| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭৩ সালের ইলেকশান থেকে ২০২৪ সাল অবধি, দেশে ৪২০০ এমপি নির্বাচিত হয়েছিলো; এদের মাঝে, আপনার মতে কতজন এমপি দেশের জন্য অবদান রেখেছেন বলে আপনার ধারণা? আপনার ভাবনাুসারে, যেই কয়জন দেশের জন্য অবদান রেখেছেন, তাদের নাম আমার ভাবনার সাথে মিলে কিনা, দেখুন।
আমার মতে, ৩ জন এমপি অবদান রেখেছিলেন: (১) শেখ সাহেব (২) তাজউদ্দিন সাহের (৩) বেগম মতিয়া।
এবার বলুন, শেখ হত্যা কি জাতির জন্য ভালো ছিলো? যারা শেখকে হত্যা করেছিল, তারা কি জাতীয় বীর ছিলো, নাকি ক্রিমিনাল ছিলো? আপনার ভাবনা মতে যা হয়, আপনি ভেবে দেখুন আপনি কি সঠিক, নাকি আপনার ভাবনা ক্ষতিকর। জেনারেল জিয়া কি দেশকে সমস্যা থেকে মুক্ত করেছিলো, নাকি দেশকে মিলিটারীর ও ব্যুরোক্রেটদের দুর্নীতির আখড়ায় পরিণত করেছিলো?
এরশাদ যে ক্যুটি করেছিলো, উহা কি জাতীকে সাহায্য করেছিলো, নাকি একটি নির্বাচিত সরকারের পতন ঘটায়েছিলো? এই ব্যাপরে আপনার মতামত কি?
এবার যেভাবে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো হয়েছে, ইহা কি জাতীয় আন্দোলন, নাকি আমেরিাকর ক্যু? ইহা আন্দোলন হলে, ইহাতে কি ড: ইউনুসের ভুমিকা ছিলো? আর যদি ইহা ক্যু হয়ে থাকে, ইহাতে আপনি ড: ইউনুস, পাকিস্তান ও জামাত-শিবিরের ভুমিকা আছে বলে মনে করেন?
১৯ শে মে, ২০২৫ সকাল ৭:০৫
যামিনী সুধা বলেছেন:
গত ৫৫ বছর জাতি বড় বড় কয়েকটি ঘটনা প্রবাহের মাঝ দিয়ে গিয়েছে; যার ফলে, জাতি ক্রমেই ক্ষতিগ্রস্ত হয়ে আজকের পজিশনে এসেছে; এগুলো নিয়ে আমাদের সঠিক ধারণা না'থেকলে আমরা বর্তমান সমস্যা থেকে বের হতে পারবো না।
২|
১৯ শে মে, ২০২৫ সকাল ৯:২০
সৈয়দ কুতুব বলেছেন: দেশ নিয়ে চিন্তা ভাবনা সঠিক না ভুল হবে তা নির্ভর করে শিক্ষা, পারিপার্শ্বিক অবস্থা ও চলমান ঘটনার উপর। অনেকেই আছেন যারা আপনার উপরে বর্ণিত ব্যাক্তিদের মধ্যে অন্তত দুইজন কে দেখেন নাই। বেগম মতিয়ার ২০১৪-২০২৪ সালের ভূমিকা রহস্যজনক। উনার সততার অনেক গল্প শুনেছি। তিনি যদি জীবিত থাকতেন ইন্টারভিউ নেয়ার চেষ্টা করতাম। উনাকে প্রশ্ন করতাম, আপনি কি মনে করেন ২০১৪-২০২৪ সালে শেখ হাসিনা জোর করে ক্ষমতায় বসে থাকা কে আপনি সাপোর্ট করেন? সাপোর্ট না করলে কেন রাজনীতি থেকে সরে যান নাই? শেখ হাসিনা কি করে এত বছর সভানেত্রী থাকলেন? বিকল্প কেন তৈরি করা গেলো না?
