নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুদ্দাকির (চিন্তাশীল/যে মনে রেখেছে)

মুদ্‌দাকির

"আমি বামের ডানে, আবার ডানেরও ডানে, আমি ডানের এত ডানে যে বাম আমার থেকে দূরে না! এজন্যই জীবন চক্রে আমি মধ্যবর্তি!" "just because i appreciate you, doesn't mean i am a great fan of yours" "স্বিবগাতাল্লাহি ওয়ামান আহসানু মিনাল্লাহি স্বিবগাতান ওয়া নাহনু লা--হু-- আ-বিদুওন " "যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের অভিভাবক। তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে। আর যারা কুফরী করে তাদের অভিভাবক হচ্ছে তাগুত। তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই হলো দোযখের অধিবাসী, চিরকাল তারা সেখানেই থাকবে।" "কাদিয়ানী মিথ্যাবাদিরা আমার প্রকাশ্য শত্রু !!!"

মুদ্‌দাকির › বিস্তারিত পোস্টঃ

আজাইরা মাইক্রো ব্লগ - ১ বাচ্চাটা মারা গেছে

৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০৬





স্বামীঃ এই জানো , ঐ বাচ্চাটা মারা গিয়েছে!!



স্ত্রীঃ কোন বাচ্চা ?



স্বামীঃ ঐ যে মৃত মায়ের শরীর থেকে জীবিত বের করে আনা হয়েছিল মেয়েটাকে ৫ দিন আগে।



স্ত্রীঃ ও আচ্ছা , আহা !! কি সুন্দর ছিল ......।



স্বামীঃ আহারে, মাত্র ৫ দিন বাঁচল। এই মাত্র টিভিতে দেখালো , মায়ের কবরের পাশেই ওকে রাখা হল। ৫ দিন আগে হলে মায়ের সাথেই দিয়ে দিত ওকে, এটা কি জানো??



স্ত্রীঃ না, জানতাম না, আচ্ছা, গাজায় কবর বলতে আলাদা কিছু কি আছে ?



স্বামীঃ ..........................................?? :|





(এখানে আশা, কষ্ট, যন্ত্রনা, মুখভঙ্গি চিত্রন করা সম্ভব হয়নি, সবাই বুঝবে ধরে নেয়া হয়েছে)





যারা বাচ্চাটাকে দেখেন নাই এখানে দেখতে পারেন



এখানেও দেখতে পারেন

আসসালামুয়ালাইকুম ইয়া আহলুল গাজা !!!

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১৯

বাংলাদেশী দালাল বলেছেন:
গাজায় কবর বলতে আলাদা কিছু কি আছে ?


আর কিছুই বলার প্রয়োজন নেই।



৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২৯

মুদ্‌দাকির বলেছেন: আসলেই "গাজায় কবর বলতে আলাদা কিছু কি আছে ?"

২| ৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কিছু বলার নাই।

০১ লা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩১

মুদ্‌দাকির বলেছেন: এখন মনে হয় হলাকস্ট থেকে কেউ কিছু শিখে নাই :( :( :(

৩| ৩১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

সুমন কর বলেছেন: সবাই বুঝবে : গাজায় কবর বলতে আলাদা কিছু নাই

০১ লা আগস্ট, ২০১৪ দুপুর ১:০১

মুদ্‌দাকির বলেছেন:
:( :( :( :( :( :( :( :(

৪| ৩১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০০

মামুন রশিদ বলেছেন: পিচাশের তান্ডবে পুরো গাজা স্ট্রিপ আজ কবর ।

০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৮

মুদ্‌দাকির বলেছেন:
৭২ ঘন্টার সিজ ফায়ার চলছে দেখাযাক কি হয় !!

৫| ৩১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: কিছু বলার মত স্পর্ধা পাচ্ছি না।

০১ লা আগস্ট, ২০১৪ রাত ৮:২২

মুদ্‌দাকির বলেছেন: সিজ ফায়ার আর চলল না, আসলেই বলার কিছু নাই !! বা হয়ত বলার এত কিছু আছে ,যে আমাদের মস্তিষ্কে যায়গা হচ্ছে না । :( :( :(

৬| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪৫

এহসান সাবির বলেছেন: :(


ঈদের শুভেচ্ছা রইল।

০১ লা আগস্ট, ২০১৪ রাত ৮:৫৭

মুদ্‌দাকির বলেছেন: :( :( :( :(

ঈদ মুবারাক !!

