নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিন প্রতিদিন

জানা

জানা › বিস্তারিত পোস্টঃ

একটি সুসংবাদ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০



সুসংবাদের যাত্রা শুরু হলো:





চাপের মুখে অবশেষে জাতীয় প্রেসক্লাব আবদুল কাদের মোল্লা ও কামারুজ্জামানের সদস্যপদ বাতিল করলো। ছোট হলেও আন্দোলনের আরেকেটি জয়। অন্তত চমৎকার একটি 'শুরু' হয়ে গেল। অভিনন্দন সবাইকে।





জাতীয় প্রেসক্লাবের সদস্য হিসেবে মুক্তিযুদ্ধ ও মানবতা বিরোধী এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাতি ইসলামির রাজনীতির সাথে সরাসরি জড়িত মোহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লার সদস্যপদ বাতিলের জন্য 'বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন' ও 'ঢাকা সাংবাদিক ইউনিয়ন' এর নেতৃবৃন্দ এবং জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের সাংবাদিকবৃন্দ দীর্ঘ দিন যাবত দাবী জানিয়ে আসছিলেন।



গত ৫ই ফেব্রুয়ারী থেকে শাহবাগ চত্বরে চলমান গণজাগরণ মঞ্চ থেকে মহাসমাবেশে জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষের প্রতি কামারুজ্জামান ও কাদের মোল্লার সদস্যপদ বাতিলের জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়। এর প্রেক্ষিতে জাতীয় প্রেসক্লাবের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের ১৩৮ জন সদস্য সর্বসম্মতি ক্রমে এক যুক্ত বিবৃতিতে জাতীয় প্রেস ক্লাব পরিচালনা পরিষদকে তাদের সদস্যপদ বাতিলের দাবী জানান।



জয় বাংলা

জয় মাতৃভাষা

জয় মানুষ

জয় মানবিকতা

জয় যূথবদ্ধতা।



মন্তব্য ৯৬ টি রেটিং +২৯/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

আহাম্মেদ জুবায়ের করিম ( সৌরভ ) বলেছেন: জয় বাংলা :D

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

জয় প্রজন্ম - ২০১৩

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

এম ই জাভেদ বলেছেন: দারুন .........জলে স্থলে অন্তরীক্ষে সব খানে রাজাকারদের বিরুদ্ধে অসহযোগ , প্রতিবাদ, প্রতিরোধ চলবে।
বাদ যাবে না তাদের নষ্ট প্রজন্মরা ও।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭

আমিনুর রহমান বলেছেন: জয় বাংলা
জয় মাতৃভাষা
জয় মানুষ
জয় মানবিকতা
জয় যূথবদ্ধতা।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

মৃন্ময় বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:

জয় প্রজন্ম - ২০১৩

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

যোগী বলেছেন: গুড নিউজ!!!!

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

উথালপাতাল বলেছেন:
কাদের কামুজ্জামান ভাই ভাই
তদের আর সদস্যপদ নাই


৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

মোমের মানুষ বলেছেন: আরো যে সমস্ত রাজাকার গুলো আছে তাদের সবগুলোকে এমন গুরুত্বপূর্ন জায়গা হতে বের করে দিতে হবে

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

বাঁধলেই বাঁধন বলেছেন: জয় বাংলা

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা!

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

মাহফুজার রহমান বলেছেন: আপনার অবস্থান নিয়ে নানা প্রশ্ন যখন উছছে তার যথাযথ উত্তর দেয়াটাও কর্তব্য।

সামুতে অনেক আগে থেকেই আছি। দেশ ও স্বাধীনতা বিরোধীদের পোস্ট গুলো মুছে দেয়ার সাথে সাথে এ ধরনের কোন পোস্ট যাতে না দেওয়া হয় সেটা নিশ্চিত করুন।

নিজের অবস্থান আর একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে অবস্থান এক না হলেও ক্ষতি নেই। কিন্তু সামুকে রাজাকার মুক্ত এবং সাম্প্রদায়ীকতা মুক্ত করার দায়িত্ব আপনারই।মডারেটর হিসেবে নিজের দায়িত্ব পালন করুন। নিজের রাজনৈতিক এজেন্ডা প্রসারের জন্য এই ব্লগটি ব্যবহার করবেন না। নইলে আমারও ঘৃণা রইবে আপনার জন্য। জবাব নয়, একশন চাই। আমিও প্লাকার্ড হাতে শাহবাগ যাচ্ছি-সেটা যেন সামুর বিরুদ্ধে লেখা না হয়, নিশ্চিত করবেন।

