![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নচারী মানুষ আমি, স্বপ্নডানায় ভর দিয়ে কল্পনার আকাশে উড়তে পছন্দ করি।
হেলিকপ্টার ধংস হল। একজন মানুষ মারা গেল আর সাথে কয়েকজন আহত। কিন্তু পত্রিকায় হেডলাইন আসল ক্রিকেটার বেচে গেছ, যে কিনা দূর্ঘটনার সময় হেলিকপ্টারে ছিলই না। আমাদের জীবনের মূল্য কত কম, তাই না? মারা গেলে তার জন্য কোন শোক নাই, আনন্দ শুধু একজন বেঁচে গেল তার জন্য।
ওই হেলিকপ্টার যদি কোন লোকালয়ে পড়ত, অনেক মানুষের ক্ষয় ক্ষতি হত। তাহলেও আমরা এই হা-হুতাস করতাম তাই না? আমি বলছি না কে বড় কে ছোট। কিন্তু পত্রিকার হেডলাইন এমন কেন? একজন মানুষ মারা গেল আর আমরা বলছি "যাক আমাদের সোনার টুকরোত বেঁচে গেল, সে হেলিকপ্টারে ছিলনা।"
যেই ছেলেটার বাবা আজকে মারা গেল কিংবা যেই মায়ের সন্তান তাকে ছেড়ে চলে গেল, তারা আজকে অবাক হয়ে জাতির এই রসিকতা দেখছে পত্রিকায়। তাদের পরিবারের একজন নেই, কিন্ত দেশের মানুষের তাতে শোক নেই। কেউ তাদের চোখের পানি দেখছে না। দেখছে অন্য একজনের বেচে থাকার আনন্দ। আমরা কি ভয়ানক!! তাই না? আর কি ভয়াবহ আমাদের রসিকতা।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪৪
রক্তিম দিগন্ত বলেছেন: অন্যদিক দিয়ে ভাবলে 'দেশের এই সোনার টুকরো ছেলেটা' না থাকলে তো এই খবরটা দেশের মানুষ জানতেও পারতো না। অন্তত এখন তো মানুষ জানতে পারছে। যাদের জ্ঞান বুদ্ধি আছে তারা জেনে দুঃখও প্রকাশ করছে নিহত মানুষটার জন্য।
আর, সাংবাদিকরাও এখন খবর বেশি মানুষের কাছে পৌছে দেওয়ার জন্য - আকর্ষণীয় দিকটাই খুঁজে বের করে। তারা চিন্তাও করে না যে আসলে কোনভাবে প্রকাশ করলে ব্যাপারটা দৃষ্টি কটু মনে হবে না। যা ইচ্ছা দিয়ে ফেলে।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৩৮
গুলিস্তানের হকার বলেছেন: আমাদের মিডিয়ার হেডদের আরো শিক্ষিত হওয়া উচিত ছিল ।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৫২
চাঁদগাজী বলেছেন:
হকার থেকে এডিটর
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫০
ভ্রমরের ডানা বলেছেন: মিডিয়ার সংকীর্ণতা নয় সাংবাদিকদের অশিক্ষা কুশিক্ষাই এর জন্য দায়ী। নিউজ হিট করার ধান্দা সব!