৭| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


মামুন রশিদ বলেছেন: পিচাশের তান্ডবে পুরো গাজা স্ট্রিপ আজ কবর ।

০১ লা আগস্ট, ২০১৪ রাত ৯:৪৭

মুদ্‌দাকির বলেছেন:

ভুল করছে ওরা :( :( :(

৮| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:৩৪

প্রবাসী পাঠক বলেছেন: গাজায় কবর বলতে আলাদা কিছু কি আছে ?

০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪২

মুদ্‌দাকির বলেছেন: মনে হয় না!!!! :( :( :(

৯| ০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৯

মাহমুদ০০৭ বলেছেন: বাচ্চাটার মরা মুখটার দিকে তাকিয়ে চোখের পানি আর আটকাটে পারিনি ।
হায়রে মানুষ , হায়রে মানবতা । কিছু বলার নাই ।
ঈদের শুভেচ্ছা প্রিয় ভাই ।

০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৮

মুদ্‌দাকির বলেছেন: আমারো প্রায় একি অবস্থা হয়েছিল,

ঈদ মুবারাক

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:০০

উপপাদ্য বলেছেন: গাজা'র বর্তমান অবস্থা থেকে আমি ভবিষ্যতের বাংলাদেশকে চিন্তা করি। সভ্যতার উন্নতির সাথে সাথে অসভ্যদের আগ্রাসনের ধরন পরিবর্তিত হচ্ছে। দুর্বলদের সত্যিকারের বন্ধু বলতে কিছু নেই। অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই নিরাপত্তা ব্যবস্থা না থাকলে বাংলাদেশের যে ভৌগলিক অবস্থান তাতে করে অদূর ভবিষ্যতে ভারত যদি (আল্লাহ না করুন) পরাশক্তি টাইপ কিছু একটা হয়ে যায় তাহলে বাংলাদেশের শিশু, বৃদ্ধ, মহিলা, পুরুষদেরকেও হয়তো গাজার বর্তমান অবস্থা বরন করতে হতে পারে।

অসভ্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকার শক্তি ও সাহস যেন আল্লাহ আমাদের দেন।

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:৫৬

মুদ্‌দাকির বলেছেন: ভাই , আমাদের নদী গুলার উপর গত ৪৫ বছরধরে, যে আক্রমন তারা চালাচ্ছে, কোন ধরনের বড়শক্তি হবার আগে, আমারতো মনে হয় আগামী আরো ৫০ বছর এই ভাবে চললে আমরা এমনেতেই শেষ । আপনি নাহয় বিলাতে থেকে বেঁচে গেলান, আমাদের কি হবে??

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:২০

উপপাদ্য বলেছেন: বিলেতে থাকা মনে বেঁচে থাকা নয় মুদদাকির ভাই। বিলেত কিন্তু নিজের দেশ নয়।

জানেন কখন খুব বেশী অবাক লাগে। ভারতের এই অন্যায় আচরনকে যখন আমাদের দেশের আলো হাওয়ায় বেড়ে উঠা কিছু মানুষ অবলীলায় মেনে নেয়। মনে করে ভারত এটা করতেই পারে!!!

কি আশ্চর্য ও হীন মানসিকতা আমাদের আশে পাশের অনেক মানুষদের যারা বিশেষ রাজনৈতিক আদর্শের বলি।

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:৩০

মুদ্‌দাকির বলেছেন: আপনি যাদের কথা বললেন, ওরা মানুষ নয় , ওরা কুকুর, কেউ কেউ সম্মানের সাথে ওদের ভাকু বলে থাকে, আর আমার ভাষায় কুত্তা, ওরা কুত্তা

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১২

খায়রুল আহসান বলেছেন: মানবতার মাথা হেঁট। তবে যারা মানবতাকে অবমাননা করে, তাদের স্থান হয় নিকৃষ্টতম স্থানে। সময়ের ব্যাপার মাত্র।
কিন্তু অবাক হই যখন দেখি বীর বাঙ্গালীর কন্ঠ থেকে প্রতিবাদের ভাষাটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

মুদ্‌দাকির বলেছেন: সম্মানের সাথেই আপনার বিশ্বাসের প্রতিবাদ করছি!

১) মানবতার অবমানকারী রা সব সময় নিকৃষ্ট স্থানে পৌছায় না।
২) আর বাঙলি বীর এই কথা শুনলেই আমার হাসি পায়।

এই একটা গুন যা বাঙলি র কখনই ছিলনা। বলতে পারেন বাঙলি কে গুজব দিয়ে চটানো যায় মাত্র।

কিছু মনে করবেন না। মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.