নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ আর মডারেটর, কে কার অলংকার

অতি দক্ষ মিথ্যুক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা

রাসেল ( ........)

অনেক অনেক চেষ্টা হয়েছে ব্লগানোর বাংলা করা নিয়ে, আমার এখন ব্লগের নতুন বাংলা করতে ইচ্ছা করলো তাই দিলাম এর নাম নেটনামচা- আর এই ধারাবাহিক নেটনামচা ধরে রাখা হবে নেটনামায়- সত্য বড় কঠিন, সত্য বড় কঠোর,সত্য শক্তসমর্থ সত্যের হোগামারা খাইলে যাদের মাথা আউলাইয়া যায় তাগোর জন্য বলি আমি মিথ্যার হোগা মারি, মিথ্যা কইয়া হোগা মারা পছন্দ করি না। সুজন সামলে নায়ে উঠো, মাঝবদীতে পড়লে আমার দায় নেই। এটা বড়দের জন্য পদ্য পদ্য খেলার একটা পাতা, যারা সস্তা অশ্লিলতা খুজছেন চলে যান নীলক্ষেতের চিপায়, তেমন সস্তা আদিরস আমি করি না। কিন্তু মাঝে মাঝে কবিতার খাতিরে যৌনবিষয়ক আলাপন চলে আসতে পারে, পরিশেষে ধন্যবাদ মুখফোড় সুমন চৌধুরি কে। আমরা অনেক পদ্য করবো ছাতিম গাছের তলে, আমরা নিত্য শংকর খাবো ব্যোম ভোলানাথ বলে।

রাসেল ( ........) › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন স্বরহীন

২১ শে জুন, ২০০৬ রাত ১২:২৩

আইজকা স্বরহীন আপার জন্ম দিন- সে কিছু কইতে পারে না আপনেরা কইয়া যান

স্বরহীনের জন্ম দিন

অভাগাকে বলতে দিন

সবাই ব্যাগ্রকণ্ঠে বুলন্দ আওয়াজ তুলেন যেনো আমরা তার কথা বলার ব্যাবস্থা করতে পারি-

যেকোনো অনুদান সাগ্রহে গৃহীত হবে



আমরা কথা বলিয়ে ছাড়বো ইনশাল্লাহ।

যে যার সধ্যমতো 2 লাইনের ছড়িতা ছাইড়া যাইতে পারেন।

মন্তব্য ৪৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০০৬ ভোর ৬:০৬

ধানসিঁড়ি বলেছেন: শুভ হোক তোমার (আপনার) জন্মদিন। (ক্লোজআপহাসি)

২| ২১ শে জুন, ২০০৬ ভোর ৬:০৬

অতিথি বলেছেন: শুভ জন্মদিন (ভার্চুয়াল কেক পাঠালাম)!!!

৩| ২১ শে জুন, ২০০৬ ভোর ৬:০৬

অতিথি বলেছেন: শুভ জন্মদিন স্বরহীন। আজকে এবং সব সময় আপনাকে ব্ল্যাক ডায়মন্ড রূপে দেখতে চাই :)

৪| ২১ শে জুন, ২০০৬ ভোর ৬:০৬

অতিথি বলেছেন: পৃথিবীর প্রথম ও একমাত্র আপা যিনি স্বরহীন তার জন্য জন্মদিনের শুভেচ্ছা রইল স্বরপ্রাপ্তির।

নারীর যদি স্বর না থাকে তবে আমার নাই কর্ণ!

৫| ২১ শে জুন, ২০০৬ ভোর ৬:০৬

অতিথি বলেছেন: হেপি বাড্ডে

৬| ২১ শে জুন, ২০০৬ সকাল ৭:০৬

হযবরল বলেছেন: জন্মদিনে কি আর দেব
দিদি' রে উপহার
বাংলায় নাও ভালবাসা
হিন্দিতে নাও পেয়ার
.......................................................
পুরোটাই পৌঁছে দিয়েন রাসেল(.......) পথিমধ্যে কেক কিছুটা খেয়ে ফেলবেন না যেন ।

৭| ২১ শে জুন, ২০০৬ সকাল ৭:০৬

কালপুরুষ বলেছেন: চলেনা আমার একটা দিন
যদি না থাকে খাবার দুধের সর বিহীন
চাই মজাদার পায়েস- ছড়ানো কেশর (জাফরান),
চাই গরম কফির ধোঁয়ায় জমজমাট আসর,
চাই একটা বৃষ্টি সাজানো মেঘলা মেদুর দিন,
চাই সাথে খাকুক একজন, সে শুধুই স্বরহীন।

শুভ জন্মদিন, তোমায় স্বরহীন।

৮| ২১ শে জুন, ২০০৬ সকাল ৭:০৬

অতিথি বলেছেন: স্বরহীনকে নিরন্তর শুভেচ্ছা। জীবন সুখের হোক, সংসারটাও।

নিজেকে চিনতে একটু সাহায্য করি। আপনার জন্য এটাই আমার পক্ষ থেকে উপহার:

আপনার জন্মদিন 21 তারিখ, তাই না?
You have strong sense of self-respect. You are a kind generous and loving parent. You may achieve fame and honors at a very late stage. Surprisingly, you have a suspicious nature.

