নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এসইও হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনার সাইটকে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনের সার্চের ল্রথম পেজে এনে দেয়। ধরেন আপনি আপনার সাইটে একটা প্রোডাক্ট ডিটেইলস লিখলেন। কিন্তু এই প্রোডাক্ট নিয়ে আগে আরো অনেকেই একই জিনিস লিখেছে। তায়াহলে আপনার সাইট দেখাচ্ছে না কেনো? কারণ আপনার সাইটের ওই পেইজের র্যাংক ভালো না, ভিজিটর নেই। আর প্রোডাক্ট নিয়ে লেখা সার্চ করলে যাদের লেখা আসে তাদের পেজের রেংক বেশি
এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আসলে নতুন মার্কেটিং টেকনিক। এক ভাবে বলতে গেলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইন্টারনেট মার্কেটিং।
এসইও দুই ভাবে করা হয়।
১. অন পেজ
২. অফ পেজ
অন পেজ: যারা ওয়েব ডিজাইন করে তারা এই সেক্টর নিয়ে কাজ করেন।
অফ পেজ: এটা অনেক বড় পরিকল্পনা নিয়ে করতে হয়।
বিস্তারিত জানতে চোখ রাখুন আমার লিংকগুলোতে-
ইউটিউব: এখানে ক্লিক করুন
ফেসবুক: এখানে ক্লিক করুন
ফেসবুক পেইজ: এখানে ক্লিক করুন
©somewhere in net ltd.