিলো; এই ছিলো ছাত্র বামদের ইতিহাস। আমি কলেজে পড়ার সময় চট্টগ্রাম পোর্টের "শ্রমিক ইউনিয়নের" কর্মকর্তাদের কিছু কাজে সাহায্য করেছিলাম।

৩| ১৫ ই মে, ২০২৫ বিকাল ৫:৫৫

রাজীব নুর বলেছেন: আপনি বহু বছর ধরে বিদেশ আছেন!!
নিজ দেশ ছেড়ে থাকাটা কি আনন্দময়?

১৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:০৫

যামিনী সুধা বলেছেন:



প্রবাস থাকাটা অনেকটা অপমানের জীবনের সমান। আমি বেশীরভাগ সময়ে বাংলাদেশে ছিলাম; তবে, কিছু সময় বিদেশে কাজ করেছি। ২০১৬ সাল থেকে আমি চিকিৎসার জন্য বড় সময়টা বিদেশ থাকছি; আমার হার্টরেট একবারেই কম।

৪| ১৫ ই মে, ২০২৫ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: আমেরিকা ধনী দেশ।
আমাদের দেশে আমেরিকা 'ক্যু' করে লাভটা কি? কেন করবে?

১৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:১২

যামিনী সুধা বলেছেন:



আমেরিকার কুটনীতিবিদরা "কোল্ডওয়ার"এর সময় ৩য় বিশ্বের অনেক দেশকে নিজেদের দলে রাখার জন্য কন্ট্রোলে রাখতো; পাকিস্তান তাদের সেই রকম দেশ ছিলো। বাংলাদেশ আলাদা হোক এটা পাকিস্তান চাহেনি, সেই কারণে আমেরিকাও চাহেনী।

আমেরিকার ইচ্ছার বিপক্ষে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময়, জাতিসংঘে সোভিয়েতের সাপোর্ট পায়; ইহা বাংলাদেশের জন্য কাল হয়েছিলো। আজো আমেরিকা পাকিস্তানের ও বাংলাদেশের বিশ্বাসঘাতকদের অনুরোধে বাংলাদেশে ক্যু করে। ড:ইউনুস সেই রকম ১জন বিশ্বাসঘাতক।

৫| ১৫ ই মে, ২০২৫ বিকাল ৫:৫৮

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ কি কোনো দিন পারবে ক্যু করার জন্য প্রতিশোধ নিতে?

১৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:১৪

যামিনী সুধা বলেছেন:



পারবে, শিক্ষিতরা বুঝলে পারবে।

কিন্তু ঢাবিয়ান, মেঠোপথ, ভুয়া, তাজুল ইসলাম, নকিবদের মতো শিক্ষিত হলে হবে না।

৬| ১৬ ই মে, ২০২৫ সকাল ৭:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আচ্ছা আপনি বলুন তো কোন মন্ত্রীকে যদি কোন আমজনতা খালি পানির বোতল ছুড়ে দেয় তাহলে কি কারো উচিত চেইতা যাওয়া?

১৬ ই মে, ২০২৫ সকাল ৭:৩১

যামিনী সুধা বলেছেন:



রাজনীতিবিদরা জনতার উপর কখনো রাগে না; যেগুলো রেগে যায়, সেগুলো ইডিয়ট।

৭| ১৬ ই মে, ২০২৫ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে বিরক্ত না হয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন।

১৬ ই মে, ২০২৫ বিকাল ৩:৫৪

যামিনী সুধা বলেছেন:




এই ব্লগে অনেকে অনেক কারণে সবাই আপনাকে পছন্দ করেন।

৮| ১৬ ই মে, ২০২৫ বিকাল ৩:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: জংগীদের বিরুদ্ধে একশন শুরু !

এদের কে নিয়োগ দেয়ার জন্য আমরা জুলাই অভ্যুত্থানে আন্দোলন করিনি। /:)

৯| ১৭ ই মে, ২০২৫ ভোর ৫:১২

কামাল১৮ বলেছেন: শেখের মৃত্যতে ঢাকাবাসী স্তব্ধ হয়ে যায়।সকালে ডালিমের কন্ঠে রেডিওতে ঘোষণা শুনে বিশ্বাস হচ্ছিলনা।বেলা বাড়ার সাথে সাথে বিষয়টা স্পষ্ট হতে থাকে।

১০| ১৭ ই মে, ২০২৫ বিকাল ৫:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সব আন্দোলনের একটি টার্গেট থাকে
..............................................................
এদের দৃশ্যমান টার্গেট
এবং অদৃশ্যমান আকাঙ্খাগুলি
কি কি ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.