নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সানি-নাসরিন ঘটনায় উত্তপ্ত ক্রীড়াঙ্গন ও সমর্থকগোষ্ঠী
নাসরিনকেই দোষারূপ করা হচ্ছে বেশি, অবশ্যই সানিও রেহাই পাচ্ছেন না
ড্রাইভারের মেয়ে নাসরিন আইফোন ব্যবহার করে কিভাবে? এই বিষয়েও কম কথা হচ্ছে না।
এই বিষয়ে আমার কথা হলো, ড্রাইভারের মেয়ের আইফোন থাকবে না, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু ক্রিকেটার আরাফাত সানির বউয়ের কাছে আইফোন থাকবে, এটাই কি স্বাভাবিক নয়..........
যেহেতু আসল ঘটনা এখনো প্রকাশিত হয়নি, সেহেতু ড্রাইভারের মেয়ের কাছে আইফোন কিভাবে এলো, এই বিতর্কিত প্রশ্ন তোলার মানে কি? মেয়েটির দুই বৎসর ধরে সংসার করার দাবী কি তাহলে মিথ্যা?
২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৮
যুবায়ের আহমেদ বলেছেন: বিষয়টা এখনো পরিস্কার নয়, কিন্তু ড্রাইভারের মেয়ের কাছে কিভাবে আইফোন!! তা নিয়ে চুলছেড়া বিশ্লেষণ চলছে এখন, কিন্তু সানির বউ হলে আইফোন স্বাভাবিক, এটা কেউ ভাবছে না...
২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৮
শামীম সরদার নিশু বলেছেন: সামনে না জানি আরো কত কি দেখার অবশিষ্ট আছে।
যাই হোক এসব বিষয়ে মাথা ঘামানোর প্রয়োজন মনে করছিনা।
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বর্তমানে ড্রাইভারের মেয়ের হাতে আইফোন থাকা অস্বাভাবিক কিছু না। কারণ; একজন ড্রাইভারের বেতন নূন্যতম ১২০০০/- হাজার থেকে কোন কোন ক্ষেত্রে ৪০০০০/- হাজার টাকা পর্যন্ত হয়। তার সাথে তেলের এদিক ঐদিক নাড়াচারা, খ্যাপে পেসেঞ্জারের খেপ মারা, অহেতুক মারাতক ফাঁদ তৈরি করা, পুলিশি মামলা সহ নানা রকম ফন্দ। আর সেকেন্ড হ্যান্ড আই ফোন মাকের্টে দশ হাজার থেকে বিশ হাজারের মধ্যে পাওয়া যায়।
অপর পক্ষে, মাস্টার্স পাশ ছেলে পেলেরা ৮০০০ থেকে ১৫০০০ হাজার টাকার চাকরির জন্য ধারে ধারে ঘুরে। পায়ের জোতা ক্ষয় করে। অনেকে নীরবে এই কষ্ট সহ্য করে রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের উপর গালি দেয়।
তাদের হাতে সিম্পনি ডি৯ অথবা নকিয়া ১১০০ মডেলের হ্যান্ড সেট শোভা পায়। সেটি উৎসাহী মানুষের নজর কারে না। রাষ্ট্রে আলোচনা হয় না।
হায় ইশ্বর, আমরা কবে এর থেকে পরিত্রাণ পাব।
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৮
প্রশ্নবোধক (?) বলেছেন: তেলা মাথায় তেল দিতে সবারই ভাল লাগে।
২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৮
যুবায়ের আহমেদ বলেছেন: ঠিক তাই
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৫
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: সানীর বৌ না হলে মেয়েটি দুঃশ্চরিত্রা !
কিন্তু সানী সু'চরিত্রের হলে মেয়েটি সানীকে ফাঁসিয়ে দেয় কিভাবে ?? চারদিকে ইতিপূর্বের এতো ঘটনা দেখে শুনেও সানী সাবধান হয়নি কেন ??
অতএব, ত্যানা প্যাঁচানো যুক্তি-তর্ক, বিশ্লেষণ বাদ দিন ! সানী ভালো না ! এদেশে সানীর চেয়ে অনেক ভালো ষ্টার প্লেয়ার আছে ! কই তাদের নিয়ে তো কেউ স্ক্যান্ডাল ছড়ায় না ? তাদের তো কেউ ফাঁসায় না ??
২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৯
যুবায়ের আহমেদ বলেছেন: নাসরিন যেমনই হউক, সানিও ভালো না, এটাই পরিস্কার
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:০৩
একজন সত্যিকার হিমু বলেছেন: কেন যে ক্রিকেটাররা এইসব মেয়েদের ফাঁদে পড়ে ।
কি আর বলবো,হালার পো গে শয়তানে লাড়ে চাড়ে মনে হয় ।
২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৭
যুবায়ের আহমেদ বলেছেন: মনে হয়
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৫
বর্ষন হোমস বলেছেন:
সামান্য একটা যুক্তি ধরে পুরো একটা সিদ্ধান্ত নেয়াটা মুর্খামি ছাড়া আর কিছু নয়।একজন মানুষের সাতগে যখন ষড়যন্ত্র করা হয় তখন এরুপ অনেক কিছুই থাকে।এগুলোর দিকে এতটা কর্ণপাত করা উচিৎ নয়।