নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

'যোবায়ের' এর ব্লগে স্বাগতম

অলস ছেলে

যোবায়ের

A lazy man

যোবায়ের › বিস্তারিত পোস্টঃ

গাজীপুরেও প্রধান ফ্যাক্টর ইসলামপ্রিয় জনতা..

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:২৩

গাজীপুর সিটি নির্বাচনেও প্রধান ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে আলেম-ওলামা ও ইসলাম প্রিয় সাধারণ মানুষ। এই নির্বাচনে সম্প্রতি দেশজুড়ে সরকারের ইসলাম বিদ্বেষী কর্মকান্ড ও আলেম ওলামা নির্যাতনের প্রভাব ফেলবে বলে তারা মনে করেন। তাদের ধারণা এই বিষয়টি নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণ করে দেবে।



সিটি নির্বাচনে সরকারি দল সমর্থিত প্রার্থীর পরাজয় ও বিরোধীদল সমর্থিত প্রার্থীর বিজয়ের পেছনে প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে সরকারের ইসলাম বিরোধী অবস্থান এবং ইসলাম বিদ্বেষীদের মদদ দান।



বর্তমান সরকারের আমলে দ্রব্যমূল্যের উর্ধ্বোগতি, গুম-হত্যা, সন্ত্রাস, বিরোধী দলের উপর দমন-নিপীড়ন, পদ্মা সেতু দুর্নীতি, হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার বাজার লুটপাট, ডেসটিনি কেলেঙ্কারি, রানা প্লাজা ও তাজরিন গার্মেন্টসসহ নানা ক্ষেত্রে ব্যর্থতার কথা তুলে ধরা হচ্ছে নির্বাচনী প্রচারণায়। সেই সাথে সরকারের ইসলাম বিদ্বেষী কর্মকান্ড, আলেম-ওলামাদের উপর নির্যাতনের কথা সর্বমহলে ব্যপকভাবে ছড়িয়ে পড়ায় সরকারি দল সমর্থিত প্রার্থী প্রতি মহূর্তে নাকাল হচ্ছেন।



তবে, আলেম ওলামা, মসজিদের ইমাম, কামিল-ফাজিল, ইফতেদায়ী, কওমী মাদ্রাসার শিক্ষক এবং নবী প্রেমী তৌহিদী জনতা সরাসরি সরকারি দল সমর্থিত প্রার্থীর বিপক্ষে প্রচারণায় নেমেছেন। তারা সাম্প্রতিক সময়ে ওলামা মশায়েকদের উপর জুলুম-নির্যাতন, হামলা, মামলা ও হয়রানীর চিত্র তুলে ধরছেন ভোটারদের কাছে। গত কয়েক মাসে শাহবাগী বনাম নবী (সা.) প্রেমীদের আন্দোলনের চিত্র তুলে ধরছেন। শাহবাগী বনাম নবী প্রেমীদের আন্দোলনে সরকার সমর্থিত মেয়র প্রার্থীদের ভূমিকা তুলে ধরছেন ভোটারদের সামনে। ফলে বিরোধী দল সমর্থিত প্রার্থী এমএ মান্নান আছেন বেশ সুবিধাজনক অবস্থানে। তবে শেষ হাসি কে হাসবেন তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ৬ জুলাই পর্যন্ত।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৩৩

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: ৭৩ টা দল হবে, এর মধ্যে ৭২ টা জাহান্নামী হবে। যার মধ্যে ধর্ম ব্যবসায়ীও আছে।

বলা হয়েছে, " ধর্ম শিক্ষার বিনিময়ে তোমরা কিছু চেয়ো না।" সেখানে এই ভন্ড ধর্মব্যবসায়ী'রা এটাকে ভোটের হাতিয়ার বানিয়ে ফেলছে।

আল্লাহ এদের'কে সঠিক বুঝ দান করে, জাহান্নাম থেকে রক্ষা করুন...

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:৩৫

যোবায়ের বলেছেন: আল্লাহ আমাদের জাহান্নাম থেকে রক্ষা করুন. . .

২| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৩৬

বড়নটবর বলেছেন: বিরোধী দল সমর্থিত প্রার্থী এম এ মান্নান প্রতিমন্ত্রী থাকা কালীন সময়ে হজ্বের ৫০০ কোটি টাকা মেরে খেয়েছিলো, কর পরিশোধ না করায় তার একাউন্ট সম্প্রতি জব্দ করা হয়েছে, এ ব্যাপারে হেফাজতি ভাইয়ের বক্তব্য কি?

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:৪০

যোবায়ের বলেছেন: যেখানে কোন অভিযোগ না থাকলেও প্রমানিত হয় সেখানে .......কি বা করার আছে..

৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৪২

বড়নটবর বলেছেন: হেফাজতে ইসলামের সমর্থন পাওয়ার আরেকটা শর্ত হলো, হজে গমনেচ্ছুদের বাড়ি ভাড়ার টাকা মেরে দেয়া। গাজিপুর সিটি নির্বাচনের মেয়র প্রার্থী এম এ মান্নান ধর্ম প্রতিমন্ত্রী থাকা কালিন হাজিদের বাড়ি ভাড়ার সমুদয় টাকা মেরে খেয়েছেন। আর ইসলামের কথিত কন্ট্রাক্টর হেফাজতে ইসলাম এম এ মান্নান কে সমর্থন দিয়ে ইসলামের প্রভুত অগ্রগতি সাধন করছেন।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:৪৪

যোবায়ের বলেছেন: রাসুল(সাঃ) এর অপমান কারীদের কে সমর্থন দিয়ে ইসলামের প্রভুত অগ্রগতি সাধন করবেন।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৪৭

খন্দকার রাসেল বলেছেন: ধর্মের বিরুদ্ধে যারা কাজ করে তাদের ফল ভাল হয় না।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:৪৬

যোবায়ের বলেছেন: সহমত।

৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:৫৩

নষ্ট ছেলে বলেছেন: কিশোরগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ভোট ব্যাংকই বলে দিচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা কোথায়!

