![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
্মুক্ত চিন্তা হয়ে উঠতে পারে দেশ বদলের হাতিয়ার.................................।
চৈত্রের দাবদাহ হৃদয় জুড়ে
শুকিয়ে গেছে ভালোবাসা
এখন আর আমাকে আকৃষ্ট করেনা ভোরের সকাল
শিশির ভেজা মেঠোপথ
বিকেলের নরম আলোর ছোয়া আর সূর্যোদয়ের মনরোম দৃশ্য দেখে
হৃদয়ে জাগেনা দোলা
রবি ঠাকুর,জীবনানন্দ,শহীদ কাদরী কিংবা শক্তি চট্টোপাধ্যায়ও একটি বারের জন্য আমাকে
তোমার মাঝে ডুবাতে পারেনা
আমি আমার মাঝেই আত্নভোলা
কবিতার প্রানসুধা হৃদয়ে আর দেয়না দোলা
আমার হৃদয়ের ভালোবাসা নিসৃত হয়ে এখন সমস্ত শিরা উপশিরায় কাপন তুলেছে
সমস্ত দেহজুড়ে কাপন তুলছে যৌনতার তীব্রজ্বালা
আমি আর চৈত্র বৈশাখ বসন্ত, জোছনা ভেজা রাত,হলুদ পাঞ্জাবি,লাল শাড়ি কিংবা গোলাপ বেলীতে মুগ্ধ হয়ে হৃদয়ে ভরাতে চায়না
পার্ক,গাছতলা,রেস্টুরেন্ট, পাহাড়, সমুদ্র তীরের ভালোবাসা চাইনা
উপমার জায়গা নেই আমার কাছে
অযথাই তোমাকে খুশি করতে
মিথ্যে উপমায় ভাসাতে পারবোনা
আমি তোমায় দিতে পারবোনা
চাদের সাথে তুলনা
আমি সত্যি বলবো
তোমার হাসি মোনালিসাকে হার মানায় না
তোমার চেহারায়-হাসিতে জোছনা ফুটে না
তোমার রসভরা ঠোটে আমার দেহে কাপন তোলে
ঠোটে ঠোটের ব্যাকুলতা বাড়ায়
তোমাকে শক্ত বাধনে বাধিবার চায়।
তোমার স্বাস্থ্যবান স্তন আর ম্যাজিক্যাল ফিগার
আমার আমিকে পালটে করে তোলে নিরাকার
আমি যেন আর আমি নই
পারলে এখুনি তোমাকে ছুই।
অসীম সুখে ডুবে আমার উত্তপ্ততাকে সেফ হোমে নিয়ে আসি তোমার মাঝে হারিয়ে
ইস!!যদি এ সুখ না পুরাতো!
যৌনতার তীব্র ক্ষুধা জীবনভর থাকতো!
সব জীবন কর্ম ভুলে আমি শুধু সে সুখ-ই কুড়াতাম
ফুল,পাখি,জল,কবিতা-সবিতা,যত নির্মল ভালোবাসায় হৃদয়ে কাপন তুলুক না কেন
বড় সত্যি ভালোবাসা আমার যৌন ভালোবাসা
যৌনতাই সব সুখ
যৌনতাই প্রকৃত ভালোবাসা
যৌনতাই আমার মন ভরাতে পারে
আমার হৃদয়ের ভালোবাসা হারিয়ে এখন যে যৌন ভালোবাসা হয়ে গেছে
তীব্র যৌন সুখ-ই সব ভালোবাসায় আমাকে ভরিয়ে দিতে পারে
হৃদয়ের অবগাহন জুড়ে কারো জন্যে হাহাকার বানী উঠুক,আমি চাইনা
আমি চাইনা,-কেউ এসে ভাগ বসাক আমার দুঃখ কিংবা সুখে
অযথাই সারাটাক্ষন ছায়ারমত থেকে কেউ আমাকে প্রেমরস বুলি শুনিয়ে যাক,আমি চাইনা
আমি চাইনা কেউ আমাকে জিজ্ঞেস করুক তার জন্য আমি কি করতে পারবো?
এসব মনভোলানো বুলি আমি বলতে পারবোনা
আমি আর জড়াতে চাইনা গোলাপ নিহিত প্রেমের চাদর
আমি চাই যৌনতার আদর!!
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৮
মোঃজাহিদুল হাসান (রাশেদ) বলেছেন: ধন্যবাদ!!!
২| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫
শাহরিয়ার নীল বলেছেন: ভয়ানক সুন্দর!!