নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাইকে ঈদের শুভেচ্ছা।
আনন্দ উদযাপনের নানারকম প্রস্তুতির পাশাপাশি এতক্ষণে অনেকেই প্রিয়জনদের জন্য শখের বা পছন্দমত খাবার তৈরী করছেন। কেউ শখের রাঁধুনী, কেউ পটু রাঁধুনী আবার কেউ কেউ এই কাজটিকে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে থাকেন। আমার ঘরেই তেমনি একজন রন্ধন শিল্পী তৈরী হয়ে উঠছে । একেবারে পটু শিল্পী । বয়স মাত্র ৯ হলে কী হবে, দেশী-বিদেশী নানান খাবার তৈরী এবং বেকিং এ এক্কেবারে প্রথম সারির রন্ধন শিল্পী । এইতো কিছুক্ষণ আগেই কেমন সহজেই স্বাদে-গন্ধে অতুলনীয় এই এ্যাপেল পাই তৈরী করে ফেল্লো সোনামনি আমাদের।
সবার জন্যে ভালবাসা আর মঙ্গল কামনা আমাদের এই ছোট্ট পরিবারটির পক্ষ থেকে।
২| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হা হা প্রথম লাইক ও আমি
৩| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৬
জেনারেশন সুপারস্টার বলেছেন: ঈদ মোবারকস!!!!!
৪| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৭
লেখোয়াড় বলেছেন:
প্রিয় ব্লগমাতা, আপনাকেও ঈদের শুভেচ্ছা।
আপনার এবং আপনার পরিবারের জন্য শুভকামনা থাকল।
ভাল থাকুন সবসময়।
৫| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৭
কলমদানি বলেছেন: ঈদ মোবারক
৬| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৭
ইমরাজ কবির মুন বলেছেন:
ঈদের শুভেচ্ছা আপনার ছোট্ট পরিবারের সবাইকে ||
৭| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৭
মোমের মানুষ বলেছেন: আপু ঈদ মোবারক!!
আপু একটি পার্সোনাল অনুরোধ, আমার এই নিক থেকে কোন পোস্ট দিলে প্রথম পাতায় আসে না, এ ব্যাপারে আপনার সহযোগিতা কামনা করছি
৮| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৯
চিরতার রস বলেছেন: ওরে খাইছে। ভাগিনীর কাছে তো রেসিপিটা শিখ্খা লইতে হইবো।
ঈদের শুভেচ্ছা আপু।
জানি আসবেন নাহ। তারপরেও দাওয়াত দিলাম।।।
৯| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১০
স্পেলবাইন্ডার বলেছেন: আপা, দুলাভাই ও পিচ্চি রাধুনীকে বাঙালী ঈদের শুভেচ্ছা!
১০| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৫
মামুন রশিদ বলেছেন: কিন্নরি মামনির জন্য অনেক অনেক আদর আর শুভকামনা ।
আরিল্ড ভাইয়া কি রান্না-বান্না জানেন ? আমাদের দেশি কোন খাবার বানাতে পারেন ?
আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে ঈদ শুভেচ্ছা
১১| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৮
ছোট মির্জা বলেছেন: ঈদ মোবারক আপু।
আমার পোস্ট টা নির্বাচিত পাতায় নেন
১২| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৯
টুম্পা মনি বলেছেন: ঈদ মোবারক আপি।
১৩| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ঈদ মোবারক আপু, ভাল থাকুন পরিবার পরিজন নিয়ে...
১৪| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৪
বংশী নদীর পাড়ে বলেছেন: ঈদ মোবারক
১৫| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৭
Kawsar Siddiqui বলেছেন: ঈদ মোবারক !!!
ঈদ আনন্দময় হোক !!
১৬| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৭
আমি রেদওয়ান বলেছেন: ঈদ মোবারক আপু।
১৭| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৯
মো: আতিকুর রহমান বলেছেন: রেসিপিটা অসাধারন হয়েছে।
ঈদ মোবারক আপু এবং আপনার ছোট পরিবারের জন্য অনেক অনেক শুভ কামনা...