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

স্পাইসিস্পাই001 বলেছেন: জয় বাংলা
জয় মাতৃভাষা
জয় মানুষ
জয় মানবিকতা
জয় যূথবদ্ধতা।

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

নিয়েল ( হিমু ) বলেছেন: হুম খবরটা এখনো ব্রেকিং নিউজেই আছে ।
জয় বাংলা ।

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

বিষন্ন পথিক বলেছেন: জয় বাংলা ! জয় সব সত্য ও সুন্দরের

১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১

একজনা বলেছেন: জয় বাংলা ! জয় সব সত্য ও সুন্দরের।

১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

মানচুমাহারা বলেছেন: "সুসংবাদের যাত্রা শুরু হলো:" কেন আপনি এত দিন খেয়াল করেননি যে সুসংবাদ আগেই শুরু হয়েছে যেদিন চাপের মুখে সরকার আইন সম্পাদনা করতে বাধ্য হয়েছে ?

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

জাতির নানা বলেছেন: এদেরকে সামাজিকভাবেও বয়কট করেতে হবে

১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

যোগী বলেছেন: @মাহফুজার রহমানের সাথে আমি সম্পুর্ন একমত নই।


দেশ ও স্বাধীনতা বিরোধীদের পোস্ট গুলো মুছে তাদের প্রতিহত করতে আমি একমত নই।

যুদ্ধ করেই তাদের প্রতিহত করতে চাই।

দেশ ও স্বাধীনতা বিরোধীরা যত খুশি এখানে অপপ্রচার চালাক। আমরা তাদের ভষার মাধ্যমেই জবাব দিবো।


পোস্ট মুছে তাদের প্রতিহত করলে নতুনরা কখোনোই জানতে পারবেনা তাদের এই দেশ বিরোধী ঘৃন্য মানুষিকতা।

১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

দিবা স্বপ্ন বলেছেন: জাতীয় প্রেসক্লাবকে এ সিদ্ধান্ত নেয়ার জন্য ধন্যবাদ।

২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

শারফুদ্দীন হোছাইন বলেছেন: অভিনন্দনের জন্য ধন্যবাদ। তবে ভুতের মুখে রাম নাম খুবি হাস্যকর। একটু হাসি B-) B-) B-) B-) B-)

২১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮

কালো ঘোড়ার আরোহী বলেছেন:
ধন্যবাদ জাতীয় প্রেসক্লাবকে।
জয় বাংলা।

২২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

যোগী বলেছেন: সত্যি কথা বলতে কি, জামাত শিবির আর তাদের দালালেরা যে এখনো এই দেশের ইতিহাসকে অস্বীকার করে, তারা যে এই দেশটাকে এখনো পাকিস্থান বা আফগানিস্থান বানানোর গোপন ইচ্ছা মনে ধারন করে, তা এই সামু বা অন্য ব্লগ সাইটে না আসলে জানতে পারতাম না। কারন সরাসরি কখনো তাদের মনোভাব জানা হয়ে উঠেনি।
আর এরই ফলাফল, ব্লগারদের দ্বারাই আজকের শাহবাগ আন্দোলনের সূচনা।

অতিতে কখনো এতটা ইউনাইটেড হয়ে রাজাকারদের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেনি।

ব্লগ এমন একটা প্লাটফরম যেখানে মানুষ তার নিজের ভালো মন্দ অনেক মনোভাবই প্রোকাশ করে ফেলে। যেটা হয়তো অন্য কোন মাধ্যমে পারেনা।

তাই এখানে একটা কথা খুব বলা হয় "লেঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইড"।


তাই একটা কথা বলা হয় যে, মানুষকে বলতে দাও, মানুষ কে বলতে দিলেই যদি তার ভিতরে কদর্য রুপ থাকে সেটা বেরিয়ে আসবে।


তাই আমার মতামত সামুর বর্তমান রুলস এন্ড রেগুলেশনের মধ্যেই ছাগুরা যত খুশি দাপাদাপি করুক। আর এতেই সাধারন জনতা তাদের আসল চেহারা চিনতে পারবে।

২৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

রেজোওয়ানা বলেছেন: জয় বাংলা

২৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

সঞ্জয় নিপু বলেছেন: জয় হোক বাংলাদেশের
জয় হোক বাংলার জনগণের

আমাদের সংগ্রাম চলবেই চলবে


২৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

দূর্ভাষী বলেছেন: জয় বাংলা

২৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

ইখতামিন বলেছেন:





৮ম +++

জয় বাংলা
জয় মাতৃভাষা
জয় মানুষ
জয় মানবিকতা
জয় যূথবদ্ধতা।

জয় গণজাগরণ
জয় প্রজন্ম চত্বর
জয় বঙ্গমাতা
জয় স্বাধীকার।

২৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

অনীনদিতা বলেছেন: জয় বাংলা

২৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭

সাদা রং- বলেছেন: জয় সত্যর জয়

২৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩

জাকারিয়া মুবিন বলেছেন: ৯ম প্লাস দিলাম।

৩০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫

এসএমফারুক৮৮ বলেছেন: জয় বাংলা

৩১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

আরজু পনি বলেছেন:

দেশের সকল পর্যায়ে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী কার্যক্রমের সাথে জরিতদের সকল ধরনের সম্পৃক্ততা বর্জন করতে হবে।

জয় বাংলা।


৩২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

বাংলার গাদ্দাফি বলেছেন: জয় বাংলা

৩৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

আ্যাগোনেক্সট বলেছেন: জাতীয় প্রেসক্লাবকে এ সিদ্ধান্ত নেয়ার জন্য ধন্যবাদ।

সবচেয়ে বড় প্রাপ্তিটির জন্য অপেক্ষায় আছি। সকল রাজাকারের ফাসি।

জয় বাংলা
জয় মাতৃভাষা
জয় প্রজন্ম - ২০১৩

৩৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

সাহিদা আশরাফি বলেছেন: জয় বাংলা ! জয় সব সত্য ও সুন্দরের

৩৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

সাহিদা আশরাফি বলেছেন: জয় বাংলা ! জয় সব সত্য ও সুন্দরের

৩৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

লক্ষ্মীপেঁচা বলেছেন: জয় বাংলা
জয় মাতৃভাষা
জয় মানুষ
জয় মানবিকতা
জয় যূথবদ্ধতা।

৩৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

সেলিম আনোয়ার বলেছেন: ata blogger der bijoy'.....

sara jibon afsuus korechhi sadhinotar ato porey keno jonmalam


muktijuddha hotey parlam na

juddhaporadhider fasi kasthey jhulatey vumika rakha kintu

muktijuddhey onsho neyar motoi গর্বের

সকল মুক্তমনা ব্লগার একেকজন নব্য মুক্তিযোদ্ধা আমিও তাদের একজন।
ভাবতে ভালো লাগছে।
আমার সারাজীবনের আফসোস কিছুটা হলেও কমেছে।

৩৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

মিজভী বাপ্পা বলেছেন: কসাই মোল্লা সহ আর যত যুদ্ধাপরাধী সহ সবার সদস্যপদ এই দুনিয়া থেকেই চিরতরে বাতিল করার দাবী জানাই!!!

৩৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০১

ফারিয়া বলেছেন: আস্তে আস্তে সব হবে, জয় বাংলা!

৪০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬

ইনকগনিটো বলেছেন: "জয় বাংলা" শ্লোগানটা এতো সুন্দর ক্যানো?

৪১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: জয় বাংলা
জয় প্রজন্ম'১৩

৪২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

রাইসুল নয়ন বলেছেন: জয় বাংলা ।

৪৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

শান্তা273 বলেছেন: জয় বাংলা।

৪৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

স্বপনবাজ বলেছেন: জয় বাংলা
জয় মাতৃভাষা
জয় মানুষ
জয় মানবিকতা
জয় যূথবদ্ধতা।

৪৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

আশিক মাসুম বলেছেন: খুশির খবরের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৪৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

শ্বর্ণকিট বলেছেন: সামুর নব্য রাজাকারদের সদস্যপদও বাতিল করুন

৪৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

মাথাল বলেছেন: জয় বাংলা।

৪৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২১

সাকিন উল আলম ইভান বলেছেন: জয় বাংলা ।

অনেক ভালো লাগলো খবরটা শুনে ।

মনটাই আসলে ভালো হয়ে গেলো আপু,সিলেটে ভার্সিটির বাসে হামলা হয়েছে খবর টা শোনার পর মেজাজ খারাপ ছিল অনেক ।

৪৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: কোথায় আপু সুসংবাদতো আসি আসি করেও আসে না। একটা সুসংবাদ আসেতো দশটা দুঃসংবাদ এসে ভর করে। এই দেখো একটি ঘটনা View this link

৫০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৫

বাংলার হাসান বলেছেন: বিশিষ্ট কবি ছাগু কিলার বলেছেঃ- যেখানে দেখিবে ছাগু তাহাদের মূখখানা পাবলিক টয়লেট মনে করিয়া করিবে হাগু।

"জয় বাংলা"

৫১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জামাত শিবির রাজাকার
এই মুহূর্তে বাংলা ছাড়

