নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জসীম উদ্দীন মুহম্মদ

আমার পৃথিবী জানি আমি \nখুব বেশি মানী নয় \nকিন্তু স্বর্গের চেয়ে দামি !!

জসীম উদ্দীন মুহম্মদ › বিস্তারিত পোস্টঃ

জেগে উঠো আর একবার

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৪

দেখো, একটু আগেই জেগে উঠেছে নীলাচল
ঘুমিয়ে নেই হিমগিরি, চিম্বুক তারাও!
তবে তুমি কেন
জাগবে না আর একবার? বল, রায়েরবাজার?
কেন --কেন?

দেখো, এখনও নির্বাক চেয়ে আছে সখিনা বিবি,
উসকো খুসকো চুল,
কুয়াশা চোখে, যা দেখে
ভাবে সবই হয়ত তাঁর মনের ভুল!

আর
হরিদাসী? কে জানে তিনি কোথায়---,
স্বর্গ এসে ফিরে গেছে কয়েকবার;
সিঁদুরের কৌটা আর খুলেনি, তেতাল্লিশ বছর যায়!

আর
তিন ঠ্যাং হারানো জানবাজ কুকুরটা?
এখনও লাওয়ারিশ----!
এখনও সে ঘুরে বেড়ায় কবর থেকে শ্মশানে;
তবু
প্রভুর খোঁজ পায় না!

এখনও কি তোমার সময় হয়নি জেগে উঠবার?
বল, রায়েরবাজার---!
দেখো, পিতা অসহায় চোখে কেমন করে
তোমার দিকে তাকিয়ে আছে;
জেগে উঠো -- জেগে উঠো--
শুধু আর একবার,
আর একবার----!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৭

নিলু বলেছেন: ভালো

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৪

জসীম উদ্দীন মুহম্মদ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.