১৮| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩০
জাতির শ্বশুর বলেছেন: ইদ মুবারক
১৯| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৪
*কুনোব্যাঙ* বলেছেন: ছোট্ট পরিবারটিকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর দেখা যাচ্ছে খুব শীঘ্রই আপনার বাড়ীর দিকে রওনা দিতে হবে। অবশ্য আপনার কাছে না। আপেলের পাই দেখলে আমার আবার তর সয়না, আর সেটা যদি হোম মেইড হয় তাও আবার লিটল এঞ্জেলের হাতে তাহলে তো কথাই নেই
২০| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: আপনার মামনির ছবিগুলো দারুণ টলোটলো (কিউটের ভাল বাংলা মনে আসছে না), রান্নায় পাকা রাঁধুনির লক্ষণ স্পষ্ট!
ভাল থাকুন পরিবার নিয়ে। শুভেচ্ছা।
২১| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪১
সেলিম আনোয়ার বলেছেন: ঈদ শুভেচ্ছা থাকলো জানাপু ।আর ক্ষুদে রন্ধন শিল্পীকেও অভিনন্দন আপনার আমার সবার ঈদ কাটুক আনন্দে।
২২| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৮
মামুinসামু বলেছেন: ঈদ মোবারক
২৩| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৯
স্বপ্নবাজ অভি বলেছেন: ঈদ মোবারক!
২৪| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৩
লিঙ্কনহুসাইন বলেছেন: ঈদ মোবারক ।
২৫| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৯
লেখাজোকা শামীম বলেছেন: আপেল পাই দেখে তো জিভে জল চলে এল। মামুনির হাতের রান্না খেতে চলে আসব।
ঈদ মোবারক ছোট্ট পরিবারটিকে।
২৬| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৪
কাউন্সেলর বলেছেন:
খুবই ভালো।
একটু আগেই যখন ভাবলাম সামহোয়্যারইন-এ আবার লেখালেখি শুরু করবো ...শুরুতেই আপনার এই শুভেচ্ছা পোস্ট।
মামণির জন্যে অনেক আদর রইল আর আপনার পরিবারের সবাইকেই ঈদের শুভেচ্ছা ।
২৭| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঈদ মোবারক জানা আপু। কিন্নরী তো বেশ ভালো রান্না শিখে গিয়েছে, আগামী কাল টেস্ট করতে আসছি। পাশাপাশি আমার সালামীটা রেডি রাইখেন।
পরিবারের সকলকে নিয়ে ঈদ অনেক ভালো কাটুক। আবারও ঈদ মোবারক।
২৮| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪১
মনিরা সুলতানা বলেছেন: ঈদ মোবারক
২৯| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৩
না পারভীন বলেছেন: কিন্নরি , মা মনি তো খুব কিউট । এ্যাপেল পাই দেখতে খুব ডিলিসিয়াস লাগছে ।
ঈদ মোবারক কিন্নরি । ঈদ মোবারক জানা আপু , সেই সাথে পরিবারের আর সবার জন্য ও ঈদের শুভেচ্ছা ।
৩০| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো!
৩১| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৪
প্রিন্স হেক্টর বলেছেন: ঈদ মোবারক। আপনাদের সবাইকেই।
ঈদের শুভেচ্ছা
৩২| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪২
অলওয়েজ ড্রিম বলেছেন: যে এ্যাপেল পাই দেখতে এত সুন্দর হয়েছে খেতে যে সেটা কী পরিমাণ ভাল হবে; যতই ভাবছি ততই লোভ বেড়ে যাচ্ছে। আমি তো দূর থেকেই ঘ্রাণ পাচ্ছি আর ভোরেই আপনাদের বাসায় যাওয়ার জন্য অস্থির হয়ে উঠছি। ইস কখন যে ভোর হবে!
ঈদের শুভেচ্ছা আপু, আপনাদের পরিবারের সবাইকে। আর ছোট্টমনিটিকে বিশেষ বিশেষ বিশেষ শুভেচ্ছা!
৩৩| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫০
দুঃস্বপ্০০৭ বলেছেন: ঈদ মোবারক সম্মানিত ব্লগ মাতা ।
৩৪| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
ঈদের সালামী কিন্তু চাই চাই চাই
সোনামননিটার জন্য রইল অনেক অনেক অনেক শুভকামনা
৩৫| ০৯ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৪
কাজী মামুনহোসেন বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: ঈদ শুভেচ্ছা থাকলো জানাপু ।আর ক্ষুদে রন্ধন শিল্পীকেও অভিনন্দন আপনার আমার সবার ঈদ কাটুক আনন্দে।
৩৬| ০৯ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৩৫
সাসুম বলেছেন: জানাপু, আপনার পুরো পরিবারের জন্য ঈদ মোবারক........