১৯ শে মে, ২০২৫ সকাল ৯:৩২
যামিনী সুধা বলেছেন:
শেখ হাসিনা অন্যায়ভাবে ৪৪ বছর আওয়ামী লীগের সভাপতি পদে ছিলেন; ২০০৯ সাল থেকে ইহা নিয়ে লিখে আমিআমাদের এলকার আওয়ামী লীগ নেতাদের শত্রু হয়েছি।
আপনি আন্দাজী বলছেন, মতিয়ার ভুমিকা রহস্যজনক! উনি আজীবন কি করেছেন সবাই জানেন।
শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকার ১টি কারণ হলো, দেশ যেন স্বাধীনতা বিরোধীদের হাতে না যায়; কিন্তু উহা যে সঠিক সমাধান নয়, জ্ঞানের অভাবে তা উনি বুঝতেন না।
৩|
১৯ শে মে, ২০২৫ সকাল ১০:০৯
সৈয়দ কুতুব বলেছেন: ২০১৪-২০২৪ সালে মতিয়া কি করেছিলেন কোনো জেন-জি'র কাছে উহা ক্লিয়ার নয়। বরং দিপুমনি, নাহিদ, পলক, ওবায়দুল কাদের, মুরাদ টাকলা, আবুল মাল আব্দুল মুহিত এদেরকে তারা ভালো চিনে। যারা রাজনীতি করে তাদের বাহিরে যারা রাজনীতি করে না সেরকম ১০০০ লোকের ইন্টারভিউ নিলে বোঝা যাবে বেগম মতিয়া সম্পর্কে
শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকার কারণ হচ্ছে বিডিআর হত্যা ! কারণ ক্ষমতা ছাড়লে এবার আর বাচতেন না বলে উনার বিশ্বাস। সব কিছু স্বাধীনতা বিরোধীদের নামে চালিয়ে দিলে সত্যকে অবমাননা করা হয়।
১৯ শে মে, ২০২৫ সকাল ১০:২৪
যামিনী সুধা বলেছেন:
শুনেন, জেন-জি শব্দটা বাংগালীদের জন্য বানানো হয়নি; ইহা করা হয়েছে ইউরোপ, আমরিকা, চীন-জাপান ও ইসরায়েলের জন্য; বাংগালীদর ছেলেমেয়েরা জেন-প্রশ্নফাঁস ও জেন-জল্লাদ।
১৯ শে মে, ২০২৫ সকাল ১০:২৭
যামিনী সুধা বলেছেন:
আমি এখনো কোন ৩০ বছর বয়সী মা্ষ্টার্স ডিগ্রীধারী ছেলেমেয়ে দেখিনি যে জানে পাকিস্তান কেন ২৫ শে মার্চে আক্রমণ করেছিলো ও কারা রাজাকার হয়ে পাকিস্তানের পক্ষে যুদ্ধে করে বাংগালী হত্যা করেছে।
৪|
১৯ শে মে, ২০২৫ বিকাল ৪:৩৯
সৈয়দ কুতুব বলেছেন: আপনি আমাদের সমালোচনা করেন সমস্যা নেই। কিন্তু আঁধারের যুবরাজ ও মিরর ডলের অনুরোধ রাখতে পারতেন। কেন শ্রাবণধারার ব্লগে উক্ত মন্তব্য করলেন। আর কতবার ব্যান হবেন ? ![]()
১৯ শে মে, ২০২৫ বিকাল ৫:০১
যামিনী সুধা বলেছেন:
আপনি শ্রাবনধারার পোষ্টের ৮ নং মন্তব্যের উত্তর পড়েছেন? উনি ব্লগার কান্ডারীর মৃত্যুর কথা বলছেন ও জুল ভার্ণের "গুমের" কথা বলছেন; উনি জুল ভার্ণের "গুম"টাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করছেন; যা সত্য হওয়ার সম্ভাবনা নেই।
ভার্ণ মামলায় পড়েছিলেন; তবে, ব্লগে লেখার জন্য বলে মনে হয় না; উনি ও ১ গ্রুপ ব্লগার বেগম জিয়ার জবানবন্দী নামের কিছু লেখা , যা প্রশাসন থেকে অনুমোদিত ছিলো না, সেটাকে প্রমোট ও সরবরাহ করছিলেন; মনে হয়, সেটা নিয়ে বড় ধরণের মামলা হয়েছিলো।
৫|
১৯ শে মে, ২০২৫ বিকাল ৫:২৮
সৈয়দ কুতুব বলেছেন: এর আগের বারও একই বিষয় নিয়ে ব্লগার জাদিদের সাথে বাহাস করে ব্যান হয়েছেন। এই বিষয়টি বাদ দিলে হয় না ? এবার তো কিছু ব্লগ নিজে থেকে লিখেও সরিয়ে ফেলেছেন।
আপনার লেখার পরিধি অনেক বিস্তৃত। কেন শুধু বারবার খোচা খুচি তে যান।