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:০৫

যোবায়ের বলেছেন: সহমত।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:৩৩

একজন ঘূণপোকা বলেছেন: হেফাজতিরা ভোটের মাধ্যমে তাদের উপর করা অন্যায়ের জবাব দিতে চায় তাই তারা ধর্ম ব্যাবসায়ি। আবার রাস্তায় প্রতিবাদ করলে জঙ্গি। ভালো রে ভাই চেতনা ব্যবসায়ির দল ভাল

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:৫৫

যোবায়ের বলেছেন: জটিল বলেছেন তো ভাই।

৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ ভোর ৬:২৫

জগ বলেছেন: বাল সরকার জানপ্রান দিয়া চেষ্টা করতাছে যে কোন প্রকারে ক্ষমতা দখলের জন্য, সবাইকে সতর্ক থাকতে হবে।

৮| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৩

নামগোত্রহীন বলেছেন: Click This Link

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

যোবায়ের বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন: হেফাজতিরা ভোটের মাধ্যমে তাদের উপর করা অন্যায়ের জবাব দিতে চায় তাই তারা ধর্ম ব্যাবসায়ি। আবার রাস্তায় প্রতিবাদ করলে জঙ্গি। ভালো রে ভাই চেতনা ব্যবসায়ির দল ভাল।

৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৪

নামগোত্রহীন বলেছেন: হেফাজতের নেতা-কর্মীদের কাছে কয়েকটি প্রশ্নঃ
০১. হেফাজতে ইসলাম বাংলাদেশ কি কোন অরাজনৈতিক সংগঠন?
০২. যেভাবে ১৮ দলীয় প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করছেন তা কতটা ইসলাম সমর্থন করে?
০৩. সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটিয়ে অপপ্রচার কতটা কতটা ইসলাম সমর্থন করে?
০৪. ভোট পবিত্র আমানত। ভোটের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ? ব্যক্তির সততা? ব্যক্তির কর্মকান্ড? না ব্যক্তির রাজনৈতিক অবস্থান?
০৫. ইসলামকে হেফাজত করার দায়িত্ব আপনাদের কে প্রদান করেছে?
০৬. ইসলামের হেফাজতকারী যেখানে স্বয়ং আল্লাহ তায়ালা, সেখানে কোন সরকারের কোন রাজনৈতিক অবস্থানে ইসলাম ক্ষতিগ্রস্থ হতে পারে এটা বিশ্বাস করেন?
০৭. ৯০% মুসলমানের দেশে ইসলাম বিপন্ন এটা কি হাস্যকর দাবী নয়?
০৮. কাউকে আস্তিক আবার কাউকে নাস্তিক বলার অধিকার ইসলাম আপনাদের দিয়েছে কিনা?
০৯. ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে আপনারা ধর্মের উপকার করছেন তো?
১০. ঢাকা অবরোধ কর্মসূচীতে পবিত্র কোরআনসহ হাজার হাজার ধর্মীয়গ্রন্থের আগুনে পুড়ে যাওয়ার দায় কিভাবে এড়াবেন?
১১. সারাজীবন আপনাদের বিরোধীতা করে জামায়াত-শিবির চক্রের বর্তমান হেফাজত প্রেমের মূল কারণ কি?
১২. তুলনামূলক ভাবে ইসলাম ও ইসলামিক উন্নয়নে কোন সরকার বেশি কাজ করেছে? ইসলামী ফাউন্ডেশন, বায়তুল মোকাররম মসজিদ, ইমামদের ভাতা প্রদান ইত্যাদি আসলে কাদের অবদান?
১৩. আপনি নিশ্চিত তো আগামী নির্বাচনে আওয়ামীলীগ পরাজিত হলে আপনাদের ১৩ দফা বাস্তবায়িত হবে?
১৪. আপনি নিশ্চিত তো আগামী নির্বাচনে ১৮ দলীয় জোট বিজয়ী হলে আপনাদের ১৩ দফার বাস্তবায়ন করবে?
১৫. গত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ব্যাপকভাবে মাথা চাড়া দিয়ে উঠা জঙ্গিবাদ, বোমা হামলা এবং তাকে কেন্দ্র করে কওমী মাদ্রাসার লোকজনকে দোষী করার জামায়াতি ষড়ষন্ত্রের পুরোনো খেলা আবারও মোকাবেলা করার জন্য আপনরা শক্তি সঞ্চয় করছেন তো?

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৯

যোবায়ের বলেছেন: আপনার প্রশ্ন গুলো খুবই সুন্দর।
তবে মুসলিমদের সাথে যায় না। আমরাতো এখন গরু খাওয়া মুসলমান। আপনি কি মুসলিম??

১০| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

যোবায়ের বলেছেন: আপনার প্রশ্ন গুলো খুবই সুন্দর।
তবে মুসলিমদের সাথে যায় না। আমরাতো এখন গরু খাওয়া মুসলমান। আপনি কি মুসলিম??

নামগোত্রহীন দের জন্য হেপাজত কানে ধরে পালানোর দল।

১১| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৪

গেস্টাপো বলেছেন: চংখালগু মুসলিমদের ভোট কেনু চাচ্ছে আওয়ামী লীগ
সংখ্যা গরু হিন্দু আর নাস্তিকরা কই?

২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৫৯

যোবায়ের বলেছেন: তাই তো ভাই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.