![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঐ দেখো, ওই দিকে কেমন মেঘলা আকাশ, কান পেতে শোনো
এ মাটির বুক ছিঁড়ে বেরিয়ে আসা এক পাহাড় নিঃশ্বাস !
আগ্নেয়গিরি সুখের ভিতর
রাবণের চিতার ভিতর
কাল কেউটের ছোবলের ভিতর; ঘুরপাক খায় একের পর এক পরিহাস !
তীর হারা ঢেউয়ের মত, মাতৃহারা শিশুর মত, জটর বিহীন বৃক্ষের মত
আন্দামান, নিকোবরের নিঃসঙ্গ বিহঙ্গের মত
কোথাও নেই এতটুকু আলোর জল ! এতটুকু দিকপল !
এত বড় রাত, এত মুল্যহীন(!)সবুজ প্রাণ, সতেজ লাউয়ের ডগা !
আদুরীদের মসৃণ ঠোঁটের বিষবৃক্ষে লালিত প্রস্রবণ !
আমি চেয়ে দেখি, চেয়ে দেখে তরুলতা, অকাল আবালবৃদ্ধবণিতা !
শীল পাঁটায় পিষ্ট হওয়া গোল মরিচের গুঁড়ার মত, অবাক তাকিয়ে থাকা
বুকের জমাট রুধিরে কেবলই সেই মানচিত্র আঁকা !
আমি কোথায় জানি না, লতানো শিশিরের মত হাওয়ায় ভাসতে ভাসতে
উচ্ছিষ্টের মত কোন এক সময়ের ডাস্টবিনে খুঁজে পাই নিজেকে, যেখানে
আমায় নিয়ে হায়েনা, কুকুর আর শুঁকুনেরা কাড়াকাড়ি করে !
আমি বিমুঢ় পুতুল বেশে, বারবার বিলিয়ে দেই নিজেরে, অবশেষে
একুরিয়ামের শান্ত জলে বন্দী মাছের মত
বোতলের ভিতর হাজার বছর ধরে বেঁচে থাকা দৈত্যের মত
মরুভূমির তৃষ্ণার্ত বালুকা বেলায় পতিত এক বিন্দু বারিধারার মত
ভুলে যাই আমার অস্তিত্ব !
১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৯
জসীম উদ্দীন মুহম্মদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা জানবেন রায়হান ভাই ।
২| ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১১
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর লেখনী । পড়ে ভাল লাগলো ।
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১০
জসীম উদ্দীন মুহম্মদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা জানবেন কলমের কালি ভাই ।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫০
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার +
শুভেচ্ছা অনেক