৩৭| ০৯ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৪৭
আশিক মাসুম বলেছেন: EiD MoBaRaK....
৩৮| ০৯ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:০৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হুম, পাই তো দূর থেকে জুম করতে করতে কাছে চলে আসলো
মনে হচ্ছে...গন্ধ পাচ্ছি....
নিজ ঘরের ‘পটু শিল্পী’ দ্বারা তৈরি আপেল পাইয়ের জন্য ধন্যবাদ
আপনাকে এবং আপনার পরিবারকেও ঈদ মোবারক
৩৯| ০৯ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:১৩
ইচ্ছে বলেছেন: যদিও এ্যপল পাই তেমন খাইনা তার পরও কিন্নরির বেক করা পাইটা টেষ্ট করতে ইচ্ছে করছে
ঈদ মোবারক
৪০| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:০৭
কান্টি টুটুল বলেছেন:
ঈদ মোবারাক
৪১| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:১২
ম্যানিলা নিশি বলেছেন:
সবাইকে ঈদ মোবারাক
৪২| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:০৬
শিনজন বলেছেন: ঈদ মোবারাক
৪৩| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৪
কয়েস সামী বলেছেন: ঈদ মোবারক আপু
৪৪| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ঈদ মোবারক!!!!!!!
সালামী কই???????
৪৫| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আপু। আপনাকেও ঈদের শুভেচ্ছা। কিন্নরীর হাতে তৈরী এ্যাপল পাই টা খুব সুন্দর দেখাচ্ছে। ওর জন্য অনেক শুভকামনা।
৪৬| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৫
ভোরের সূর্য বলেছেন: আপনাকেও ঈদ মোবারক।আপনাকে স্পেশাল ধন্যবাদ দিচ্ছি কারন আমাকে ব্লগে সেফ করে নেয়ার জন্য।এবার আমার ছেলের সাথে প্রথম ঈদ এবং সাথে সামুর ঈদ গিফ্ট এক কথায় অনন্য।
৪৭| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫০
আমিনুর রহমান বলেছেন:
এ্যাপেল পাই ফ্রিজে আছে তো নাকি তোমরা খেয়ে শেষ করে ফেলেছো !!!
আমার জন্য না রাখলে খপর আচে কইলাম !!!
কিন্নরী আম্মু'র জন্য অনেক অনেক আদর ও ভালোবাসা এবং ঈদ মোবারক।
ঈদ মোবারক তোমাকে ও দুলাভাইকে !!!
এই পোষ্ট যদি স্টিকি না হয় তাইলে কইলাম সব মডু'র খবর আছে !!!
৪৮| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৮
প্রত্যাবর্তন@ বলেছেন: পাব্লিক লাইব্রেরিতে ব্লগ দিবস যখন হল, তখনই আপনার ছোট পরিবার দেখে মুগ্ধ হয়েছিলাম । এই পোস্টে ছোট মেয়েটার আরো গুণের কথা জেনে আবারো মুগ্ধ হলাম ।
৪৯| ০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৩
নেক্সাস বলেছেন: ঈদ মোবারক ছোট্ট পরিবারের জন্য।
৫০| ০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১০
আরজু পনি বলেছেন:
যা বলতে মুলত লগইন হয়েছি .....
ঈদ শুভেচ্ছার এই পোস্টটি স্টিকির প্রয়োজন বোধ করছি । আমার ক্ষমতা থাকলে আমি এখনই স্টিকি করে দিতাম ।
স্টিকি করলে একটু তারাতারিই করা ভাল ।
আমিনুরকে ধন্যবাদ পোস্টটি স্টিকির প্রয়োজন অনুভব করায়।
কিন্নরী মামনির জন্যে আদর রইল ...আর আপনার এবং আপনার কাছের দুরের প্রিয়জনদের ঈদ আনন্দে ভরে উঠুক ।
৫১| ০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৮
ঘুড্ডির পাইলট বলেছেন: ঈমো মানে ঈদ মোবারক
ওরে খাইছে কিন্নরি মামুনি পাকা রাধুনি হয়ে গেছে , ইস জানাপুর বাসায় না গিয়ে ভালো মিছকর্ছি !
