নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুদ্দাকির (চিন্তাশীল/যে মনে রেখেছে)

মুদ্‌দাকির

"আমি বামের ডানে, আবার ডানেরও ডানে, আমি ডানের এত ডানে যে বাম আমার থেকে দূরে না! এজন্যই জীবন চক্রে আমি মধ্যবর্তি!" "just because i appreciate you, doesn't mean i am a great fan of yours" "স্বিবগাতাল্লাহি ওয়ামান আহসানু মিনাল্লাহি স্বিবগাতান ওয়া নাহনু লা--হু-- আ-বিদুওন " "যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের অভিভাবক। তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে। আর যারা কুফরী করে তাদের অভিভাবক হচ্ছে তাগুত। তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই হলো দোযখের অধিবাসী, চিরকাল তারা সেখানেই থাকবে।" "কাদিয়ানী মিথ্যাবাদিরা আমার প্রকাশ্য শত্রু !!!"

মুদ্‌দাকির › বিস্তারিত পোস্টঃ

প্রতিনিয়ত যারা ফেয়েরনেস ক্রিমের পিছনে ছুটছেন বা যারা নিজের রূপ নিজেই চেনেন না

২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৮



বিসমিল্লাহির রাহমানির রাহিম



কেউ কি উনাকে চিনেন ? B-)











ব্রাড পিটের পাশে এটা কে ? ;)











ইংল্যান্ডের কোন উঠতি মডেলের বাংলাদেশ ভ্রমন নাতো ? :P











উরে বাবা আরেকটা ফটোগ্রাফ্রির ম্যাগাজিনেও দেখি উনি কভার পেইজে !! :-*











না, এই পত্রিকাটা ডেইলি স্টার না !! ইউ কে মেট্রো নিউজ পেপার!! B-)











উনি বাংলাদেশী তুলি, গ্রামের মেয়ে, অনেক সুপার মডেলদের চেয়েও অনেক সুন্দর, মাটির গন্ধ পাওয়া যাচ্ছে নিচের ছবিটা থেকে !! তাই না?? :|











খুব বেশী এডিটিং লাগে নাই, বাংলাদেশের ৯০% সুন্দরী মেয়েই জানে না যে আল্লাহ তাদের সুন্দর করেই বানিয়েছেন, তাদের যত আকর্ষন ফেয়ার এ্যন্ড-লাভলি!!! /:)











তুলি নাম না জানা তাঁর গ্রামে তাঁর বোন দুলির সাথে ।











ছবি গুলো যিনি তুলেছেন , সাথে ১০০% বাংলাদেশী তুলি!! :):)B-)











পুরা গল্পটা এখানে পুরা গল্পটা এখানে পুরা গল্পটা এখানে পুরা গল্পটা এখানে পুরা গল্পটা এখানে





এইতো আর কয়েক দিনের মধ্যেই শুরু হয়ে যাবে, অযোচিত বিউটি পার্লার গমন!! অতঃপর কাউকে আর তাদের প্রকৃত চেহারায় দেখা যাবে না!! কারন সামনে ঈদ!! সাওমের চেয়ে বিউটি পার্লার অনেক গুরুত্ব পূর্ণ হয়ে যাবে, অথচ তখন রাত দিন নাজাতের জন্য প্রার্থনা করার কথা। অযোচিত এই সকল ঘষামাজার বাহুল্যতা দেখে, অনেকেরই মন খারাপ থাকবে, অথচ তারাই প্রকৃত সুন্দরী।





আমার মনে হয় প্রায় সকলেই এই আয়াতটি জানেন,





সূরা ত্বীন , আয়াত ৪ঃ ( لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ )



কাছাকাছি উচ্চারনঃ লাক্বদ খ্বালাকনাল ইনসানা ফিই আহসানি তাক্বউইম।



কাছাকাছি অর্থঃ ( আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। )



এই আয়াতের কোন মূল্য আছে কি ?



কোন সমস্যা নাই, পরের লাইনেই এই কথাও বলা আছে!!





সূরা ত্বীন , আয়াত৫ঃ ( ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ )



কাছাকাছি উচ্চারনঃ স্বুম্মা রাদাদনা হুয়াস্ফালা সাফিলিন।



কাছাকাছি অর্থঃ ( অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে। )





অনেক অযোচিত ঘষাঘষির পর ডার্মাটোলজিস্টদের আর কিছুই করার থাকে না!!! :( :( :( :( :(



আসসালামুয়ালাইকুম!!



