![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নচারী মানুষ আমি, স্বপ্নডানায় ভর দিয়ে কল্পনার আকাশে উড়তে পছন্দ করি।
শিক্ষনীয়ঃ
মাননীয় তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নিজে মোটরবাইক চালিয়ে উদ্বোধনে যাওয়ার সময়ের একটা ফটো ফেইসবুকে আপলোড দিয়েছেন, দৃশ্য বাংলাদেশে বিরল হলেও এই ট্রেডিশন দলের অনেক সিনিয়র নেতাদের জন্য একটা বার্তা হবে হয়তো। কারণ উনারা একটা মুরগির দোকান উদ্বোধন করতে গেলে ও চল্লিশ পঞ্চাশ খানা গাড়ির বহর নিয়ে যান। আর উনাদের আরামে যাতায়াতের জন্য আমাদের মতো আমজনতা রাস্তায় জ্যামের মাঝে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। উনারা সবাই যদি এমন আন্তরিক ভাবে চলাফেরা করেন আমি নিশ্চিত সাধারণ মানুষ আরো কাছে আসবে।
মন্ত্রী মহোদয় অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
দায়িত্বহীনতাঃ
১. তিনটা মোটর সাইকেলেরই নাম্বার প্লেটের একটারও নিবন্ধন নম্বর নেই ৷
২. মন্ত্রী সাহেব একজন এমপি, আইন প্রণেতা ও বটে! আইন সকলের জন্য সমান হলে উনার হেলমেট ছিল না!
মন্ত্রীর চেয়ারে বসে আছেন অথচ দায়িত্বশীল আচরণের বালাই নেই! ভাই দেশে যে আইন এক সমান চলে না, তা হয়তো আরেকবার দেখলেন! আমরা বাইকে করে দুই জননিয়ে চলতে পারি না, আমরা ক্ষমতাহীন লোক বলেই পুলিশ পাচায় বাড়ি দেয়, আর "ক্ষমাতাশালী" দেখলে দাড়িয়ে বাশি দেয়। এই ধরণের আইন ভঙ্গ করে বাইক চালানোর সময় কি চেতনায় কোন ক্ষথি হয় না,
পরিশেষেঃ আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন দেখবেন সবাই আপনাদের পিছনে লাইন দিয়েছে।
২| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪৬
স্বপ্নতরী (রাজু) বলেছেন: সকল নাগরিক এর জন্য আইন সমান। যেহেতু আইন তাদের ক্ষেত্রে কার্যকর নয় - তার মানেকি তিনি "বাংলাদেশের নাগরিক নন?"
১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫০
জ্যামিতিক লাভ বলেছেন: সহমত, তবে উনারা মহা নাগরিক!
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২০
রায় বাবু বলেছেন: হাহ। তাহলেই হইছে!!