১৯ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:৩২
যামিনী সুধা বলেছেন:
এগুলো ঠিক খোঁচাখুচি নয়, এই ব্লগ এক সময় "অনেক অসতের" দখলে ছিলো; ওদের বড় অংশ আমার ব্লগিং বন্ধ করতে গিয়ে চুপ হয়ে গেছে; কিছু অসতের কারণ আমাকে সামুতে ১১টি নিক নিতে হয়েছে; এসব অসৎ লিখতে পারে না, মানুষকে বিব্রত করে।
ব্লগার কান্ডারীকে জেলে যেত হয়েছিলো ১টা অসত গ্রুপের সাথে কাজ করার ফলে; সে আমেরিকায় পড়াশোনা করতো; বাবার মৃত্যুর পর, সে এসে এসব অসতের টার্গেটে পরিণত হয়েছিলো। সে দেশে এসেছিলো পরিবারকে সাহায্য করতে; কিন্তু অসতেরা তাকে অপরাধের সাথে যুক্ত করেছিলো
৬|
১৯ শে মে, ২০২৫ রাত ৯:৪২
কামাল১৮ বলেছেন: জনগনের রায়ই চুড়ান্ত।আপাতত কোন বিকল্প নাই।গনতান্ত্রীক দেশে এটাই নিয়ম।বহুদলীয় গনতন্ত্রে পার্টি যাকে নমিনেশন দিবে তাঁকেই ভোটদিতে হবে।
২০ শে মে, ২০২৫ সকাল ৭:২২
যামিনী সুধা বলেছেন:
কোন দলের কোন বাষ্টার্ডই এমপি হওয়ার যোগ্য নয়।
৭|
২০ শে মে, ২০২৫ ভোর ৬:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এরা বাংলাদেশকে ধ্বংস করে এরপর পালাবে।
টাকাপয়সা কামানো শেষ হলে তবেই না যাবে।
এই সব মামলার কারণে পুলিশ অযথা ব্যস্ত থাকবে।
দেশে শান্তি শৃঙ্খখলা বলে কিছু থাকবে না।
আপাতত এটাই দেশ নিয়ে আমার ভাবনা ও চিন্তা।
বাকিটা নোবেল দাদু জানে।
২০ শে মে, ২০২৫ সকাল ৭:২৩
যামিনী সুধা বলেছেন:
নোবেল মিয়া শিবিরের হাতে প্রান হারাতে পারে।
৮|
২০ শে মে, ২০২৫ সকাল ১১:১১
সৈয়দ কুতুব বলেছেন: আপনার শেষ মন্তব্য সঠিক। ড. ইউনূসের প্রাণনাশের হুমকি আছে। উনাকে মজহার এবং কিছু সুশীল যেমন : বদিউল আলম এরা ইসলামিস্ট দের বিপক্ষে দাড় করাতে চাচ্ছে।।
২০ শে মে, ২০২৫ বিকাল ৪:৪২
যামিনী সুধা বলেছেন:
শিবির হলো বাংলার জল্লাদ।
আমার লেখার, কমেনট করার ক্ষমতা কেড়ে নিয়েছে সামু
২০ শে মে, ২০২৫ বিকাল ৪:৪৪
যামিনী সুধা বলেছেন:
ব্লগার জানা'র সম্পর্কে আপডেট চেয়ে ১টি পোষ্ট দেন।
৯|
২০ শে মে, ২০২৫ বিকাল ৪:৫৭
সৈয়দ কুতুব বলেছেন: আপনি শুধু উক্ত বিষয়ে আটকে যান। ![]()
২০ শে মে, ২০২৫ রাত ৮:৩৯
যামিনী সুধা বলেছেন:
সামুকে সঠিকভাবে পরিচালনা করেনি কোন সময়।
১০|
২০ শে মে, ২০২৫ রাত ৯:৩২
এ পথের পথিক বলেছেন: গাজী সাহেব খেলাফত চলে যাবার পর পেট্র ডলার এবং আমেরিকা পৃথিবীর মোড়ল হয়ে ওঠা আর পুরা পৃথিবী সে মোড়লের বাইরে গিয়ে টিকতে না পারা এ সম্পর্কে কিছু লিখবে ।
২০ শে মে, ২০২৫ রাত ৯:৫০
যামিনী সুধা বলেছেন:
সামু আমার লেখার, কমেন্ট করার ক্ষমতা কেড়ে নিয়েছে; স্যরি, লিখতে পারছি না।
১১|
২০ শে মে, ২০২৫ রাত ৯:৫১
এ পথের পথিক বলেছেন: আচ্ছা আপাতত আপনার নোটস বা ডায়রিতে লিখে রাখেন যদি ক্ষমতা ফিরিয়ে দেয় অথবা নতুন নিকে আসলে লিখবেন ।
২০ শে মে, ২০২৫ রাত ১১:০৩
যামিনী সুধা বলেছেন:
ধন্যবাদ।
লেখার সুযোগ পেলে লিখবো।
১২|
২০ শে মে, ২০২৫ রাত ১১:১০
যামিনী সুধা বলেছেন:
@সৈয়দ কুতুব,
জানার আপডেট জানার জন্য পোষ্ট দেয়ার জন্য ধন্যবাদ।
ক্যান্সার শব্দটা বাদ দেন; লিখতে পারেন,
"তিনি অসুস্হ, কিন্ত সাহসিকতার সথে সংগ্রাম করে সুস্হতার দিকে যাচ্ছেন"।
সাথে যোগ করতে পারেন,
"আমরা সব ব্লগার উনার পাশে আছি; আমাদের সবার শুভকামনা উনাকে সুস্হ করে তুলবে"।
ধন্যবাদ।
১৩|
২১ শে মে, ২০২৫ বিকাল ৫:৫০
সৈয়দ কুতুব বলেছেন: ড. ইউনূস চাপে আছেন। নির্বাচন ছাড়া গতি দেখছি না। জুলাই ঐক্য ভেঙে পড়েছে। এনসিপি র সমাবেশে কেউ আসে না।
২২ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩
যামিনী সুধা বলেছেন:
জুলাই'এ কিসে ঐক্য ছিলো? জল্লাদেরা আমেরিকা থেকে টাকা আয় করেছে, এটা ছিলো অপরাধ!
১৪|
২১ শে মে, ২০২৫ রাত ৮:২৮
রাজীব নুর বলেছেন: আপনাকে কি কমেন্ট ব্যান করা হয়েছে???
২২ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:৪৪
যামিনী সুধা বলেছেন:
নিকটি বন্ধ করেনি; কিন্তু নিজ পোষ্টে মন্তব্য করা ছাড়া অন্য কোন ক্ষমতা নেই।
১৫|
২২ শে মে, ২০২৫ ভোর ৪:২১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি ফেসবুকে আসুন।
আমরা আপনার লেখা পড়তে চাই।
এখানে আপনাকে মানায় না।
২২ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫
যামিনী সুধা বলেছেন:
আমি আপাতত ফেইসবুকে আসতে পারছি না, স্যরি! আমি দেশ নিয়ে তেমন কিছু বলতে চাই না।
১৬|
২২ শে মে, ২০২৫ রাত ১০:০২
সৈয়দ কুতুব বলেছেন: হে যামিনী সুধা ! নতুন একটা নিক খুলেন। সেনাপ্রধান আর ড. ইউনূস কেন প্রকাশ্যে বিরোধে জড়াচ্ছে ? দুইজনের বস তো একটাই। ![]()
১৭|
২৪ শে মে, ২০২৫ দুপুর ২:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কোন দেশের মানুষ যখন চরম দুর্নীতিবাজ হয়ে যায় তখন সেই দেশের নষ্ট মানুষগুলো ধর্মকর্ম বেশী বেশীই করে।
বাংলাদেশ এখন সেই পর্যায়ে আছে।
অফিসের টপ টু বটম - বিগ বস থেকে স্মল পিয়ন পর্যন্ত মুখে দাড়ি মাথায় টুপি আর কপালে কালো দাগ।
কিন্তু চরম ঘুষখোর।
সব চেয়ে বড় কথা এরা বেশরম।
কোন লজ্জা শরম নাই।
১৮|
১২ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি দু:খিত
আপনার লেখা আবার দেখতে পাচ্ছি না !
অনুগ্রহ করে আপনার শুভকাঙ্খীদের
অনুরোধ রেখে (কড়া কথা না বলে )
সামুতে লেখা লেখি করুন!!!
..................................................................................
নাই মামার চেয়ে কানা মামার কথা তো শুনতে পারব ।
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০২৫ ভোর ৬:৩২
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আপনার লেখাটি পড়ে ভাবনার খোরাক পেলাম। আপনি যেভাবে প্রশ্নের মাধ্যমে ইতিহাসকে চিন্তার টেবিলে এনেছেন, তা প্রশংসনীয়। তবে আরও কিছু তথ্যসূত্র ও প্রেক্ষাপট থাকলে পাঠকদের বুঝতে আরও সুবিধা হতো। আশাবাদী আপনি ভবিষ্যতেও এ ধরনের বিশ্লেষণমূলক লেখা আমাদের উপহার দেবেন, কিছুটা আরও গভীরতার সঙ্গে। শুভকামনা রইল।