৫২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৭

মাহবু১৫৪ বলেছেন: দারূণ

এরকম ছোট ছোট জয় দিয়েই শুরু। একসময় তা বিশাল আকার ধারণ করবে

৫৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫১

ইঁচড়েপাকা ছেলে বলেছেন: মাহফুজার রহমান বলেছেন: আপনার অবস্থান নিয়ে নানা প্রশ্ন যখন উছছে তার যথাযথ উত্তর দেয়াটাও কর্তব্য।

সামুতে অনেক আগে থেকেই আছি। দেশ ও স্বাধীনতা বিরোধীদের পোস্ট গুলো মুছে দেয়ার সাথে সাথে এ ধরনের কোন পোস্ট যাতে না দেওয়া হয় সেটা নিশ্চিত করুন।

নিজের অবস্থান আর একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে অবস্থান এক না হলেও ক্ষতি নেই। কিন্তু সামুকে রাজাকার মুক্ত এবং সাম্প্রদায়ীকতা মুক্ত করার দায়িত্ব আপনারই।মডারেটর হিসেবে নিজের দায়িত্ব পালন করুন। নিজের রাজনৈতিক এজেন্ডা প্রসারের জন্য এই ব্লগটি ব্যবহার করবেন না। নইলে আমারও ঘৃণা রইবে আপনার জন্য। জবাব নয়, একশন চাই। আমিও প্লাকার্ড হাতে শাহবাগ যাচ্ছি-সেটা যেন সামুর বিরুদ্ধে লেখা না হয়, নিশ্চিত করবেন।



আপনি কোন দল করেন আপু?ছাগু চিনেন?এই ব্লগের অনেকে ছাগু হান্টিং করে তাদের কে চিনেন?তাগো নিক কেন ব্যান করেন?আপনার মডু কি করে?ছাগু পোস্ট তাড়াতে কেনো রিপোর্ট করা লাগে?দেশি পোলা বেইমান আমি তীর্থ যাত্রী গো নিক কেন ব্যান করেন?হেরাতো ছাগু পিডায়।জামাত বিরোধী হিসেবে ওদেরকে বেনিফিট অফ ডাউট দেওয়া যায়না?আপনি নিজের অবস্থান পরিস্কার করেন আগে।জাফর স্যার কে আপনার ইনফো দি্যতাছি।মনে কইরেন না ফটো তুলছেন আর আপনি জামাত বিরোধী হয়ে গেলেন।

৫৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৪

নাইট রিডার বলেছেন: রাজাকাররা প্রেসক্লাবের সদস্য হয় কি করে? কারা তাদের সদস্যপদ দেয়?

বাংলাদেশের প্রতিটি স্থান থেকে রাজাকার উচ্ছেদ করতে হবে, এভাবেই।

৫৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৫

*কুনোব্যাঙ* বলেছেন: ছোট ছোট বিজয়ই একসময় মহীরুহে পরিণত হবে। মুছে যাবে পাপীর শেষ রক্তবিন্দু। এমন দৃষ্টান্ত স্থাপিত হবে যে ভবিষ্যতে এদেশ ও জনগণের সাথে বেঈমানীর দুঃসাহস কোনদিন আর কেউ করবে না।

৫৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০২

দায়িত্ববান নাগরিক বলেছেন: জয়ের হয়েছে শুরু। জয় চলতেই থাকবে আমাদের শক্তি বাড়তেই থাকবে।

জানাপু আপনার কাছে একটা অনুরোধ---


আপনার মডারেটরদের একটু নির্দেশ দেবেন যেন সামুতে জামাত শিবিরের কোনো নিক দেখলেই সাথে সাথে ব্যান করে। কি হবে এই সব ঘৃণ্য মনমানসিকতার ব্লগারদের পোষ্ট পড়ে। এটা ব্লগিং বা চিন্তা চেতনার বিকাশে ক্ষতিকর বলেই আমার ধারনা। জামাত শিবিরের নিক দেখলে খুব খারাপ লাগে। প্লিজ, অনুরোধ রাখবেন। নীতিমালা সংশোধন করবেন প্লিজ এরকম-

#জামাত শিবির রাজাকারের দোসর কোনো নিক প্রমাণ পেলে ব্যান করা হবে।

আশা করি, এই গনজাগরনে শাহবাগের সাথে ব্লগেও একাত্মতা ঘোষনা করবেন, জামাত শিবির সামুতে নিষিদ্ধ ঘোষনার মাধ্যমে। অনেক ধন্যবাদ।

৫৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১০

অদৃশ্য বলেছেন:





প্রতিশোধ নিতে ওরা যাত্রা শুরু করেছে, আবার শুরুর



শুভকামনা...