Because of hyperactivity, you are prone to frail nerves, worrying and uneasiness .

You may also suffer from arthritis, impurities of blood, skin problems, diabetes, and heart troubles (at old age) etc.

You are strongly built and full of stamina. Members of opposite sex always surround you and you love it. You are decidedly ambitions, independent and hard working. You are never satisfied in a subordinate position; your aim is to rise in the world, to have control and authority over others. You want to do something for the posterity. In the beginning, you have to strive hard and this struggle is very beneficial for your growth. You are scientist of life .You like to find practical solutions for making life more enjoyable and colorful. You are good at communications.

Your vitality enables you to take up different projects at a time. You are able to easily switch over from one task to another. You take your work in the true spirit, you believe that devotion to duty is divine. You love order and discipline. You are true to your word and honor your commitments. You are always creative, optimistic, inspiring and full of humor, you light up the room you enter .You are harbinger of joy. You receive love; affection, help and guidance from elderly people, relatives and those who are highly placed in society, you make friends easily.

You tend to be dictatorial at times. You should be careful about your expenses, as you tend to spend more on luxuries and trivia. You should control your passions and anger. Some people may not like your sense of humor and criticism. You should check your tendency to say yes to everything, you should relax and avoid taking more responsibilities than you can handle.

৯| ২১ শে জুন, ২০০৬ সকাল ৭:০৬

অতিথি বলেছেন: শুভ জন্মদিন দুস্তাইন !

১০| ২১ শে জুন, ২০০৬ সকাল ৭:০৬

রুপা বলেছেন: Happy birth day

১১| ২১ শে জুন, ২০০৬ সকাল ৮:০৬

অতিথি বলেছেন: শুভ জন্মদিন । কেকের ভাগ দিয়েন কিন্তু । কেক খানেকে লিয়ে ম্যায় কিসি ভি জাগাপার যা সাকতিহু ।

১২| ২১ শে জুন, ২০০৬ সকাল ৮:০৬

শুভ বলেছেন: স্বরহীন, শুভ জন্মদিন- আপনাকে যেন পৃথিবীর কোন মালিন্য ছুঁতে না পারে- থাকুন পানির মতো টলটলে!

১৩| ২১ শে জুন, ২০০৬ সকাল ৮:০৬

অতিথি বলেছেন: শুভ জন্মদিন আপু। অনেক অনেক শুভেচ্ছা।

১৪| ২১ শে জুন, ২০০৬ সকাল ১১:০৬

মাশীদ বলেছেন: জন্মদিনের অনেক শুভেচ্ছ স্বরহীন আপুকে।
ডটম্যান ভাইজান যখন এত করে আপনার স্বর শুনতে চাচ্ছেন, তবে তাই হোক!

১৫| ২১ শে জুন, ২০০৬ দুপুর ১২:০৬

কনফুসিয়াস বলেছেন: শু.জ.দি.

১৬| ২১ শে জুন, ২০০৬ দুপুর ২:০৬

অতিথি বলেছেন: কি জানি কইতে গেলাম কিন্ত গলা দিয়া স্বর বাইর হইলো না! বুঝলাম স্বরহীন মানুষের জন্মদিনের শুভেচ্ছা ও স্বরহীন-ভাবেই দিতে হয়।

তবে হৃদয় নিংড়ানো ভালোবাসা কিংবা শুভেচ্ছার যে "স্বরলিপি" থাকে তা দেয়া যায় কোন স্বরের উদ্্বৃতি না দিয়েই।

স্বরলিপির সেই অক্ষর গুলোই তুলে দিলাম স্বরহীন দিদির জন্যে....

শুভ হোক আপনার জন্মদিন!

