নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

'যোবায়ের' এর ব্লগে স্বাগতম

অলস ছেলে

যোবায়ের

A lazy man

যোবায়ের › বিস্তারিত পোস্টঃ

সহিংস না অহিংস......

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৯

দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে অহিংস আন্দোলন করে কোন সরকার পতনের আন্দোলন সফল হয়নি। কোন সহিংসতা সমর্থন যোগ্য না, কিন্তু সহিংসতা কেন হচ্ছে তা দেখতে হবে। তিন বছর ধরে দেশে আর লাঠিচার্জ বলে কিছু নেই। এখন সিনিয়র নেতাদেরও রাস্তায় নামলেই গুলি করে দেয়া হচ্ছে। কঠোর আন্দোলন শুরু হলে আর কিছু বলার থাকবে না কারও। তিনি বলেন, যারা জনগণের ইচ্ছার কথা চিন্তা করে না তাদের সঙ্গে তো লড়াই করা মুশকিল। তারা তো ভোটের কথা চিন্তাই করে না। জনগণের কাছে তো তাদের জবাবদিহির ভাবনা নেই। তারা যা খুশি করতে পারে। বারবার পাঁচ বছর থাকার কথা বলে আওয়ামী লীগ নেতারা স্পষ্ট করছেন তাদের পাঁচ বছর থাকার বৈধতা নেই। বিদেশী কোন বাধা নেই- এ কথা বলেই তারা প্রমাণ করছেন বিদেশীদের চাপে সরকার বিব্রত। ৫ই জানুয়ারির নির্বাচনে পুতুল প্রার্থীদের দিয়ে নির্বাচন করা হয়েছে উল্লেখ করে সাবেক এ সংসদ সদস্য বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয় এটা প্রমাণ হয়েছে। সরকার এখন নানাভাবে মিডিয়ার ওপর চাপ সৃষ্টি করছে। একটা মিডিয়া বন্ধ করে ১০০টা মিডিয়াকে নার্ভাস করার চেষ্টা করছে। কিন্তু আসলে সরকার নিজেই চাপে আছে। গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ৫ই জানুয়ারির নির্বাচন যে ব্যর্থ এটা মিডিয়ার মাধ্যমেই স্পষ্ট হয়েছে। আমরা বুঝি যে, মিডিয়া অনেক চাপের মধ্য দিয়ে কৌশল করে চলছে। কিছু কিছু ডিজিটাল বিটিভি আছে যারা সম্পূর্ণ সরকারের তোষামোদী করছে। তা ছাড়া সবাই সাহসী ভূমিকা রাখছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১০

এম আর ইকবাল বলেছেন:
আন্দোলনের নামে যখন জনগণকে জিম্মি করা হয়,
তখন সে আন্দোলন যতই ভালোর জন্য হোক না কেন
জনগণ তার সাথে থাকে না ।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৭

হাসিব০৭ বলেছেন: সর্বপ্রথমেই চাই বাক স্বাধীনতা। আর বর্তমানের সকল রাজনীতিবিদদেরকেই ঝেটিয়ে বিদায় করতে না পারলে এদেশে তেমন কোন অগ্রগতি হবে না। এই দেশ যদি ৫ বছর কোন দূর্নীতি না করে তাহলে সিঙ্গাপুর হতে মনে হয় না বেশী দেরি লাগবে। অন্য দেশ থেকে তখন এতেশে কাজ করতে আসবে। আগে এই সকল অপরাজনীতি বন্ধ করা দরকার। জনগন কবে যে তাদের বুঝ বুঝতে পারবে তা একমাত্র আল্লাহই জানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.