![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক:..
১. ডিজিটাল ছেলে- মেয়ে বলতে পারে না সুরা ফাতিহা কোনটা?
অথচ আলহামদুলিল্লাহ সুরা ঠিকি পারে!
২. ডিজিটাল ছেলে- মেয়ে ৪ টা আসমানি কিতাবের নাম জানে না,
অথচ ১০-২০টা গল্প বা উপন্যাসিক বইয়ের নাম ঠিকি জানে!
৩. ডিজিটাল ছেলে- মেয়ে আমাদের শেষ নবীর সম্পূর্ণ নাম কি তা জানে না,
অথচ ঢালিউড, বলিউড, হলিউডের নায়ক নায়িকার নাম কি, তারা কি খায়, ঘুমায় কোথায় তা খুবি ভালো জানে।
৪. ডিজিটাল ছেলে- মেয়ে পাঁচ ওয়াক্ত নামাজের সময় জানে না,
অথচ কোন চ্যানেলে কখন কোন সিরিয়াল হবে তা ঠিকি জানে।
৬. ডিজিটাল ছেলে- মেয়ে ৩ যুগ মা বাবার খবর না নিলেও থাকতে পারে,
অথচ ৩ সেকেন্ড পর পর টুনু- মুনুর খবর না নিলে পেটের ভাত হজম হয় না।
৫. মা ফাতেমা (রাঃ) কি ভাবে পর্দা করছেন, কি জামা পড়ছে তা জানে না,
অথচ চিকনি চামেলি জামা, পাখি ড্রেস, কিরণমালা, ন্যারো প্যান্ট আর পাগলু শার্ট ঠিকি চিনে।
৭. রাসুল (সঃ) কিভাবে জীবনযাপন করেছেন, কি ভাবে খাবার খেয়েছেন তা জানে না,
অথচ চাইনিজে গিয়ে ছুরি আর কাটা চামচ দিয়ে কিভাবে কি ভাবে খেতে হয়, কিভাবে জিন্স কেটে হাফপ্যান্ট করতে হয় তা আমাদের সবার জানা।
আল্লাহ আমাদের ইসলাম কে সঠিক জানার ও মানার তওফিক দান করুন।
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৬
জায়েদ আহমেদ বলেছেন: ThankYou Apu
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৪
নূর-ই-হাফসা বলেছেন: ব্লগে স্বাগতম ভাই ।
হাত খুলে লিখে যান ।