বি দ্র ঃ পোষ্টটা বিতর্কিত হতে পারে। এই পোষ্টের দৃষ্টি ভঙ্গি সম্পূর্ন আমার নিজের। আমাদের অনেক কিছুতেই বিদেশ প্রিতিটা অযৌক্তিক। বাংলাদেশের মানুষ দেখতে অনেক সুন্দর। অবশ্যই মেয়েরা ছেলেদের চেয়ে বেশী সুন্দর। আর যে যার নিজের মত সুন্দর। কারো উচিৎ নয় নিজেকে অন্যের মত সুন্দর বানানোর চেষ্টা করা। নিজেকে নুন্যতম এইটুকু ভালবাসতে না পাড়লে, নিজের অনেক রকম কর্ম শক্তিই হারিয়ে যায় বলে বিশ্বাস করি।





জলপরী অন্ডাইনের অভিশাপ আর কিছুটা এলোমেলো





ছবির কৃতজ্ঞতাঃ ( Click This Link )

সব কিছুর কৃতজ্ঞতাঃ আল্লাহ রাব্বুল আলামিন

মন্তব্য ৫৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর একটি পোস্ট।

আল্লাহ প্রদত্ত সৌন্দর্যের সাথে অন্য কিছুর তুলনা চলে না।

২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

মুদ্‌দাকির বলেছেন: আল্লাহ প্রদত্ত সৌন্দর্যের সাথে অন্য কিছুর তুলনা চলে না।

একমত, আর এটাই আসল কথা

অনেক অনেক ধন্যবাদ

২| ২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

হাসান মাহবুব বলেছেন: ন্যাচারাল বিউটির চেয়ে সুন্দর আর কিছু নাই।

২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

মুদ্‌দাকির বলেছেন: আসলেই তাই !!!

ধন্যবাদ হাসান ভাই !

৩| ২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

একজন ঘূণপোকা বলেছেন: বাংলাদেশের মানুষ দেখতে অনেক সুন্দর। অবশ্যই মেয়েরা ছেলেদের চেয়ে বেশী সুন্দর। আর যে যার নিজের মত সুন্দর। কারো উচিৎ নয় নিজেকে অন্যের মত সুন্দর বানানোর চেষ্টা করা। নিজেকে নুন্যতম এইটুকু ভালবাসতে না পাড়লে, নিজের অনেক রকম কর্ম শক্তিই হারিয়ে যায় বলে বিশ্বাস করি।


---- অসাধারণ কথা।

ন্যাচারাল বিউটি দেখলে মনে একটা প্রশান্তি ভাব আসে, আর ঘষা-মাজা সৌন্দর্য দেখলে কাম ভাব আসে।

একদিন ঘষা-মাজা না করলে তাদের প্রতি পুরুষের কামভাব চলে যায়, কোন পুরুষও আর ফিরে তাকায় না।

তখন বলে তোমরা সব পুরুষেরাই এক রকম, দেহ ছাড়া কিছুই বোঝ না। নিজেদের দোষটা দেখে না।


দারুন পোস্ট। দুইদিন পর ব্লগে এসে এই পোস্ট দিয়ে যাত্রা শুরু করে ভালো লাগছে।

ভালো লাগা ও কৃতজ্ঞতা জানবেন।

২৭ শে জুন, ২০১৪ রাত ৮:২১

মুদ্‌দাকির বলেছেন:
আসলে ঘষামাজার নামে তারা যা করে, তা নিজেদের উপর টর্চার ছাড়া আর কিছুই না কিন্তু তারা তা বুঝে না !!!!!!

অসাধারন মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্যের অপেক্ষায় থাকি :) :) :)

৪| ২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

গাধা গরু বলেছেন: আসাধারন পোস্ট।

++++

৩০ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩১

মুদ্‌দাকির বলেছেন: ধন্যবাদ!! অনেক ধন্যবাদ !!

৫| ২৭ শে জুন, ২০১৪ রাত ১১:২২

বটের ফল বলেছেন: সুপার পোষ্ট। ++++++++++++++++++

২৮ শে জুন, ২০১৪ সকাল ১০:১৬

মুদ্‌দাকির বলেছেন: অনেক অনেক ধন্যবাদ !!!

