নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার।

জ্যামিতিক লাভ

স্বপ্নচারী মানুষ আমি, স্বপ্নডানায় ভর দিয়ে কল্পনার আকাশে উড়তে পছন্দ করি।

জ্যামিতিক লাভ › বিস্তারিত পোস্টঃ

ঝাড়ু!

০৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৮

এক ছোট ভাইয়ের ফোন....

বলল_ভাইয়া মাকে না বলে বন্ধুর সাথে কুমিল্লা গিয়েছিলাম ওর বাড়িতে, আজ সেই বন্ধুকে সাথে নিয়ে সিলেটে আসছি। কিন্তু শুনেছি মা নাকি আমাদের জন্য ঝাড়ুর ব্যবস্থা করে রেখেছেন!

বললাম_ সে কি তোমাদের দিয়ে খালা বাসা ঝাড়ু দেওয়াবেন!

সে বলল_ আরে না ভাইয়া, এইগুলি দিয়ে আমাদের পেটাবেন!! ভাইয়া প্লিজ তুমি একটু হেল্প করো না।

বললাম_ ঠিক আছে সিলেটে এসে ফোন দিস, বলে লাইন কেটে দিলাম।

তার কথা শুনে আম্মার হাতে ঝাড়ুর বিদ্যার কথা কেন যানি খুব মনে পড়ছে। আমি যে পরিমাণ ঝাড়ুর বারি খেয়েছি, এটা লিখে বুঝাতে পারবো না।

সপ্তাহে অন্তত একদিন উনি আমাকে পিটিয়ে অনুশীলন করতেন!!!

আমি নিশ্চিত ঝাড়ু দিয়ে যদি মানুষ পিটানোর প্রতিযোগিতা হয় তাহলে আম্মার সঙ্গে কেউ পারবে না। বহু বছরের সাধনায় এটাকে উনি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন।

আর এখন কেন যানি আম্মার হাতে আবার ঝাড়ুর বারি খেতে ইচ্ছে করছে.....

এই ছেলেটি এখন হয়তো ভয় পাচ্ছে, হয়তো কোন একদিন আমার মতো অপেক্ষায় থাকবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.