নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

'যোবায়ের' এর ব্লগে স্বাগতম

অলস ছেলে

যোবায়ের

A lazy man

যোবায়ের › বিস্তারিত পোস্টঃ

কখন মানুষ কেয়ামতের আলামতের অপেক্ষা করবেঃ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৫


হযরত আবু হোরায়রা (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন মানুষ গনীমতের সম্পদকে নিজের সম্পদ মনে করতে থাকবে। আমানতের সম্পদকে গনীমতের সম্পদ মনে করতে থাকবে। যাকাতকে বোঝা মনে করতে থাকবে। দ্বীনী ইলম অর্জন করবে দুনিয়ার উদ্দেশ্যে। স্ত্রীর আনুগত্য করবে, মাকে কষ্ট দিবে। বন্ধুকে আপন মনে করবে, পিতাকে পর মনে করবে। মসজিদে হৈচৈ করবে। ধর্মহীন লোকেরা গোত্রপতি হবে। নীচ শ্রেণীর লোকেরা জাতির নেতৃত্বের আসনে সমাসীন হবে। অনিষ্টতার ভয়ে মানুষের সম্মান করা হবে। গায়িকা নারী ও বাদ্যযন্ত্রের প্রাবাল্য হবে। মানুষ ব্যাপকভাবে মদ পান করবে। পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদের অভিসম্পাত করবে। তখন রক্তিম ধোঁয়া এবং কঠিক প্রকম্পনের অপেক্ষা করবে। অপেক্ষা করবে মাটি ধ্বসে যাওয়ার। আকৃতি বিকৃত হয়ে যাওয়ার। আর আকাশ থেকে প্রস্তর বর্ষণের। এসব আযাবের সাথে সাথে কেয়ামতের অন্যান্য আলামতেরও অপেক্ষা করবে। যখন সুতাছেঁড়া তাসবীর গোটার মত একটার পর একটা আপতিত হতে থাকবে। -(তিরমিযীঃ হাদীস নং-২২১১, কানুযুল উম্মালঃ হাদীস নং-৩৮৭১৪, আল মু’জামুল আওসাতঃ হাদীস নং-৪৬৯, আল মু’জামুল কাবীরঃ হাদীস নং-৯১)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৬

চাঁদগাজী বলেছেন:


একজন মানুষের মৃত্যুই তার জন্য কেয়ামত।

পৃথিবীর ধ্বংসকে কেয়ামত হিসেবে গণ্য করা হলে, মানব জাতি উহা দেখবে না; তার অনেক মিলিয়ন মিলিয়ন বছর আগে মানুষ নিশ্চিন্ন হয়ে যাবে।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৯

হানিফঢাকা বলেছেন: They ask you, [O Muhammad], about the Hour: when is its arrival? Say, "Its knowledge is only with my Lord. None will reveal its time except Him. It lays heavily upon the heavens and the earth. It will not come upon you except unexpectedly." They ask you as if you are familiar with it. Say, "Its knowledge is only with Allah , but most of the people do not know."(7:187)

Say: "I have no power over any good or harm to myself except as God willeth. If I had knowledge of the unseen, I should have multiplied all good, and no evil should have touched me: I am but a warner, and a bringer of glad tidings to those who have faith." (7:188)

So how come all the Hadith came in to existence regarding the Day of Judgement?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.