৬| ২৮ শে জুন, ২০১৪ রাত ১:০৬

জাফরুল মবীন বলেছেন: ওয়ালাইকুম আসসালাম।আশা করি কুশলে আছেন।ভাই মুদদাকির আপনাকে অসংখ্য ধন্যবাদ সময়োপযোগী দারুণ একটা লেখা উপহার দেবার জন্য।তবে আমি এ অবস্থার জন্য শুধু মেয়েদেরকে দোষ দিই না।পুরো সমাজেরই মানসিকতা পাল্টে গেছে।আগে মানুষের Inner Beauty বা গুণগুলোর কদর করা হতো;তাই মা-বাবারাও ছেলে-মেয়েদেরকে ধর্ম-কর্ম,আচার-আচরণ ও চিন্তা-চেতনায় আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টায় রত থাকতেন।এখন পুঁজিবাদী (ভোগবাদী) সমাজ ব্যবস্থায় মানুষের Outer Beauty তথা বাহ্যিক চাকচিক্যটাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।কাজেই সমাজের সব নিয়ামকই সেভাবে অভিযোজিত হয়েছে বা হচ্ছে।

পোষ্টে সচেতনভাবেই ‘লাইক’ আইকন ক্লিক করলাম :)

রমজানের অগ্রীম শুভেচ্ছা ।

২৮ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৪

মুদ্‌দাকির বলেছেন:

সুন্দর সুচিন্তিত মন্তব্যের জন্য ধনবাদ!!!

আসলেই দোষটা শুধুই মেয়েদের না, তবে তারাই পরিবর্তনটার শুরু করতে পারে।

আমার কথা হচ্ছে তারা বাহ্যিক ভাবে এমনেতেই অনেক সুন্দর, শুধু নিজেকে নিজের এ্যপ্রিসিয়েট করাটার কনফিডেন্স থাকতে হবে, ব্যাস !!!!!!!!

আর বাহ্যিক চাকচিক্যের নেশায় তাদের বেশির ভাগেরই ভিতরটাও নোংরা হয়ে যায় !!!

৭| ২৮ শে জুন, ২০১৪ সকাল ৮:৩১

মামুন রশিদ বলেছেন: ঘষামাজা করে কি কোন কিছু সুন্দর করা যায় । একজনের যা আছে তাকে সামান্য সাজিয়েগুছিয়ে প্রেজেন্টেবল করা যায় ।

২৮ শে জুন, ২০১৪ দুপুর ২:১৮

মুদ্‌দাকির বলেছেন: নিজেকে বা নিজের পার্সোনালিটিকে প্রজেন্টেবল করা এক জিনিশ আর আজকাল রূপ চর্চার নামে তারা নিজেদেরকে নিজেরা যে টর্চার করেন তা আরেক জিনিশ। আর প্রত্যাকটা মেয়ের সৌন্দর্য আমার কাছে ইউনিক বলে মনে হয় মামুন ভাই, সমস্যাটা হল আনডিউ মেক-আপ গেটাপ এর পার্থক্য !!! আর যে সাজ সজ্জা মুখশের মত হয়ে গেছে !!!!!

৮| ২৮ শে জুন, ২০১৪ সকাল ৯:০৯

জুন বলেছেন: আপনার লেখার সাথে সম্পুর্ন একমত মুদ্‌দাকির
+

২৮ শে জুন, ২০১৪ দুপুর ২:১৯

মুদ্‌দাকির বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুন !!

৯| ২৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:২১

আমি স্বর্নলতা বলেছেন: খুব ভালো লাগল ভাই। চমৎকার পোস্ট।

২৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৪

মুদ্‌দাকির বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, আশা করি অন্যদেরও পরাবেন ।

আসসালামুয়ালাইকুম !!!!

১০| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১২:৩৬

তারাবেষ্ট বলেছেন: ( لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ )

( ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ )

পোষ্টটা বিতর্কিত হতে পারে।
Salam & Respect to you.

০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:০৮

মুদ্‌দাকির বলেছেন: বুঝিনাই, কি বলতে চাইলেন ??

কিন্তু অনেক ধন্যবাদ, মন্তব্যের জন্য !!

