![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
্মুক্ত চিন্তা হয়ে উঠতে পারে দেশ বদলের হাতিয়ার.................................।
প্রিয়,
ভালো থাকার অভিপ্রায় নিয়ে প্রতিটি দিনের শুরু করার চেষ্টা করি।তবুও হয়ে উঠেনা।অভিপ্রায়,অভিপ্রায়ই থেকে যায়।তা আর পূর্নতা পায়না।এতদিনে আমি বুঝে গেছি,আমার আর ভালো থাকা হবেনা।কেবলি অভিনয়,ভালো থাকার অভিনয় করে যেতে হবে জীবনের বাকিটা সময়।ভালো থাকার সাথে লড়াই করে যাওয়া ছাড়া আমার আর কোন পথ নেই।তুমিহীনা ভালো থাকবো এতটা পাষন্ড আমি হই কি করে?বলো?......
ঐ দেখো!বাতাসে কী মর্ম...র শব্দ!পাতা ঝরা মর্মর শব্দ! শীতের কাপুনিকে দূরে ঠেলে দিয়ে কী সুন্দর প্রশান্তির বাতাস বয়ে চলেছে।প্রকৃতিকে দেখো নতুনের সাজে সাজতে শুরু করেছে।যত পুরাতনকে দূরে ঠেলে দিয়ে নতুনের জয়গান গাইছে।ঠিক তোমার মত,নতুনেরে কাছে পাইয়া পুরানেরে ফেলিয়া এসেছে বঙ্গোপসাগরের নোনা জলে।
হুমম!বসন্তের আগমনী বার্তা।ঋতুরাজ বসন্ত হানা দিয়েছে দুয়ারে।ফাগুনের মোহনায় নতুন সাজে সাজবে প্রকৃতি।গাছে গাছে ফুল ফুটবে,নতুন পাতা গজাবে,পাখিরা গলা ছেড়ে গান গাইবে আর প্রকৃতিজুড়ে বয়ে যাবে মনভুলানো প্রশান্তির মাতাল সমীরন।
হুমম,কাল পহেলা ফাল্গুন।দীর্ঘ প্রতীক্ষার এক প্রহর শেষে কাল দেখা হবে এক বাসন্তী পরীর সাথে।পরনে হলুদ শাড়ি,খোপায় জড়ায়ে হলুদ গাদা ফুলের মালা কিংবা এলোচুলে,কপালের কেন্দ্রে পূর্নিমা রাতের জলসানো আলো ছড়ানো পূর্ন চাদের মত একখানা টিপ,যা পুরো সৌন্দর্যে নিয়ে আসবে এক অপুরুপ বৈচিত্রতা,দু’হাত ভর্তি কাকন,…,তোমাকে যে ঠিক বাসন্তী পরীর মত লাগবে এতে একটুকু মিথ্যে নেই।
আমি বিমুগ্ধ হয়ে যাবো আমার বাসন্তী পরীকে দেখে।ফাল্গুনের প্রথম সকাল,প্রথম দুপুর,প্রথম বিকেলে,প্রথম সন্ধ্যা সবটুকু সময় জুড়ে হাতে হাত রেখে সমস্ত রাজপথ চষে বেড়াবে এই যুগল।কেউ জানবেনা আমার ভেতরের অনুভুতি।কেউ জানবেনা আমার কাছে এই বসন্তের গুরুত্বখানি?তুমিও জানবেনা এই বসন্তকে তুমি কতখানি সজীব করেছ?কতখানি রঙ্গিন করেছ ফাল্গুনের এই প্রথম দিবসকে?
মনে পড়ে,আমি প্রায়ই একটি দিবস আর্জি করেছি।কোটি প্রেমিকের মত উচ্ছ্বাস আর ভালোবাসার পসরা সাজিয়ে গোলাপ হাতে তোমাকে ভালোবাসার অভিভাদন জানাতে ভ্যালেন্টাইন ডে তে তোমার দরজায় আমি হাজির হতে পারবোনা।আমি শুধু তোমার কাছে অনবরত ধার চেয়েছি কেবল একটি বসন্ত দিবস,ফাল্গুনের প্রথম দিবস।প্রকৃতি সাজবে নতুন সাজে উচ্ছ্বাস আর আনন্দে।আমি সেদিন প্রকৃতি উচ্ছ্বাসের সাথে একাত্নতা জানিয়ে হাত মেলাতে চাই।তোমায় নিয়ে রচনা করতে চাই একটি শ্রেষ্ঠ দিনের।বসন্ত সাক্ষী রেখে আমি সেই শ্রেষ্ঠ দিন রচনা করতে চাই।
এমনি তো কথা ছিল,তাই না??মনে পড়ে কি নিদারুন সম্মতি তুমি দিয়েছিলে আমার কথার,ঠোটের কোন এক চিলতে হাসি মেখে।আহা!বসন্ত হানা দিতে কেবল ঘন্টা মিনিটের কাটার সামান্য ব্যবধান,ঘড়ির কাটা আর কিছুটা দুরুত্ব অতিক্রম করতেই ফাল্গুনের প্রথম দিবস শুরু হয়ে যাবে।পূব আকাশে সূর্য উদিত হবার মধ্যদিয়ে রচিত হবে বসন্তের প্রথম সকাল।শুরু হয়ে যাবে বসন্তের প্রথমদিন।কী সুন্দর পরিকল্পনায় একটি ব্যস্ত দিনের অনুলিপি সাজিয়ে আজ তুমি যোজন দুরে।কষ্টের বিদীর্ন কারাগারে,আমি পুড়ি একাকী অন্ধকারে…!!!
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১২
মোঃজাহিদুল হাসান (রাশেদ) বলেছেন: ধন্যবাদ! আপনাকেও ফাল্গুনের শুভেচ্ছা!@অভি
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১১
স্বপ্নবাজ অভি বলেছেন: ফাল্গুনের শুভেচ্ছা !