নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দেশ বাংলাদেশ

নয়ামুখ

নয়ামুখ › বিস্তারিত পোস্টঃ

সিলেটে হেফাজত ইস্যুতে বেকায়দায় কামরান

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:০৫

সিলেট সিটি নির্বাচনে সরকার-দলীয় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা রাজনৈতিক পরিচয় নিয়ে অনেকেই চরম বিপাকে পড়েছেন। কেউ কেউ নিজেকে সরকারী দলের কেউ নয় বলেও প্রচার করছেন। সরকারী দলের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে হেফাজত বিরোধী কর্মকান্ডে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আল্লামা বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি এ সংকট আরো ঘনীভূত করছে।

সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, তত প্রচারণাও বাড়ছে। তবে প্রচারণা চালাতে গিয়ে সব চেয়ে বেশি হোঁচট খাচ্ছেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সদ্য বিদায়ী মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। কাউন্সিলর প্রার্থীরাও নিজ নিজ এলাকায় ভোটারদের নানা প্রশ্নে সম্মুখীন হচ্ছেন।

নির্বাচনী প্রচার-প্রচারণা সম্পর্কে খোজ নিয়ে জানা গেছে, সিলেট নগরীর সবকটি কওমি মাদ্রাসাগুলোতে বদর উদ্দিন আহমদ কামরান প্রচারণা চালাতে গিয়ে বিভিন্ন প্রশ্নের মোকাবেলা করতে হচ্ছে। হেফাজত ইস্যুতেই মূলত কামরানের এ অবস্থায়। সাম্প্রতিক সময়ে সরকারের হেফাজত বিরোধী কর্মকান্ডে চরম ক্ষুব্ধ আল্লামা আহমদ সফির অনুসারীরা। শুধু কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক নয়, ধর্মপ্রাণ হেফাজত পন্থী মুসলমানও বর্তমান সরকার বিরোধী। ফলে কামরানকে আল্লামা সফি অনুসারীরা এবারের নির্বাচনে তেমন পাত্তা দিচ্ছেন না।

সূত্র জানিয়েছে, নগরীর একটি কওমি মাদ্রাসায় গিয়ে চরম প্রশ্নে সম্মুখীন হতে হয় বদর উদ্দিন আহমদ কামরানকে। কামরান মাদ্রাসার শিক্ষকদের সাথে হাত মেলাতে চাইলে শিক্ষকরা রাজি হননি। উল্টো কামরানকে প্রশ্ন করে বসেন কেন হাত মেলাবেন? জবাবে কামরান বলেন ‘আপনাদের হাত পবিত্র, তাই হাত মেলাতে চাই’। শিক্ষকরা বলেন ‘যে হাত কোরআন পুড়ায় সে হাত পবিত্র হতে পারে না’। ‘নাস্তিক ব্লগারদের হাতে, হাত মিলিয়ে হাত পবিত্র করুন’। শিক্ষকদের এমন প্রশ্নের জবাবে বিব্রত হয়ে পড়েন কামরান।

শুধু কামরান নয়, এমন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। জানা গেছে, নগরীর ১নং ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থী আওয়ামীলীগের নেতা ও সরকার-দলীয় এপিপি হওয়া সত্বেও নিজেকে আওয়ামীলীগের কেউ নয় বলে প্রচারণা চালাচ্ছেন। এভাবে সবকটা ওয়ার্ডে আওয়ামীপন্থী কাউন্সিলর প্রার্থীরা রাজনৈতিক পরিচয় নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

হেফাজতের মহাসচিব কারাবন্দী আল্লামা জুনাইদ বাবুনগরীকে রিমান্ডে নিয়ে নির্যাতনের পর অসুস্থ সংকটাপন্ন অবস্থায় মুক্তির ঘটনায় আরো ক্ষুব্ধ হেফাজতপন্থীরা। ফলে নির্বাচনে এর প্রভাব পড়বে বলে আশংকা করছেন সরকার-দলীয় অনেক নেতা। যদি আশংকা ঠিক হয়, তবে ১৫ জুনের নির্বাচনে সরকার-দলীয় প্রার্থীদের ভরাডুবিও হতে পারে।



