নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার।

জ্যামিতিক লাভ

স্বপ্নচারী মানুষ আমি, স্বপ্নডানায় ভর দিয়ে কল্পনার আকাশে উড়তে পছন্দ করি।

জ্যামিতিক লাভ › বিস্তারিত পোস্টঃ

বাজেট পেশ হয়ে গেছে; আলহামদুলিল্লাহ্‌।

০৩ রা জুন, ২০১৬ সকাল ৮:৩৭

৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট আমাদের। ব্যাংকের স্ট্যাপল করা পিন সহ এক হাজার টাকার একশ পিসের একটা বান্ডেলের ওজন কমবেশী ১০০ গ্রাম। অর্থাৎ দশ লাখ টাকার ওজন প্রায় ১ কেজি । একহাজার কেজিতে হয় এক টন। সে হিসাবে এবারকার বাজেটের ওজন ৩ কোটি ৪০ লাখ ৬ হাজার ৫০টন।

সহজলভ্য বড় কার্গো-শীপগুলো যা প্রায় লাখ-খানেক টন বহন করতে পারে; এমন ৩৪টা জাহাজ লাগবে বহন করতে। চট্টগ্রাম পোর্ট থেকে এই টাকার বান্ডেলগুলো খালাস করতে ছয় মাস লেগে যাবার কথা।

সেকেন্ডে যদি একলক্ষ টাকা হিসেব করা হয় তবে, বাজেটের টাকা গুনে নিতে অর্থমন্ত্রীর এক বছরের বেশী সময় লাগবে।

এবার নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতো বড়ো বাজেট আর আমরা দেশ হিসাবে কতো ধনী হইছি?

বলেন সুবহানাল্লাহ!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৬ সকাল ৯:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!

ধনীতো হইছি মাগার পকেট খালি ;)

আগে ১০ হাজার টাকায় যে আরামে চলতে পারতাম এখন ৪০ হাজার টাকায়ও তার ৪ গুন টেনশন, হাহাকার থাকে!
টনের হিসাবে ট্যাকাতো বহুত বাড়ছে- জীবন যপন ব্যায়ের মানটা ইট্ট কমছে!

এসব বললেতো তিনি আবার বলেন- রাবিশ!

২| ০৩ রা জুন, ২০১৬ সকাল ১১:০৮

সাহসী সন্তান বলেছেন: বেশ জ্যামিতিক পদ্ধতীতে হিসাবটা বের করলেন বলে মনে হচ্ছে? দেখেন, বাজেট নিয়ে আমার একদমই মাথা ঘামানোর দরকার ছিল না। যদি না সিগারেট আর কলরেটটা ঠিক থাকতো। তাইলে আমিও চুপচাপ থাকতাম। কিন্তু সেইটা আর হইলো না!


ভাবছি আগামী ঈদের পর একটা তিব্রো আন্দোলনের ডাক দিবো। তবে কোন ঈদ সেটা পরে জানিয়ে দেওয়া হইবেক! ;)

৩| ০৩ রা জুন, ২০১৬ সকাল ১১:১০

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: বাজেট বড়ো হইছে, কিন্তু বাস্তবায়ন ক? এডিপি বরাদ্ধই থাকে, অর্ধেকও বাস্তবায়ন হয়না। আমি যদি দেখাই যে বাজেটের সাইজ ৫ লাখ কটি টাকা, এডিপি ৩ লাখ কোটি টাকা, আর খরচ করি ৫০ হাজার কোটি, ওইটা কি সাফল্য হবে? ১ লাখ কোটীর এডিপি দিয়ে ৯০ হাজার বাস্তবায়ন করেন, ওইটাই প্রকৃত উন্নয়ন।

৪| ০৩ রা জুন, ২০১৬ সকাল ১১:৫২

সোজোন বাদিয়া বলেছেন: বাজেটের কতটুকু ক্ষমতাসীন লুটেরা গোষ্ঠির পকেটে এবং পকেট হয়ে বিদেশে যাবে?

৫| ০৩ রা জুন, ২০১৬ রাত ৮:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাজার হাজার কোটি টাকা চুরি/পাচার হয়ে গেলেও দেশের অর্থনীতি ঠিকই থাকে। তাহলে বুঝেন আমরা কিন্তু অনেক ধনী দেশ এখন আগের চাইতে! রিজার্ভও ভালো আলহামদুলিল্লাহ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.