১১| ০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১২:২৪

esrat বলেছেন: চমৎকার পোস্ট।

০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:৩১

মুদ্‌দাকির বলেছেন: ধন্যবাদ ইসরাত !!

১২| ০২ রা জুলাই, ২০১৪ সকাল ১০:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:


আজ পর্যন্ত কোন আফ্রিকান নিগ্রোদের দেখছেন মুখে এইসব ছাইপাস মাখতে ? কিন্তু আমরা মাখি।

কারণ আমরা জাতি হিসেবে কোন কিছুতেই তৃপ্ত নই। সেখানে চেহারা একটা ফ্যাক্ট। বিয়ে করতে হলে সুন্দরী পাত্রী চাই; কখনও কি কাউকে বলতে শুনছেন কালো পাত্রী চাই ? কিন্তু আফ্রিকায় যেয়ে দেখেন তারা কিন্তু বলেনা ফর্সা সুন্দরী পাত্রী চাই। এই ফর্সার চর্চা শুধু আমাদের মত হীনমন্যতায় ভোগা জাতির জন্য শোভা পায় যার ফায়দা লুটছে ইউনিলিভারের মতো কিছু কোম্পানী।

০২ রা জুলাই, ২০১৪ দুপুর ২:৩৪

মুদ্‌দাকির বলেছেন:

ঠিক তাই!!

দেখেন না ওদের হাতে আমরা কেমন জিম্মি!! সামুর মেইন এ্যডটা দেখেন, মেয়েদের এই রমজানে বলা হয়েছে চুলের স্টাইল করে ছবি তুলে পাঠাতে, অথচ ইসলামের মতে চুল মেয়ে দের ছতরের অংশ বলেই জানি !!!! অবাক লাগেনা তবে ভাবি কোন দিন তারা অন্য আর কিসের ছবি পাঠাতে বলবে। আবার এগুলর কোন প্রতিবাদো হয়না আর সচেতনতাও নাই।

অ্যায ইফ টেইকেন আ্যয গ্রেন্টেড !!!!!!!!!!!!

১৩| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১:৪১

অঘটনঘটনপটীয়সী বলেছেন: কেউ নিজের অবস্থানে খুশি নেই ভাই। আমরা ফেয়ারনেস ক্রিম মেখে ফর্সা হতে চাই, রোদে ছাতা নিয়ে বের হই যাতে রোদে পুড়ে কালো না হয়ে যাই, আর সাদা চামড়ার মানুষগুলা কাপড় খুলে রোদে বসে থাকে ট্যান হওয়ার জন্য। /:) /:)

০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৬

মুদ্‌দাকির বলেছেন: হুম ঠিক , তাইতো আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে সন্তুষ্ট থাকবার চেষ্টা করা উচিৎ , ধন্যবাদ স্বাগতম আমার ব্লগে :) :)

১৪| ০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৯

নতুন বলেছেন: কোথায় যেন পড়ে ছিলাম....

বিক্ষাত ক্লাওডিয়া শেফাড... বলেছিলেন যদি আমি ছবির ক্লাওডিয়ার মতন সুন্দর হইতে পারতাম... ..

ফটোসপে সুন্দর করে ম্যগাজিনের আর টিভি/ছবির সুন্দরের আক`ষন তৌরি করার পেছনে কাজ করে ব্যবসার ধান্দা.... সেইটা আমাদের মেয়েরা বুঝতে চায়না...

০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৬

মুদ্‌দাকির বলেছেন: একমত , কিন্তু ওদেরই বুঝতে হবে, ওদের উচিৎ সকলেই এক যোগে রঙ বার্নিশ বন্ধ করা , ওদের সেলফ রেসপেক্ট এই ভাবেই বাড়ানো সম্ভব !!

১৫| ০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩১

নতুন বলেছেন: এর জন্য আমাদের ছেলেরাও কম দায়ী নয় ভাই...

মিডিয়াতে ফোটোসপ্ড ছবি দেখে সুন্দরী এর যে ছবি ছেলেরা কল্পনাকরে তাই খুজতে যায় বাস্তব জীবনে....

মেয়েরা দেখে যেই মেয়ে ফোটোসপ্ড সুন্দরীদের নকল করে তার প্রতি সবার নজর......>>>

টিভিতে রং ফরসাকারী এড>> প্রতিভা বড় কথা না... রং ফরসা তো তুমি সফল...