হেফাজত ইস্যুতে বেকায়দায় কামরান

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:২০

মোমের মানুষ বলেছেন: হেফাজতে ইসলামের কাছে কোন মরনঘাতি বন্দুক, পিস্তল অস্ত্র নেই তবে আল্লহ তালারা কাছে নীরবে চোখের অশ্রু ফেলা ও ভোটাধিকার এই এ অস্ত্রটুকু আছে

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:১৪

নয়ামুখ বলেছেন: আস্তে বলুন। সরকার আবার হেফাজতের ভোটাধিকার বন্ধ করে দিতে পারে।

২| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৩০

জগ বলেছেন: ‘আপনাদের হাত পবিত্র, তাই হাত মেলাতে চাই’। শিক্ষকরা বলেন ‘যে হাত কোরআন পুড়ায় সে হাত পবিত্র হতে পারে না’। ‘নাস্তিক ব্লগারদের হাতে, হাত মিলিয়ে হাত পবিত্র করুন’। শিক্ষকদের এমন প্রশ্নের জবাবে বিব্রত হয়ে পড়েন কামরান।

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:১৪

নয়ামুখ বলেছেন: এতে কামরান বিব্রত হয়ে পড়েন

৩| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৫৭

নিরীহ জন বলেছেন: ‘আপনাদের হাত পবিত্র, তাই হাত মেলাতে চাই’। শিক্ষকরা বলেন ‘যে হাত কোরআন পুড়ায় সে হাত পবিত্র হতে পারে না’। ‘নাস্তিক ব্লগারদের হাতে, হাত মিলিয়ে হাত পবিত্র করুন’। শিক্ষকদের এমন প্রশ্নের জবাবে বিব্রত হয়ে পড়েন কামরান।

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:১৫

নয়ামুখ বলেছেন: এতে কামরান বিব্রত হয়ে পড়েন

৪| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৫৯

জহির উদদীন বলেছেন: শুধু সিলেটে কেন....সারা বাংলাদেশেই বেকায়দায় আছে এবং জাতীয় নির্বাচনেও থাকবে বাল সরকার.....

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:২৩

নয়ামুখ বলেছেন: জাতীয় নির্বাচনে কি হবে বলতে পারছিনা। তবে বর্তমানে কামরান ভাই যে বিব্রত অবস্থায় আছেন তা সবাই জানে।

এর আগে কামরান ভাই সিলেটের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের পর দোয়া চাইতে গিয়ে মুসল্লিদের রোষানলে পড়ে দ্রুত মসজিদ ত্যাগ করেন।

গত রোববার সিলেটের ২৪ নাম্বার ওয়ার্ডের একটি মসজিদে নির্বাচনী প্রচারনা চালাতে গিয়েছিলেন কামরান। নামাজের পর মাইক হাতে নিয়েই উনি ফিরিস্তি গাইতে লাগলেন, একসময় বললেন এই মসজিদের উন্নয়নে তিনি ৪ লাখ টাকা দিয়েছেন। মুসল্লিরা তো শুনেই অবাক । কেমনে কি? মসজিদ কমিটির লোকেরা বললেন তারা তো কোন টাকা পাননি। কামরান সাথে সাথে ঐ ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামীলীগ কাউন্সিলর প্রার্থী শাহজাহানকে কল দিলেন।তাও লাউড স্পীকার দিয়ে। মসজিদের মাইকে স্পীকারের মুখ লাগিয়ে কামরান সাহেব শাহজাহানকে ঐ চার লাখ টাকার কথা জিজ্ঞাসা করলেন। জবাবে শাহজাহান বললেন ঐ টাকা উনি নাকি রাস্তার কাজে লাগিয়ে দিয়েছেন।
মানুষ তো পুরাই খেপা। তাদের প্রশ্ন মসজিদের উন্নয়নের জন্য বরাদ্ধকৃত টাকা মসজিদ কমিটিকে না জানিয়ে কাউন্সিলরকে দিবেন কেন? আর কাউন্সিলরইবা মসজিদের টাকা রাস্তার কাজে লাগাবেন কেন। মুসল্লিদের এসব প্রশ্নের উত্তর দিতে না পেরে কামরান শেষে দ্রুত মসজিদ ত্যাগ করতে বাধ্য হন।

৫| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:০৬

জগ বলেছেন: জহির উদদীন বলেছেন: শুধু সিলেটে কেন....সারা বাংলাদেশেই বেকায়দায় আছে এবং জাতীয় নির্বাচনেও থাকবে বাল সরকার.....

