নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যামিনী সুধা

যামিনী সুধা › বিস্তারিত পোস্টঃ

আরবে ট্রাম্পের ডাকাতী, ১ ট্রিলিয়ন ডলার লুট

১৬ ই মে, ২০২৫ বিকাল ৪:২০



ট্রাম্প সফরের নাম দিয়ে আসলে ডাকাতী করার জন্য আরব গেছে। ৩ দিনে সোজাসুজি ১ ট্টিলিয়ন ডলার ডকাতী করেছে: অস্ত্র, বিমান ও AI chips বিক্রির নামে অর্ডার নিয়েছে।

সৌদী আরবে ৬০০ বিলিয়ন ডলারের অর্ডার, কাতারে ২০০ বিলিুয়ন ডলারের অর্ডার ও সংযুক্ত আরব আমিরাতে ২০০ বিলিয়ন ডলারের অর্ডার।

একটা উদাহরণ হলো বাংলাদেশ বেশ কয়েক শত মিলিয়ন ডলার খরচ করে আকাশে ১টি উপগ্রহ স্হাপন করেছে; কিন্তু উহার থেকে কোনভাবে লাভবান হওয়ার মতো টেকনোলোজী বাংলাশের হাতে নেই, সেই ধরণের টেকনোলোজীতে দক্ষ মানুষ নেই।

আরবদের অবস্হাও সেই রকম হয়েছে: আরবে কোন ধরণের কম্প্যুটিং হচ্ছে না যে, তারা নিজেরা উহাতে AI যোগ করতে পারবে। তাদের দরকার এমন টেকনোলোজী যেগুলোতে আমেরিাকন, ইউরিপিয়ানরা AI যোগ করেছে। কি জন্য তাদেরকে বাধ্য করছে AI কিনতে। তাদেরকে এমন সব যুদ্ধ বিমান দিচ্ছে, যেগুলোর পাইলটও আরবেরা তৈরি করতে পারবে না। এমন ডাকাতী আমেরিকার ইতিহাসে কিংবা বিশ্ব ইতিহাসে আগে কখনো ছিলো না।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০২৫ বিকাল ৫:১০

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশ গরীব দেশ তাই না হয় গবেষণায় ব্যয় কম। আরব দেশের কি সমস্যা?

১৬ ই মে, ২০২৫ রাত ৮:৩৩

যামিনী সুধা বলেছেন:



আরবেরা জন্ম থেকে ইসলামিক স্কলার।

২| ১৬ ই মে, ২০২৫ রাত ৮:৪৮

কামাল১৮ বলেছেন: ইসলামের সাথে মুক্ত জ্ঞানের একটা দ্বন্দ্ব আছে।ইসলামের জ্ঞান হলো ইসলামী জ্ঞান।যার উ্ৎস হলো কোরান।তাদের বিশ্বাস কোরানেই আছে সকল জ্ঞান।

১৬ ই মে, ২০২৫ রাত ৮:৫৫

যামিনী সুধা বলেছেন:



কোরান লেখা হয়েছে তোরাহ ও বাইবেলকে অনুসরণ করে; মুসা নবী ৩৫০০ বছর আগের সমাজের জন্য তোরাহ লিখেছিলেন; যীশুর সাগরেদরা ২০০০ বছর আগের সমাজ ব্যবস্হার ভিত্তিতে বাইবেল লিখেছিলো; এগুলোর যেকোন নিয়ম আজকের জ্ঞানের তুলনায় শুন্য ছাড়া কিছু নয়।

৩| ১৬ ই মে, ২০২৫ রাত ৮:৫৩

কামাল১৮ বলেছেন: পৃথিবী সমতল এটা কোরানের জ্ঞান।আবার জোকার নায়েক কোরানে খুঁজে পেয়েছেন পৃথিবী ডিমের মতো।এতয়েব কি নাই কোরানে।

১৬ ই মে, ২০২৫ রাত ৯:৩৯

যামিনী সুধা বলেছেন:



ধর্ম বইগুলো ততকালীন প্রচলিত জ্ঞানের ভিত্তিতে লেখা হয়েছে; বাইবেল ও কোরানে যেরুসালেমের সমাজ ও আশপাশের আরবদের জ্ঞান প্রতিফলিত হয়েছে।

৪| ১৭ ই মে, ২০২৫ ভোর ৪:৩৭

কামাল১৮ বলেছেন: কোরান কোন সময় এবং কারা লেখেন।

১৭ ই মে, ২০২৫ ভোর ৫:২৩

যামিনী সুধা বলেছেন:



বর্তমানে যেই কুরান আছে, হতে পারে, ইহা আব্বাসীয় যুগে সংকলিত; নবী(স: )'এর সময়ও কিছু কিছু সুরাহ লেখা হয়েছিলো; তবে, কাহারা লিখেছিলো তা পরিস্কার নয়; নবী (স: )'এর মৃত্যুর পর খলীফা ওসমান ১ম বার পুরো ১টা সংকলন করেছিলেন।

৫| ১৭ ই মে, ২০২৫ দুপুর ১২:০৯

রাজীব নুর বলেছেন: আরব অত্যাধিক খাতির করেছে ট্রাম্পকে।
এই প্রথম আমেরিকার কেউ সৌদি এলো। ট্রাম্প সৌদির আচারআচরনে খুশি।
উনি প্লেনে উঠার আগে বাদশাকে ইশারায় বলেছেন, আপনাকে মনে রাখবো। সৌদি আমার হৃদয়ে থাকবে।

১৭ ই মে, ২০২৫ বিকাল ৪:২৮

যামিনী সুধা বলেছেন:



সৌদীরা রাজারা খুবই ধুর্ত; তারা জানে যে, ট্রাম্প লুট করছে এসেছে, তাই তারা ডলার দিয়ে রাজত্ব রক্ষা করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.