নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে

মাসু২০০৯

ামি পাগোল

মাসু২০০৯ › বিস্তারিত পোস্টঃ

"তিন গোয়েন্দা" এর এ কি দশা

১৩ ই মে, ২০১৩ রাত ১:৪৪

তিন গোয়েন্দা পড়তাম সেই ১৯৯৯ সাল থেকে। ক্লাস ফাইভ এ পড়তাম। কি পরিমান পাগল ছিলাম এই কিশোর-মুসা-রবিন এর জন্য বলে বোঝাতে পারবনা। এর জন্য যে ক্লাসে কত মার খেয়েছি তার হিসাব নেই। তারপরও টিফিনের টাকা বাচিয়ে বাবার পকেট মেরে কত যে বই কিনেছি তার হিসাব নেই। ভালই চলছিল । ২০০৩ এ যখন হঠাত করে কাজীদা (কাজী আনোয়ার হোসেন) ঘোষণা দিলেন রকিব হাসান আর তিন গোয়েন্দা লিখবেন না সেই দিন খুব কষ্ট পেয়েছিলাম। তারপর শামসুদ্দিন নওয়াব লেখা শুরু করলেন। প্রথমে কিছুদিন পড়েছি। বিরক্ত লাগত পড়তে। লেখা হয়ত ভালই ছিল বাট রকিব হাসানের জায়গায় অন্য কাউকে বসাতে পারতামনা তাই ভাল লাগতনা। আস্তে আস্তে তিন গোয়েন্দা ছেড়েই দিলাম।তার পর এই ২০১৩ তে ডাক্তারি পাশ করলাম। পড়ার বাইরে এক্সট্রা বই পড়া প্রায় ছেড়েই দিয়েছিলাম। সেদিন রকমারি ডট কম এ দেখি রকিব হাসান প্রথমা প্রকাশনী আর কথামেলা প্রকাশনী থেকে কিশোর-মুসা-রবিন নামক সিরিজ বই বের করেছেন। বই গুলো অর্ডার করলাম। হাতে পেয়ে অবাক। এ যে দেখি সেবা প্রকাসনির বাইরে থেকে তিন গোয়েন্দা সিরিজ এর বই। এক একটা বই এর দাম প্রায় ১৫০ টাকা । যেখানে সেবার কোন তিন গোয়েন্দার বই হাইএস্ট ৫০ টাকার বেসি কিনেছি বলে আমার মনে পরছেনা। পরে সেবার কিছু নতুন তিন গোয়েন্দাও কিনি। সামসুদ্দিন নওয়াব তো এগুলাকে ভুতের আর কমেডি গল্প বানিয়ে ছেড়েছেন। হায়রে সেবা আর হায়রে আমার সেই কিশোর মুসা রবিন জিনা। তোমাদের বোধহয় আর আগের মত পাওয়া যাবেনা । আজকাল কার শিশু কিশোরেরা খুব মিস করবে কি মজা পেতাম আমারা সেবা থেকে।

রকিব হাসানের প্রথমা আর কথামেলার বই গুলা ভাল্লাগছে বাট যারা শিশু তাদের জন্য প্রাইস খুব বেশি। আর সেবাও রকিব দা কে কিভাবে এটা পারমিট করল বুঝলাম না

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৩ রাত ২:৪০

অমৃত সুধা বলেছেন: ধেয়ে আসছে মহাসেন, দেশজুড়ে দূর্যোগের ঘনঘটা

http://dhakajournal.com/?p=7318

২| ১৩ ই মে, ২০১৩ রাত ২:৫৩

মিজভী বাপ্পা বলেছেন: তিগো আমি কোনদিনই পড়ি নাই।কিন্তু পিসিতে আছে।পড়ে দেখতে হবে একদিন B-))

আপনিই কি উনিঃ http://forum.projanmo.com/user9273.html

১৩ ই মে, ২০১৩ রাত ৩:০৩

মাসু২০০৯ বলেছেন: হুম। সামুয় ইউসার আইডি টাতে ভুলে ম বাদ পড়ে গেছে। ঠিক করতে আর পারিনি।

৩| ১৩ ই মে, ২০১৩ রাত ৩:১১

বাংলাদেশী দালাল বলেছেন:
কি কি যেম নাম ছিল বইয়ের:
তিন গোয়েন্দা, কংকাল দীপ, গুহা মানব, হারানো তিমি, রুপালী মাকরশা .............

কি মনে করাইলেন ভাই????

১৩ ই মে, ২০১৩ রাত ৩:৩৬

মাসু২০০৯ বলেছেন: ুপালী মাকড়সা আমার প্রিও ছিল। তিন বন্ধুও অসাম ছিল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.