নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জসীম উদ্দীন মুহম্মদ

আমার পৃথিবী জানি আমি \nখুব বেশি মানী নয় \nকিন্তু স্বর্গের চেয়ে দামি !!

জসীম উদ্দীন মুহম্মদ › বিস্তারিত পোস্টঃ

রেলগাড়ি

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৯

দুর্বৃত্তের কারাগার ভেঙ্গে তোমাকে পাওয়ার প্রবল উচ্ছ্বাসে,
নির্ঘুম কাটিয়ে দেই কতো রাত!
সাগরের উন্মত্ত জোয়ারের মতো
ভাসি আনন্দ স্রোতে
কত আশা ছিল, ভালোবাসা ছিল,
স্বাধীনতার সুখ টুকু নিঃশ্বাসে জড়িয়ে নেব বলে;
অথচ এখন----
বিশাল বাংলার কোনো এক রেলস্টেশনের
ছাদবিহীন যাত্রী ছাউনির নিচে
দাঁড়িয়ে গুনছি অপেক্ষার প্রহর,
সেই একাত্তরে ছুটে চলা
দুরন্ত রেলগাড়িটির জন্যে!
সে আসবে, অবশ্যই আসবে !
প্রকৃত স্বাধীনতার ঝাঁপি হাতে নিয়ে !
আর
আমি দুহাত ভরে কুঁড়িয়ে নেবো
মুঠো মুঠো স্বাধীনতা !
নির্ভীক হাঁটব পথ, যেমন খুশী লিখব কবিতা !

যাত্রীরা তোমার রাত্রি শেষে শুকতারার দিকে চেয়ে
তুমি আসবে! কখন আসবে ?
মণ্ডা মিঠাই নিয়ে !
গুটি কয়েক ভিক্ষুক, হকার আর কিছু নেড়ি কুকুর;
পাশের চায়ের স্টলে, রেললাইনের স্লিপারের উপরে
নির্ঘুম চোখে অবাক তাকিয়ে আছে !

কালবেলা পেরিয়েছি সগৌরবে,
মহাকালের কাঠগড়ায় দাঁড়িয়ে
বাহান্ন থেকে ঊনসত্তর,
অতঃপর মহাগৌরবের একাত্তর;
সেই সাথে হাঁটি হাঁটি পা পা
এখন শাহবাগের প্রজন্ম চত্বরে শ্লোগান মুখর।

স্বাধীনতা তুমি কি এখনও অনেকদূর ?
আর কয়টি স্টেশন বাকি ? আর কয়টি--
কখন দেখব সোনালি ভোর ?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩২

এমএম মিন্টু বলেছেন: সুন্দর কবিতা ভাল লাগলো আপনার লেখা কবিতা পড়ে । আর সুন্দর সুন্দর কবিতা চাই আপনার কাছে।

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৭

জসীম উদ্দীন মুহম্মদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা জানবেন মিন্টু ভাই। সাথে থাকুন; অবশ্যই আরও সুন্দর লিখা উপহার
দেয়ার প্রচেষ্টা থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.