আমার স্ত্রী বলেছে যে তার চেয়ে ফরসা চাচাতো বোনের আদর নানী/দাদী/খালা সবার কাছে বেশি ছিলো....

কেউই ইনার বিউটির দিকে দেখে না.... তাই কালোরা রং লাগায়...

এটা আমাদের সমাজের দূবলতা... শুধে ঐ কালো মেয়ের না.. :(

০৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩২

মুদ্‌দাকির বলেছেন:

যেই ছেলেরা মেয়েদের প্রকৃত সৌন্দর্য কি তা বুঝে না, তারা বোকা, যেই ছেলেরা চেহারা ঘষা মাজা করা মেয়ে আর ভ্রু ছিলা মেয়েদের পিছনে ছুটে তারা দূর্ভাগা, তারা কিছুদিনের মধ্যেই বুঝতে পারে তারা পছন্দের ব্যাপারে কি ভুলই না করেছে, সব কিছুর পিছনেই বিজ্ঞান আছে !!!!

সমাজের দাদী নানী এনারা বিভিন্ন ভাবে পক্ষপাত দুষ্ট আর এ্যড হল কর্পোরেট ব্রেইন ওয়াস, এই ভাবে চলতে থাকলে খারাপ জিন পুল তৈরি হবে আমাদের জাতির, স্বামী-স্ত্রীর একজন আরেক জনের প্রতি ভালো লাগা বা দূর্বার আকর্ষন থাকা সঠিক জিন পুলের জন্য জরুরী বলে মনে করি।

১৬| ০৭ ই জুলাই, ২০১৪ ভোর ৪:২৮

হরিণা-১৯৭১ বলেছেন: ১৪০০ বছর আগে আরবের বেদুইনরা কিভাবে ভাবতো, কি করতো, সেটা কি আজকের মানুষের জন্য প্রয়োজ্য?

আপনার দৃস্টিভংগী বেদুইনদের মতো!

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩১

মুদ্‌দাকির বলেছেন:
নূর নবী হযরত মুহাম্মাদ মুস্তাফা সাঃ এর আলোর বাণী পৌছে দেবার পরে বেদুইনদের চিন্তা চেতনার যে আলোকিত পরিবর্তন হয় আপনি যদি আমার চিন্তা চেতনাকে সেই বেদুইনদের চিন্তা চেতনার সাথে সামঞ্জস্য পূর্ণ মনে করেন তবে, i'll take it as a compliment :) :) :)

১৭| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৮

মাহমুদ০০৭ বলেছেন: আপনার সাথে সম্পূর্ণ একমত ভাই ।

অনেক অনেক ভাল লাগল পোস্ট । প্রিয়তে নিলাম ।
ভাল থাকবেন ।

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৩

মুদ্‌দাকির বলেছেন: ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ

১৮| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৭

শুঁটকি মাছ বলেছেন: আমার কাছে আসলে ক্রিমের চাইতে আত্মবিশ্বাসটাকেই বড় প্রসাধনী মনে হয়। একমাত্র আত্মবিশ্বাসই মানুষের চোখে মুখে কতটা সৌন্দর্য ছটা দিতে পারে তা কল্পনার বাইরে।

যিনি এই ছবিগুলো তুলেছেন সেই ডেভিডকে এই দারুন পোস্টের লিংকটা দিয়ে আসলাম। নিশ্চয়ই তিনি খুশি হবেন। :)

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫০

মুদ্‌দাকির বলেছেন: অসাধারন বলেছেন !!! আর উনাকে লিংক শেয়ার করে ভালো করেছেন !!! উনি কিভাবে ব্যাপারটা নিবেন কে জানে ??!!

অনেক অনেক ধন্যবাদ আপনাকে

১৯| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৬

চড়ুই বলেছেন: সাদা চামড়ার দাম সবখানে বেশী । আপনি যে কোন উন্নত দেশ গুলোর দিকে তাকান তাহলে সেখানেও কিন্তু দেখবেন বিভেদ।
দুই যমজ বোন একজন ফর্সা আর একজন কালো দেখবেন সবাই কিন্তু যে ফর্সা তাকেই কোলে নেই। আমরাই তাদের বুঝাই যে ফর্সার কদর কি? অনেকে আছে শুধু হীনমন্যতার কারন ওই সব ফেয়ারনেস ক্রিম ব্যাবহার করে। আসলেই দুঃখজনক।

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৬

মুদ্‌দাকির বলেছেন:
ব্যাপারটা আমাদের ওভার কাম করতে হবে। মাত্র দুইটা জেনারেশনের সচেতনতার ব্যাপার !!