৫৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

সাজিদ ঢাকা বলেছেন: জয় বাংলা , , আছি শাহবাগে , , থাকব দাবি আদায় না হওয়া পর্যন্ত

৫৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

একটু স্বপ্ন বলেছেন:
অবশ্যই এটা সুসংবাদ। বিশেষ করে যখন প্রেসক্লাব অনেক বেশী জামাত প্রভাবিত বলেই শুনেছি। সময় এসেছে এ দাবী তোলার, প্রেসক্লাব ও বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ সকল প্রতিষ্ঠানের সকল গুরুত্বপূর্ণ পদ থেকে জামাতীদের বয়কট ও বিতারিত করা হোক। আর তা অবিলম্বে, এই গণজোয়ার থাকতে থাকতেই।

ভাল হোক সবার। ভাল হোক এ অভাগা দেশমাতৃকার।

৬০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

জ্ঞাতিবৈর বলেছেন: খুশির খবর। জয় বাংলা।

৬১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০

িনহাজ রিমন বলেছেন: জয় বাংলা

৬২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

মামুন হতভাগা বলেছেন: জনতার সংগ্রাম চলছে,চলবে

৬৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

মামুন রশিদ বলেছেন: বাংলার মানুষ এভাবেই একে একে জয় ছিনিয়ে আনবে আর দেশবিরোধী রাজাকরেরা নিক্ষিপ্ত হবে ইতিহাসের আস্তাকুড়ে ।

৬৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

জানা বলেছেন:


যোগী বলেছেন: সত্যি কথা বলতে কি, জামাত শিবির আর তাদের দালালেরা যে এখনো এই দেশের ইতিহাসকে অস্বীকার করে, তারা যে এই দেশটাকে এখনো পাকিস্থান বা আফগানিস্থান বানানোর গোপন ইচ্ছা মনে ধারন করে, তা এই সামু বা অন্য ব্লগ সাইটে না আসলে জানতে পারতাম না। কারন সরাসরি কখনো তাদের মনোভাব জানা হয়ে উঠেনি।

আর এরই ফলাফল, ব্লগারদের দ্বারাই আজকের শাহবাগ আন্দোলনের সূচনা।

অতিতে কখনো এতটা ইউনাইটেড হয়ে রাজাকারদের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেনি।

ব্লগ এমন একটা প্লাটফরম যেখানে মানুষ তার নিজের ভালো মন্দ অনেক মনোভাবই প্রোকাশ করে ফেলে। যেটা হয়তো অন্য কোন মাধ্যমে পারেনা।


জঅঅঅয় বাংলার জয়।
জঅঅঅয় তারুণ্যের জয়।
জঅঅঅয় গণমানুষের জয়।
জঅঅঅয় যূথবদ্ধতার জয়।
জঅঅঅয় বাংলার জয়।
জঅঅঅয় তারুণ্যের জয়।
জঅঅঅয় সত্যর জয়।
জঅঅঅয় গণমানুষের জয়।

৬৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬

জর্জিস বলেছেন: জয় বাংলা
জয় মাতৃভাষা
জয় মানুষ
জয় মানবিকতা
জয় যূথবদ্ধতা।

৬৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: জয় বাংলা

৬৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

রোড সাইড হিরো বলেছেন: জয় বাংলা...

৬৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

শিক্ষানবিস বলেছেন: এই পোষ্টে কোন ভিন্নমতের মন্তব্য নেই। এ রকম এ রকম এক মতাদর্শী ব্লগই আমরা চাই।

তবে আমি অত্যন্ত শ্রদ্ধা ও ভয় নিয়ে আর সীমাহীন বিনয়ের সাথে বলতে চাই, চাপের মুখে বাতিল না করে আইন করে বা যৌক্তিকভাবে বাতিল করলে বিষয়টি স্থায়ী হত।
ধন্যবাদ।

৬৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

নিশ্চুপ শরিফ বলেছেন: ওকে, মুছে দিলাম। সরি। অমি পিয়াল নিজে সেয়ার ফেবু তে আপলোড করল ২০০০+ লাইক এবং ১০০+ সেয়ার হইল তাই একটু সেয়ার করলাম। ভুলের জন্য দুঃখিত। ব্যাপারটা সবাই এতো সিরিয়াসলি নিবে ভাবি নাই।

৭০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

খেয়া ঘাট বলেছেন: Pls excuse my english text as I am writing from my mobile. I am requesting you to take a look at my last post. The legendery Novera Ahmed is still unknown to too many people.We would like to show our tribute to the ligendery sculpter artist and today is the best time to do that. Thanks

৭১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

খেয়া ঘাট বলেছেন: Pls excuse my english text as I am writing from my mobile. I am requesting you to take a look at my last post. The legendery Novera Ahmed is still unknown to too many people.We would like to show our tribute to the ligendery sculpter artist and today is the best time to do that. Thanks

৭২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

shfikul বলেছেন: জয় বাংলা

৭৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫১

বিডি আইডল বলেছেন: আমার শেষ পোষ্টটা মুছে আমারে জেনারেল করা হলো কেন জানতে পারি??

