![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেসুরো রাত্রি ঘুমিয়ে থাকে মহাকালের শিথানে
ডেকে আনে দিনান্তের নীলপুঞ্জিকা, প্রেমপত্র লিখে রাখে বইচি ফুল;
ধরণির তাবৎ সুর একসাথে গেয়ে উঠে ব্রীজ ভাঙার গান!
যে ব্রীজ গড়তে একটিও পয়সা লাগেনি,
সেই ব্রীজ; মনেই ছিলো না একদিন বাজেটের পালে
হাওয়া লেগেছিলো!
কেবল ক’দিন রাত জাগার মহড়া বাড়িয়ে দিয়েছিলো হাইপার টেনশন,
সব ব্রীজ-ই এক সময় ভেঙে যায়
সব পাখি-ই এক সময় ভুলে যায় নষ্ট নীড়
তথাপি কিছুই থেমে থাকে না
শব্দের বান ডেকে আনে একের পর এক কবিতা!
তাতে কী হয়? কিছুই না।
যে পাঠক কবিতা না পড়েই অবলীলায় লিখে দেয়
বেশ হয়েছে! তাঁর কোনো দায় নেই।
এমনি করে দিনে দিনে বেড়ে যায় মহাকালের জঞ্জাল
কেউ জানে না
এক সময় পাঠক নিজেই নিজেকে ভুলে যায়,
তখন তাঁর অপমৃত্যু হয়!!
১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৩
জসীম উদ্দীন মুহম্মদ বলেছেন: অশেষ ধন্যবাদ জানবেন।। পাঠকের ভুল নয় অবহেলা!!
২| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ হয়েছে।
আমি কিন্তু পড়েই বল্লাম।।।
১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৪
জসীম উদ্দীন মুহম্মদ বলেছেন: সবাই পড়ে না, এমনটি হয়! অশেষ কৃতজ্ঞতা জানবেন।
৩| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৬
স্যু বলেছেন: অসাধারণ সুন্দর;
দাহকালের তৃষিক্ত ধ্বনি বাজে প্রাণে.।.।।
১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৫
জসীম উদ্দীন মুহম্মদ বলেছেন: অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩২
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: পাঠকের ভূল?
:-D মজার কনসেপ্ট :-)