অনেক ধন্যবাদ আপনাকে

২০| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০২

স্নিগ্ধ শোভন বলেছেন:


ভালো বলেছেন...

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৮

মুদ্‌দাকির বলেছেন: ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ !!!

২১| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২৪

রাতুল_শাহ বলেছেন: সহমত জানাইলাম ভাই।

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:৫৭

মুদ্‌দাকির বলেছেন: ধন্যবাদ ভাই !!!

২২| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৭

আমিন পরবাসী বলেছেন: দারুন ভাবেই সৌন্দর্যের পিছনের আসল রহস্য তুলে ধরেছেন। আসলেই এই ক্রিম মেখে কি আর সুন্দর হওয়া যায়!!! আল্লাহ যেমন করে পাঠিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা উচিত। কৃতজ্ঞতা এমন পোষ্টের জন্য।

০৮ ই জুলাই, ২০১৪ রাত ২:০২

মুদ্‌দাকির বলেছেন: "আল্লাহ যেমন করে পাঠিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা উচিত।"

সহমত!!

অনেক অনেক ধন্যবাদ ভাই

২৩| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৬

রিফাত হোসেন বলেছেন: Click This Link

৬ নম্বর Click This Link মন্তব্য দেখুন ।

ভুল বোঝানো হয়েছে ।

১৪ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৬

মুদ্‌দাকির বলেছেন: ধন্যবাদ !!!

২৪| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ২:৪১

হরিণা-১৯৭১ বলেছেন: মেয়েটার চেহারায় কমনীয়তা আছে।

১৯ শে জুলাই, ২০১৪ রাত ৩:০৭

মুদ্‌দাকির বলেছেন: হুম, ঘষামাজা করে নষ্ট না করলে , কমনীয়তাটা বোধ হয় সবারই থাকে , এর মধ্যেও কেউ কেউ হয়ত একটু বেশীই............।

২৫| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ২:০২

ইমিনা বলেছেন: দুঃখজনক হলেও সত্য যে এই সাদা চামড়া ই সর্বত্র মেয়েদের জন্য প্রধান যোগ্যতা বলে বিবেচিত হয়ে আসছে। :( :(
আপনার পোস্ট পড়ে ভালো লাগলো :)

২৫ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৮

মুদ্‌দাকির বলেছেন:

চামড়ার রঙ দিয়া কি আর সুন্দর অসুন্দর বিবেচনা করা যায় ???????????!!!!!!!!!

মন্তব্যের জন্য ধন্যবাদ ইমিনা, ঈদ মুবারাক !!!

২৬| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২৬

মহান অতন্দ্র বলেছেন: হুম সব ছেলেই যখন সাদার পিছনে ছোটে , মেয়েদের আর কি দোষ বলুন ।

০১ লা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

মুদ্‌দাকির বলেছেন:

:( :( :( :(

একটা লিমিট বা একটা ব্যালেন্স থাকা উচিৎ দুই পাশেই

২৭| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৫৭

মাদিহা মৌ বলেছেন: অন্য অনেকের সাথে একাত্মতা নিয়ে বলতে চাই, আমাদের সমাজই ফর্সা খোঁজে। মেয়েদের সমস্ত সৌন্দর্য যেন কালারের মধ্যেই নিহিত! আর মনে করেন, যখন কালো মেয়েটার চেহারার কাটিং সুন্দর হয়, তখন তাকে কী শুনতে হয়, জানেন তো? মেয়েটা "কালো" হলেও সুন্দর! কমপ্লিমেন্টের মধ্যেই ঝামেলা …

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

মুদ্‌দাকির বলেছেন: আপনার কথা অস্বীকার করার কিছু নাই, কারো পছন্দে বাধাদেবার ও কিছু নাই, সাইন্টিফিক ব্যাখ্যা আছে, তবে ফর্সা হলেও সুন্দর নাও কিন্তু আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.