নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত চিন্তা হতে পারে দেশ বদলের হাতিয়ার......

...............................................................................................................................................................।

মোঃজাহিদুল হাসান (রাশেদ)

্মুক্ত চিন্তা হয়ে উঠতে পারে দেশ বদলের হাতিয়ার.................................।

মোঃজাহিদুল হাসান (রাশেদ) › বিস্তারিত পোস্টঃ

অগোচালো একটি কবিতা,ইচ্ছে হলে পড়তে পারেন!

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০১

তিক্ত আলিঙ্গনে জড়ায়ে অভ্যর্থনা হঠাত

দেখা মিলে গেল এক দুঃসহনীয় রাতের

বহুদিন ধরে পোষা ময়না,আজ কেমন ধরেছে বায়না

ছেড়ে যাবে বলে করেছে পণ,কিছুতেই বেধে রাখা যায়না

বিষাক্ত সাপের ছোবলে সঙ্গী হারাল কাল রাতে

ছটছট শুরু তার সেই থেকে

সঙ্গী বিহীন বেদনায় ছুটে চলার আকুল আর্তনাদে

কেপে উঠেছে আমার বুক ভীষন পাপবোধে

বাসার করিডোরে সবটা সময় আমার কাধে চড়ে

নিশ্চুপ দুষ্টমিতে থাকতো ভরে,

এক অচিনপুরে চলে গেল আমার প্রানপ্রিয় পোষা ময়না

শুন্য কাধ পড়ে আছে,কেউ আর বসে দুষ্টমি করেনা,

মিষ্টি সুরে বলেনা কথা।

রাতের পরিধি মাঝ সীমা অতিক্রম না করতেই

দুদিন আগে প্রথম বাচ্চা জন্ম দেয়া মা খরগোশটিও মারা গেল।

রাত পোহাবার ঠিক খানিক আগে এক কালবৈশাখী ঝড়ে পালক ভেঙ্গে উড়ে গেল কবুতরের পাল…।

এত সব দুসহনীয় স্মৃতি জন্ম দেয়া সেই সর্বনাশী রাত শেষে ভোর হয়েছিল

মুখ জুড়ে বিষন্ন জোছনার ছায়া,ভালোলাগার সবকিছু কেমন উলট-পালট হয়ে গেল এক রাতেই।

আহা!সৃষ্টিকর্তা ইচ্ছে করলে কি না করতে পারেন,আরো একবার প্রমান দিয়ে গেলেন।

শোক কাটিয়ে বেড়ে উঠেছি…বেদনাকে ঢাকা দিতে চেষ্টা করেছি দিনরাত

তবুও এখনো স্মৃতির পাতায় উকি মেরে উঠে সময়ে অসময়ে

হয়ত দীর্ঘশ্বাসে ভুলে যেতে চাই…



আজ আবার এক দুঃসহনীয় রাতের দেখা হয়ে গেলো

অভ্যর্থনা জানালো তিক্ত আলিঙ্গনে

আরো একটি খাচা ভেঙ্গে উড়ে গেল আরো একটি পাখি

মনখাচায় বন্দি আমার মনপাখি আজ গিয়েছে আমারে ছাড়ি,

হৃদয়জুড়ে উড়ছে শোকের কালো পতাকা।



সেদিনও রাত শেষে ভোর হয়েছিল,আজও হবে

এমন অনেক দুঃখময় রাত আসবে,আবার চলে যাবে

বেদনা বিধুর মূহুর্তগুলো হারিয়ে যাবে,পড়ে রবে

কেবল বেদনার ধ্বংসাবশেষ,স্মৃতি হয়ে (রবে) পিঞ্জরে।



[৩০সেপ্টেম্বর,২০১৩,ঢাকা]

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৫

zaku বলেছেন: very fine

২| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩১

মোঃজাহিদুল হাসান (রাশেদ) বলেছেন: thank u......

৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩

এহসান সাবির বলেছেন: বেশ...!

৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯

মোঃজাহিদুল হাসান (রাশেদ) বলেছেন: ধন্যবাদ এহসান ভাই.।.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.