![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
্মুক্ত চিন্তা হয়ে উঠতে পারে দেশ বদলের হাতিয়ার.................................।
দূরে থেকে হাসছো তুমি
নিচ্ছ অনেক মজা,
হৃদয় পুড়ে জ্বলছি আমি
পাচ্ছি অনেক সাজা।
আসবে বলে আর কতকাল
রাখবে অপেক্ষায়,
সময় যে আর কাটতে চায়না
তোমার প্রতীক্ষায়।
ছলনা-চুরি ফেলে এবার...
সত্যি করে বলো,
ফিরবে কি আর আমার কাছে
বাসবে আমায় ভালো ?
বলো কবে এসে তুমি
ধরবে আমার হাত,
ভুলিয়ে দিবে মন যাতনা
আনবে নতুন প্রভাত।
বলো কবে আমার চুলে,দুষ্ট হাতের রেখা একে
করবে এলোমেলো,
জানিয়ে দিবে পৃথিবীকে
আছি আমরা ভালো
ছলনা-চুরি ফেলে এবার
সত্যি করে বলো,
ফিরবে কি আর আমার কাছে
বাসবে আমায় ভালো ?
কোন সূদূরে আছ তুমি
কোথায় যে মুখ লুকিয়ে,
কেন-ই তবে লুকোচুরি
আসবে যদি ফিরে।
সত্যি করে বুঝছি আমি
আসবে না আর তুমি,
কেন তবে অযথাই
পুড়ে মরছি আমি ।।
তোমার আশায় আর কতকাল
থাকবো বল আমি
আমার পথে আমিই হাটি
তোমার পথে তুমি……।।
২| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪
মোঃজাহিদুল হাসান (রাশেদ) বলেছেন: ধন্যবাদ.....................।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫২
বেকার সব ০০৭ বলেছেন: চমৎকার কবিতা লিখছেন