৭৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭

প্রত্যাবর্তন@ বলেছেন: জয় বাংলা

৭৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

বাঘ মামা বলেছেন: হলো মানবতার জয়


সামু'কে অভিনন্দন

৭৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

যেড ফ্রম এ বলেছেন: Jana, another good news, another victory for the countrymen, Bangali, Bangladeshi, youth, new generation, mass people, freedom fighters...

Thanks goes to you, not to mention why!

জয় বাংলা
জয় মাতৃভাষা
জয় মানুষ
জয় মানবিকতা
জয় যূথবদ্ধতা।

৭৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

কালবৈশাখীর ঝড় বলেছেন:
জয় বাংলা

জয় মানবিকতা

৭৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

রাফা বলেছেন: এর সাথে যুক্ত হলো আরো একটি সু-সংবাদ।দে্ল্লা রাজাকারের ফাসির আদেশ হলো আজ।

জয় বাংলা।

৭৯| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৭

খেয়া ঘাট বলেছেন: I think you already forgot about Novera Ahmed.

ভাস্কর নভের দেশের মানুষের মাঝে চিরভাস্বর হয়ে ওঠুক -
সবাই জানুক এই মহিয়সী নারি সম্পর্কে , সরকারের উচিত নভেরাকে পাঠ্যবইয়ে অন্তর্ভূক্ত করা।

৮০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫২

জানা বলেছেন:
না, ভূলে যাইনি। সাম্প্রতিক বিষয়গুলোর তাৎক্ষনিক গুরুত্ব বিবেচনা করতে গিয়ে ঐ লেখাটি সবার নজরে রাখা এখন পর্যন্ত কঠিন।

নিশ্চয়ই আমরা একটি সাধরাণ সুন্দর সময় পাবো 'নভেরা'কে সবার সামনে নতুন করে তুলে ধরার।

ভাল থাকবেন।

৮১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫২

জানা বলেছেন:
না, ভূলে যাইনি। সাম্প্রতিক বিষয়গুলোর তাৎক্ষনিক গুরুত্ব বিবেচনা করতে গিয়ে ঐ লেখাটি সবার নজরে রাখা এখন পর্যন্ত কঠিন।

নিশ্চয়ই আমরা একটি সাধরাণ সুন্দর সময় পাবো 'নভেরা'কে সবার সামনে নতুন করে তুলে ধরার।

ভাল থাকবেন।

৮২| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯

হাসি .. বলেছেন: জয় বাংলা
জয় মাতৃভাষা
জয় মানুষ
জয় মানবিকতা
জয় যূথবদ্ধতা

৮৩| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩

বাধা মানিনা বলেছেন: আপু, আমার সবচেয়ে পুরান আইডি : "অশান্ত তারেক " কি এক অজানা কারনে কমেন্টস ব্লক আছে। যার কারনে কোন পোষ্টই প্রথম পাতায় আসছে না। অন্য কারো পোষ্টে কমেন্টও করতে পারছি না। বহুবার আবেদন করার পরও কাজ হয় নাই। অথচ এখন পর্যন্ত আমি একজন নিরাপদ ব্লগার হিসাবেই আছি। ব্লগটির বর্তমান অবস্থান নিম্নরুপ :

পোস্ট করেছেন: ৯৮টি
মন্তব্য করেছেন: ৪৪২টি
মন্তব্য পেয়েছেন: ৫৮৩টি
ব্লগ লিখেছেন: ২ বছর ৭ মাস
ব্লগটি মোট ১৯৩২৩ বার দেখা হয়েছে

আমাকে কমেন্টস করার সুযোগ দিন




৮৪| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩২

বাধা মানিনা বলেছেন: দীর্ঘদিন ব্যান থাকার কারণে বাধ্য হয়েই এই নীকটা খুলেছিলাম.