জানাপু , কিন্নরি, আর ভাইয়া কে ঈদের অনেক অনেক শুভেচ্ছা
৫২| ০৯ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৬
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: সবাই কমেন্টে সব কথা বল ফেলেছে...
আমার আর জায়গা নাই...
বিশেষ দ্রষ্টব্যঃ সামুর অতি সম্মানিত ব্লগারদের জন্য যদি অ্যাপেল পাই রেসিপির বিস্তারিত বর্ণনা নিয়ে স্টিকি পোস্ট দেওয়া হয় , তাইলে খুবী ভালা হয়!!!
৫৩| ০৯ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৮
ছৈয়দ সালাহউদ্দীন বলেছেন: জানা পু ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা।
৫৪| ০৯ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৩
সঞ্জয় নিপু বলেছেন: ঈদ মোবারক আপু ।
শুভ কামনা রইলো আপনার পরিবারের প্রতি ।
৫৫| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০২
পুকুরপাড় বলেছেন: ঈদ মুবারক
৫৬| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবার আগে নতুন রন্ধনশিল্পীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি রন্ধনশিল্পকর্ম হাতে তাঁর বিভিন্ন পোজ, বিশেষ করে নোশনগুলো অসাধারণ। সম্ভব হলে আরও ক্লিয়ার ছবি দিন। ভার্চুয়ালি তাঁর রচিত রান্নাগুলো খেয়ে নিলাম কী মজা!!
জানা আপুকে সহ সমগ্র ব্লগবাসীর প্রতিও ঈদের শুভেচ্ছা থাকলো। আশা করে পূর্বেকার সকল রেকর্ড ভঙ্গ করে এবারকার ঈদটিই আপনাদের জন্য সবচেয়ে সুখকর ও আনন্দময় হয়ে উঠেছিল।
৫৭| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১০
গরম কফি বলেছেন: ঈদ মোবারক কিন্নরি । সেই সাথে সবাইকে ।
৫৮| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১৭
হাসান মাহবুব বলেছেন: এই খাবারের নাম কি জানেন আপু? পিশপাশ। পিশপাশ শুধু মায়েরাই বানাতে পারে। শুভেচ্ছা।
৫৯| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৪
একজন আরমান বলেছেন:
ঈদ মুবারক আপু
শুভকামনা আপনার আপনার ও আপনার পরিবারের প্রতি।
ঈদের সালামি নিতে আসবো কবে?
৬০| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৭
ভিয়েনাস বলেছেন: ছোট সুন্দর সুখী পরিবার কে ঈদের শুভেচ্ছা
৬১| ১০ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৮
রিভানুলো বলেছেন: ছোট্ট পরিবারটিকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা
৬২| ১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৪
মোঃ মকবুল হোসেন খান বলেছেন: আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল ।
৬৩| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৫
মাহতাব সমুদ্র বলেছেন: কিন্নরী রান্না শিখে নাই?
৬৪| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৭
মাহতাব সমুদ্র বলেছেন: আর কিছু রান্না শিখে নাই?
৬৫| ১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
তোমোদাচি বলেছেন: ঈদের শুভেচ্ছা।
৬৬| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৯
শুঁটকি মাছ বলেছেন: আপু ছোট্ট রাধুনির রান্না দেখে তো একটু টেস্ট করতে ইচ্ছা করছে!
৬৭| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৬
শাহিন বলেছেন: এ্যাপেল পাই । দেখেই জিভে জল এসে গেল । ভার্চুয়ালি স্বাদ গ্রহণ করলাম । খুব মজা হয়েছে । ঈদের শুভেচ্ছা পরিবারের সবাইকে ।
৬৮| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩১
শিক্ষানবিস বলেছেন: একজন বাঙালী হিসাবে ঈদের শুভেচ্ছা দিলাম এভাবে :
বার বার ফিরে আসা এই আনন্দ-পর্ব আপনার জীবনকে প্রাচুর্যময় ও সমৃদ্ধশালী করুক।
(আরবী ঈদ মোবারক শব্দের বাঙলা অনুবাদ)
৬৯| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
যুবায়ের বলেছেন: অনেক দেরী করে ফেলছি!!..
ঈদ তো শেষ হয়ে গেছে!!..