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:২৪

নয়ামুখ বলেছেন: জাতীয় নির্বাচনে কি হবে বলতে পারছিনা। তবে বর্তমানে কামরান ভাই যে বিব্রত অবস্থায় আছেন তা সবাই জানে।

এর আগে কামরান ভাই সিলেটের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের পর দোয়া চাইতে গিয়ে মুসল্লিদের রোষানলে পড়ে দ্রুত মসজিদ ত্যাগ করেন।

গত রোববার সিলেটের ২৪ নাম্বার ওয়ার্ডের একটি মসজিদে নির্বাচনী প্রচারনা চালাতে গিয়েছিলেন কামরান। নামাজের পর মাইক হাতে নিয়েই উনি ফিরিস্তি গাইতে লাগলেন, একসময় বললেন এই মসজিদের উন্নয়নে তিনি ৪ লাখ টাকা দিয়েছেন। মুসল্লিরা তো শুনেই অবাক । কেমনে কি? মসজিদ কমিটির লোকেরা বললেন তারা তো কোন টাকা পাননি। কামরান সাথে সাথে ঐ ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামীলীগ কাউন্সিলর প্রার্থী শাহজাহানকে কল দিলেন।তাও লাউড স্পীকার দিয়ে। মসজিদের মাইকে স্পীকারের মুখ লাগিয়ে কামরান সাহেব শাহজাহানকে ঐ চার লাখ টাকার কথা জিজ্ঞাসা করলেন। জবাবে শাহজাহান বললেন ঐ টাকা উনি নাকি রাস্তার কাজে লাগিয়ে দিয়েছেন।
মানুষ তো পুরাই খেপা। তাদের প্রশ্ন মসজিদের উন্নয়নের জন্য বরাদ্ধকৃত টাকা মসজিদ কমিটিকে না জানিয়ে কাউন্সিলরকে দিবেন কেন? আর কাউন্সিলরইবা মসজিদের টাকা রাস্তার কাজে লাগাবেন কেন। মুসল্লিদের এসব প্রশ্নের উত্তর দিতে না পেরে কামরান শেষে দ্রুত মসজিদ ত্যাগ করতে বাধ্য হন।

৬| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:১৬

নষ্ট ছেলে বলেছেন: জাতীয় নির্বাচনের আগে অবস্থা আরো ভয়াবহ হইব। বাংলাদেশের মসজিদের ৯৮% ইমামই হেফাজত পন্থী! তখন হাসিনা মাথায় টুপি আর হাতে তসবিহ নিয়ে নামলেও কাম হবে না।

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:২৬

নয়ামুখ বলেছেন: জাতীয় নির্বাচন কি হবে? আমি খেটে খাওয়া মানুষ। আমার মাথায় কিছুই ঢুকছেনা।

৭| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:১৭

ঢাকাবাসী বলেছেন: সরকার হেফাজতের ভোটাধিকার বন্ধ করে দিতে পারে! .......বেকায়দায় আছে এবং জাতীয় নির্বাচনেও থাকবে বাল সরকার.....
মজা পেলুম!

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:২৯

নয়ামুখ বলেছেন: সব মজা একাই লুটে নিলেন !!!

৮| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:৪৬

মাইন রানা বলেছেন: ‘আপনাদের হাত পবিত্র, তাই হাত মেলাতে চাই’। শিক্ষকরা বলেন ‘যে হাত কোরআন পুড়ায় সে হাত পবিত্র হতে পারে না’। ‘নাস্তিক ব্লগারদের হাতে, হাত মিলিয়ে হাত পবিত্র করুন’। শিক্ষকদের এমন প্রশ্নের জবাবে বিব্রত হয়ে পড়েন কামরান।

এবার নাস্তিকরা আলেম ওলামাদের ভোটাধিকার বন্ধ করার জন্য টকশোতে মিউ মিউ ও রাস্তায় ঘেউ ঘেউ করতে পারে।

০৫ ই জুন, ২০১৩ রাত ২:০৬

নয়ামুখ বলেছেন: তা শুরু হলো বলে !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.