৮৫| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

এম হুসাইন বলেছেন: হাসি .. বলেছেন: জয় বাংলা
জয় মাতৃভাষা
জয় মানুষ
জয় মানবিকতা
জয় যূথবদ্ধতা




খবর টা শেয়ারের জন্যে অনেক ধন্যবাদ আপু।
ভালো থাকুন, নিরন্তর।

৮৬| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: জয় শান্তি ..শান্তি চাই..আর কিছুর দরকার নাই..যুদ্ধ চাই না শান্তি চাই....আমার দাবী একটাই।

৮৭| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

শিক্ষানবিস বলেছেন: শ্রদ্ধেয়া জানা আপা/
আমি যে দিন শুনেছি আপনার নাম - আপনি এই ব্লগের প্রতিষ্ঠাতা- তখন থেকে আপনি আমার অনুসারিত ব্লগ। আমি আপনার এই সামহোয়ারইন ব্লগের কাছে ঋণি। অনেক কিছু শিখেছি ও জেনেছি এই ব্লগের মাধ্যমে। আমার কাছে এই ব্লগটি শিক্ষা ও জ্ঞান অর্জনের মাধ্যম। এ জন্য আপনার প্রতি কৃতজ্ঞ। বাংলা ব্লগ জগতে আপনার নাম চিরদিন থাকবে পথিকৃত হিসাবে।
পাচ বছর যাবত আমি এখানে ব্লগিং করছি। দু বার ব্যান হওয়ার পর এই নামে নিক পেয়েছি। আমি জামাত-শিবির সমর্থন তো দুরের কথা রাজনীতি করাই পছন্দ করি না। কোন রাজনতিক দলকে দেখতে পারি না। মানব উন্নয়নে ধর্মের ভূমিকা নিয়ে আমার গবেষণা। সে হিসাবে কিছু ধর্ম চর্চা করি।
ব্যান হওয়ার ভয়ে মনে চাইলেও পোষ্ট দিতাম না।
কয়েকদিন আগে দেখি আমার ব্লগটি স্থগিত বা বাতিল করা হয়েছে। আমি এর কারণ জানতে পারিনি। পরে অনুভব করলাম, ট্রাইবুনালে সাঈদীর শেষ কথা নামে একটি পোষ্ট দিয়েছিলাম আমার দেশ পত্রিকা থেকে কপি করে। ওটা আমার লেখা নয়। আমার উদ্দেশ্য ছিল ব্লগাররা এই বক্তব্যটা নিয়ে আলোচনা সমালোচনা করুক। আমার মনে হয় এ পোষ্টের কারণে আমার ব্লগটি স্থগিত করা হয়েছে। এ জন্য আমাকে অন্য কোন শাস্তি দেয়া যেতে পারে।
আমি আপনাকে কথা দিচ্ছি -যদি আমাকে ব্লগিং করার সুযোগ দেন - আমি আর কখনো কোন পোষ্ট দেব না। বিশ্বাস না হলে আমাকে জেনারেল করে রাখবেন। তবুও আমাকে ব্লগে প্রবেশ করার সুযোগ দিন। কারণ ওখানে আমি অনেক প্রিয় পোষ্ট সংরক্ষণ করেছি। যেগুলো আমার পড়াশুনা ও গবেষণার জন্য খুব দরকারী।
তাই আপনার কাছে আবেদন, আমার ব্লগটি আবার চালু করে দেবেন। আপনার মত উদার-প্রাণ মানুষের কাছ থেকে এটুকু দান আশা করা অন্যায় হবে না। আপনার জন্য কল্যাণ প্রার্থনা।

৮৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৪

বাঘ মামা বলেছেন: প্রথমেই আসছে নববর্ষের শুভেচ্ছা থাকলো



আপনি লক্ষ্য করে থাকবেন হয়তো যে আমার এই আইডি এবং আমার স্বনামের আইডি থেকে আমি বহুদিন যাবৎ সামুতে ব্লগিং করে আসছি,সামুকে নিয়ে যেকোন বিতর্কে আমি হাজির হয়ে আমার সাধারণ জ্ঞান থেকে ইহার সৌন্দর্য্য বর্ধনে সব সময় একটা ভুমিকা রেখেছি।আজ পর্যন্ত কখনোই কাউকে আক্রমণাত্বক শব্দ টাইপ করিনি,ছোট বড় নতুন পুরাতন দল মত নির্বিশেষে সবাইকে সমান মর্যাদা দিয়েই মন্তব্য করে থাকি।হয়তো পোস্ট গত বিচারে আমি সামুর সবচেয়ে কম মুল্যের একজন ব্লগার তথাপিও পাঠক হিসেবে নিজেকে কখনোই এত টুকু নিচে নামাইনি,আমাকে নিয়ে আক্রমণ মুলোক পোস্টেও আমি প্রতিবাদ তো দুরের কথা জানতেও চাইনি কেন কি জন্য এমন করা হলো।সামুর নিজেস্ব প্রক্রিয়ায় যে সিদ্ধান্ত নিয়েছে আমি তাতেই সমর্থন তথা সন্তুষ্ট প্রকাশ করেছি।