আপনার পরিবারের জন্য শুভকামনা রইলো।
৭০| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫১
হাম্বা বলেছেন: ঈদ উপলক্ষে কিছু জেনারেল নিককে নিরাপদ করার দাবি জানাচ্ছি, জানা আপার কাছে...
৭১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১০
আরজু পনি বলেছেন:
এটা কিছু হলো ? !
আপনার ব্লগে বেলুন কৈ ?
শুভ জন্মদিন বালিকা
৭২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৮
দূর্যোধন বলেছেন: ঞঁ !
৭৩| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১০
ইখতামিন বলেছেন:
কত দিন পর এলাম।
লেট ঈদ মোবারক।
এডভান্স ঈদ মোবারক।
৭৪| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৩
অস্পিসাস প্রেইস বলেছেন: শুভ জন্মদিন আপু , একটু দেরিতেই ,তবুও।
আপনার ছোট্ট সোনামণিকে ও তার পুরো পরিবারকে কোরবানি ঈদের শুভেচ্ছা
ঈদ মোবারক!
৭৫| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫২
নিক নূরুল বলেছেন: ঈদ মুবারক আপু।
৭৬| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৯
বাধা মানিনা বলেছেন: এবারের কোরবানী ঈদ এ কোন মোবারক বাদ জানালেন না তো। ঈদ মোবারক টা আমিই তাহলে প্রথম জানালাম।
সামুতে আমার সর্ব প্রথম এবং সব চাইতে পুরানো, আমার সব চাইতে দামি আইডি অশান্ত তারেক বেশ অনেক দিন আগেই কোন এক অজানা কারনে কমেন্টস ব্লক হয়ে আছে। যে কারনে আমার কোন পোষ্ট পাবলিশ হয় না। অনেক সাপোর্ট চেয়েছি। নীতিমালা ভঙ্গের অজানা কারনে ক্ষমাও চেয়েছি। কিন্তু আমাকে এখনও বন্দি করে রাখা হয়েছে সম্পূর্ণ বিনা কারনে। আমার ব্লগ জগতে বিচরণের জন্য বাধ্য হয়ে এই নীকটা খুলতে হয়েছে। বিশেষ বিবেচনায়ও কি আমাকে মুক্ত করা যায় না??
ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছেন: ১০০টি
মন্তব্য করেছেন: ৪৪২টি
মন্তব্য পেয়েছেন: ৫৮৮টি
ব্লগ লিখেছেন: ৩ বছর ২ মাস
ব্লগটি মোট ২২০৭৩ বার দেখা হয়েছে
৭৭| ২৯ শে জুলাই, ২০১৪ সকাল ৯:২৭
রিফাত ২০১০ বলেছেন: এই ঈদে কী জানা আপুর মন খারাপ ? ঈদের কোন পোস্ট নেই আপনার পোস্ট ছাড়া ঈদে জমে না তো ।
যাই হোক ঈদ মোবারক ।
৭৮| ২৯ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫২
আরজু পনি বলেছেন:
ভাবলাম নতুন পোস্ট । ব্যাপার না।
ঈদের শুভেচ্ছা রইল, আপনার এবং পরিবারের সবার জন্যে।
৭৯| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০০
রাজনীতির কবি বলেছেন: অনেক দিন পর ব্লগে এসে আপুর লেখাটা চোখে পড়ল। দোআ করি আরিল ভাই আর কিন্নরি মামনি কে নিয়ে অনেক ভালো থাকুন
৮০| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:০০
দৃষ্টিসীমানা বলেছেন: জানা আপু এত সুন্দর একটা পোষ্ট আমি এত দেরিতে কেন দেখলাম জানিনা । দেখতে খুব সুন্দর হয়েছে । আর কিন্ননি মামনি কি পটু হাতে
প্লেটটা ধরে আছে মশাল্লা ।শুভ কামনা রইল ।
৮১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২২
ডঃ এম এ আলী বলেছেন: এ ব্লগে আমার জন্মের অনেক অআগের পোষ্ট তাই এত সুন্দর পোষ্টটি দেখা হয়ে উঠেনি । সোনামনির জন্য শুভেচ্ছা থাকল সাথে আপনার জন্যও । পোষ্টটি সরাসরি প্রিয়তে গেল ।
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমি প্রথম মন্তব্য । ঈদ মোবারক আপু