নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার চোখে বাংলাদেশ সুন্দর একটি দেশ, যদিও এদেশ বিশ্বের মানচিত্রে কিছুই না। আমি এদেশের উন্নতি নিয়ে ভাবি। তাই আসুন আমরা দেশের স্বার্থে কাজ করি সকল ভেদাভেদ ভুলে।

সমাজবিরোধী

বাংলাদেশের অতিমানবেরা

সমাজবিরোধী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের সবচেয়ে বড়ো অনলাইন গল্প সিরিজ "বাংলাদেশের অতিমানবেরা ইউনিভার্স"

১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৮


সুপারম্যান, ব্যাটম্যান, আয়রণ ম্যান, থরের নাম নিশ্চয়ই শুনেছেন? এদের মুভি নিয়মিত দেখা হয় আমাদের সবার। ব্যাটম্যান, সুপারম্যান যেমন ডিসির তেমন আয়রণ ম্যান, থর মারভেলের। এই ডিসি-মারভেলের মুভি যুদ্ধ আমরা বছর ত্রিশেক ধরে দেখলেও এদের ইতিহাস ১৯৪০ থেকে।

তবে এবার বোধহয় বাংলাদেশও রেকর্ড করে ফেললো নিজের একটা সুপারহিরো ইউনিভার্স দিয়ে। হ্যাঁ, শয়েরও বেশি চরিত্র নিয়ে এই ইউনিভার্স যার হাতে গড়া তিনি বাংলাদেশের অতিমানব টপিকের উপর প্রথম বাংলা ভাষার সুপারহিরো গল্পের মৌলিক লেখক। মাটিমানব, জুজুমানব, ছায়ামানব, রশ্মিমানব, পাহাড়মানব, রাতের প্রহরী ইত্যাদি সহ অসংখ্য চরিত্রের স্রষ্টা। তার লেখা সিরিজের সংখ্যাও রেকর্ড পরিমাণ-এজেন্টস অফ ডি, গোপন সংঘ, টেন ঠান্ডার-দশবজ্র, সুপার সিক্স, প্রহরী কর্প, বাংলাদেশের খলেরা।

এই যে এতো চরিত্র আর চরিত্রের জোট, এদের জন্য আছে উইকিও! তাও বাংলা ভাষায়। লিংক- এখানে ক্লিক করুন

আর লেখকের উইকিও ঘুরে আসতে পারেন।

বাংলায়- এখানে ক্লিক করুন
ইংরেজিতে- এখানে ক্লিক করুন

লেখকের সব গল্প পড়তে অফিশিয়াল ফেসবুক- এখানে ক্লিক করুন

তাহলে আজই আপনার যাত্রা হোক বাংলার সুপারহিরো দিয়ে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৫

রাজীব নুর বলেছেন: জানলাম।

২| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৯

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: বাংলাদেশের অতিমানবেরা ইউনিভার্স B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.