ব্লগে এসেই যাকে আমি অনুকরণ করে আসছি ভাষাগত সংযতা নিয়ে সে আর কেউ নয় এই মৌ-মাছি।যাকে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি,এই ব্লগে এই একটা মাত্র মানুষকে আমি দেখেছি সকল নোংরামী হজম করার অসীম ক্ষমতা।ওনার বহু বছরের ব্লগিং লাইফে ওনার মত এত গাল মন্দ হজম করে ব্লগিং করার মত অসীম ধর্য্য এই ব্লগে দ্বিতীয়টি নেই।ওনার লেখা গুলো সাধারণ বোধে হয়তো আসেনা।উনি কোন পোস্টে কি বুঝাতে চান তা হাতে গোনা অল্প কিছু ব্লগার বুঝতে পারে।সঙ্গত কারণেই অনেকই তাকে ভুল বুঝে।

যতটুকু মনে হয় ওনার শেষ পোস্ট ছিলো সাইদিকে নিয়ে,সেদিন সাইদির ফাঁশির রায় হয়েছিলো,কিন্তু সাইদি তার কোন এক বক্তব্যে নিজেকে জোর গলায় নিরাপরাদ বলেছেন ব্লগার মৌ-মাছি শুধু মাত্র সেটা স্মরণ করিয়ে দিতে একটু কটাক্ষ মুলক শিরোনামে উক্ত বক্তিতাটি লিংক সহ বিস্তারিত তুলে ধরেন।শিরোনামের একটু ভিন্নতার কারণে অনেকই ওনার কটাক্ষ করাটা বুঝতে পারেনি,পারেনি মডারেশন প্যনেল।তিনি আপনার সিদ্ধান্তের শিকার হয়ে যান।যা দেখে আমি রীতিমত অবাক নির্বাক।কিন্তু এত দিনেও ওনাকে জেনারেল করে রাখলেন কিনা আমি বুঝতে পারছিনা,কোন এক মন্তব্যে তিনি ব্লগে আসবেননা বলেই ঘোষণা দেন।তাই আমার অনুরোধ থাকলো ওনার ষ্টাটাসের শাস্তি বহাল থাকলে তা যেন পরিবর্তন করা হয়।এবং ওনার মত স্বনাম ধন্য মানুষকে ব্লগীয় মর্যাদা ফিরিয়ে দিতে আমি আপনার নিকট আবারও বিনীত অনুরোধ করছি।

মৌ-মাছি এই ব্লগে আমার একমাত্র শ্রদ্ধার মানুষ যাকে আমি কখনো দেখিনি।

Click This Link

৮৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯

সেলিম আনোয়ার বলেছেন: শুভ নববর্ষ সুপ্রিয় জানা আপু শুভনববর্ষ

৯০| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৮

শ্রাবণ জল বলেছেন: জয় মাতৃভাষা
জয় মানুষ
জয় মানবিকতা
জয় যূথবদ্ধতা।

৯১| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৯

এল এইচ, জুয়েল বলেছেন: আমার নামের বানানটা একটু ঠিক করে দিবেন ??? বর্তমানে আছে "এল এইচ,জুেয়ল " কিন্তু এইটা হবে " এল.এইচ.জুয়েল " দয়া করে সাহায্য করুন

৯২| ১১ ই মে, ২০১৩ রাত ১০:৪৭

সায়েম মুন বলেছেন: সামুর সার্ভার নাকি আপগ্রেড করা হলো। আমি বিস্ময়ে হতবাক। এটাকে আপগ্রেড না ডাউনগ্রেড বলে। এক পেজ ওপেন হতে কত যে সময় লাগে তার কোন ঠিক ঠিকানা নেই। তাছাড়া আপগ্রেডের পর মোবাইলে সামুর কোন পাত্তা নেই। প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে সামু বিপরীতক্রমে হাঁটা শুরু করেছে। :P

৯৩| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:৩৪

মুকুল সালাহউদ্দীন বলেছেন: আমি জানিনি ব্লগের হেড, জানা মেডামের চোখে আমার এই মন্তব্যটি পড়বে কিনা,

শুরুতে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি এই রকম সুন্দর একটি ব্লগ ওয়েভসাইট বানানোর জন্য, আমি নিশ্চিত এটাই বাংলা ভাষার জগৎতে সর্বোচ্চ জনপ্রিয় ব্লগ।

আমি আগে জানতাম না জানা মেডাম সামহোয়ার ইন ব্লগের প্রতিষ্টতা ও ব্লগের প্রধান, যদিও এই ব্লগে জড়ীত আজ দীর্ঘ্য দিন যাবৎ, ব্লগের প্রধানের পোষ্টে সর্বপ্রথম মন্তব্য করলাম,

৯৪| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৩

প্রত্যাবর্তন@ বলেছেন: জেনে অনেক ভাল্লাগ্লো

৯৫| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৭

ভাস্কর চৌধুরী বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.