নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসিফা-আরফানের আব্বু

যুবায়ের আহমেদ

স্বপ্ন দেখতে ভালোবাসি তাই স্বপ্ন নিয়েই এগিয়ে চলছি আগামীর পথে

যুবায়ের আহমেদ › বিস্তারিত পোস্টঃ

মির্জাপুরের গল্প

১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫১




আমার কিশোর রহস্য উপন্যাস মির্জাপুরের গল্প প্রকাশিত হয়েছে এবার বইমেলায়।

৯০ দশকের গ্রামের সহজ সরল মানুষদের স্বাভাবিক ভয় ও স্বাভাবিক বিশ্বাসকে পূঁজি করে দুষ্ট লোকেরা কি সুবিধা নেয়, নাকি সত্যিই ভূত-প্রেত-জ্বীনেরা মানুষের ক্ষতি করে, তা জানতে পড়তে হবে মির্জাপুরের গল্প।

গ্রামীণ সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ, গ্রামের সালিশ বিচার, মানবিকতা ও মন্দ কাজ নিয়ে আলোকপাত করেছি মির্জাপুরের গল্পে। এটি কিশোর রহস্য উপন্যাস হলেও সব বয়সের পাঠকদেরই ভালো লাগবে আমার বিশ্বাস।

বইটি পাবেন-
ঢাকার বইমেলায়, চিলড্রেনস পাবলিকেশন এর ৮৬৮ ও ৮৬৯নং স্টলে এবং আমার কাছ থেকেও সংগ্রহ করা যাবে অর্ডার করে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৫

নজসু বলেছেন:




অভিনন্দন এবং শুভকামনা।
আশা করি বইটি অনেক সুন্দর হবে।

বইটির প্রচ্ছদ কে করেছেন?
সুন্দর হয়েছে।
শুনেছি ভূতের নাকি ছায়া পড়েনা।
কিন্তু, এই ভূতটার ছায়া পানিতে পড়েছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:২৭

যুবায়ের আহমেদ বলেছেন: ভূত বলে কিছু নেই, তাই ছায়া পড়েছে। হাহা। মন্তব্য করার জন্য ধন্যবাদ। প্রচ্ছদ করেছেন রাফসান (বাংলাবাজার)

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনাকে অভিনন্দন।

কবে প্রকাশিত হয়েছে, তারিখটা বলবেন কি, প্লিজ?

ধন্যবাদ নিরন্তর।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:২৯

যুবায়ের আহমেদ বলেছেন: গত শুক্রবার (০৭/০২/২৫) বইমেলায় আনা হয়েছে বই। এটিই প্রকাশের দিন। যদিও আমি অভাগা চট্টগ্রাম থাকায় সেদিন মেলায় থাকতে পারিনি। আসবো কিছুদিনের মধ্যে মেলায়। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫২

মাহদী হাসান শিহাব বলেছেন: অভিনন্দন ও শুভকামনা রইলো।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৩০

যুবায়ের আহমেদ বলেছেন: কৃতজ্ঞতা।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


একটি প্রশ্ন করি। কিছু মনে করবেন না?

বইটির লেখক কি আপনি?

ব্লগে আপনার নামের বানান 'যুবায়ের', কিন্তু বইয়ে লেখা 'জুবায়ের'!!!!

১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৩২

যুবায়ের আহমেদ বলেছেন: আসলে সমস্যা হয়েছে আমার এই ব্লগে নামটা ইংরেজিতে ছিলো। তারপর একদিন বাংলা করার জন্য বলেছিলাম কিন্তু সঠিক স্পেলিং দেয়া হয়নি। মাঝেখানে অনেকদিন ছিলাম না ব্লগে। আজকে এসে দেখি বাংলায় নাম, তবে জু এ পরিবর্তে যু হিসেবে। অবশ্য আমার আগের পোষ্টগুলোতে আমার নাম জুবায়ের হিসেবে লেখা আছে। ওনারা খেয়াল করেনি হয়তো। তবে আবার বলতে হবে সংশোধন করার জন্য। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.