১৭| ২১ শে জুন, ২০০৬ দুপুর ২:০৬

অতিথি বলেছেন: আপনার জন্যে অযুত শুভেচ্ছা....।

১৮| ২১ শে জুন, ২০০৬ দুপুর ২:০৬

অতিথি বলেছেন: স্বরহীন
শুভ হোক আপনার জন্মদিন । (কবিতার "ক" ও পাড়ি না... তবুও চেষ্টা করলাম)

১৯| ২১ শে জুন, ২০০৬ দুপুর ২:০৬

অতিথি বলেছেন: সাদিক ভাই আমার জন্মদিন গেল 9 তারিখ।
নিজেকে একটু চিনায়ে দেন না।

২০| ২১ শে জুন, ২০০৬ দুপুর ২:০৬

হাসান বলেছেন: স্বরহীনের জন্য স্বরহীন শুভেচ্ছা, এই জন্মদিন শুভ দিনের আরেকটা সূচনা হউক।

২১| ২১ শে জুন, ২০০৬ দুপুর ২:০৬

আপন তারিক বলেছেন: শুভ জন্মদিন !!!

২২| ২১ শে জুন, ২০০৬ বিকাল ৪:০৬

অতিথি বলেছেন: ধানসিড়ি-ধন্যবাদ।
আড্ডাবাজ-কেকটা কিন্তু অনেক মজার ছিল।ধন্যবাদ কেকএর জন্য
আস্তমেয়ে-ধন্যবাদ।
কৌশিকদা- আপনি কর্ণহীন হয়ে থাকবেন তা কি করে হয়? আমি কথা না বলি, প্রচন্ড উচু গলায় হাসি, উপায় ই নাই না শুনে। কানের অর্ডার দেন।
সাধক-জয় ভোলা নাথ
হযু- সব ই নিলাম। তোর জন্য কেক রেখে দিয়েছি, এসে খেয়ে যা।রাসেল..... কেক পছন্দ করে না।

কাল পুরুষ-আমার মিস্টিজাতীয় খাবার খুব পছন্দ। দিলেন তো মনে করে।আজ ই পায়েস হবে, দেশে থাকলে হয়ত মা ই করত।বা এখনও করছে।

সাদিক-ভাল লাগলো, কিন্তু কিছু হের ফের আছে। দোয়া কর যাতে সুফি সাধক হতে পারি।

রূপা,প্রজাপতি-ধন্যবাদ
দিনা-আমি ও কেক খেতে পছন্দ করি।চলে আসো।
সুমন দোস্ত তুমি কেমুন আছো?
মাশীদ,গুধো,তীরন্দাজ,হাসান,আপন তারিক,কনফু-ধন্যবাদ।
জানতে চাই-লেট শুভ জন্মদিন।

২৩| ২১ শে জুন, ২০০৬ বিকাল ৫:০৬

অতিথি বলেছেন: ধন্যবাদ স্বরহীন, কিন্তু সাদিক সাহেব তো নিজেকে জানতে দিল না ।

২৪| ২১ শে জুন, ২০০৬ বিকাল ৫:০৬

সারিয়া তাসনিম বলেছেন: জন্মদিন শুভ হোক , বরাবরের মত আমি এইবারও লেইট লতিফা ঃ(

২৫| ২১ শে জুন, ২০০৬ বিকাল ৫:০৬

অতিথি বলেছেন: হা হা হা আরে না...।এই দেশে তো মাত্র সকাল ।তুমি সময় মতো ই এসেছ। তুমি বললাম কিছু মনে করনি তো?
আমি বুড়া মানুষ তো তাই তুমি বলতে ভাল লাগে।

পিচ্চি কেমন আছে? ওর জন্মদিন কবে?

তোমার টা ই বা কবে জনিও।

২৬| ২১ শে জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬

অতিথি বলেছেন: আরে আরে স্বরহীন হ্যাপি বার্থ ডে।
উপহার হিসেবে এক মহাকাশ বন্ধুতা।

২৭| ২১ শে জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬

অতিথি বলেছেন: জন্মদিনে স্বরহীন শুভেচ্ছা । সামহোয়ারইন ব্লগ যে স্বরহীন!

২৮| ০৫ ই জুলাই, ২০০৬ রাত ১২:০৭

অতিথি বলেছেন: রাসেল.......... তুমারে আপু ডাকে ক্যা ? ফাপর দিছিলা ?

২৯| ০৫ ই জুলাই, ২০০৬ রাত ১২:০৭

অতিথি বলেছেন: 21তারিখে আমি কই আছিলাম? বিলেটেড হ্যাপি বার্থডে স্বরহীন!

৩০| ২১ শে জুন, ২০০৭ রাত ১২:৪৫

লাল মিয়া বলেছেন: শুভ জন্মদিন!

৩১| ২১ শে জুন, ২০০৭ রাত ১২:৪৯

হযবরল বলেছেন: শুভ জন্মদিন।

৩২| ২১ শে জুন, ২০০৭ রাত ১২:৫২

লাল মিয়া বলেছেন: এক বছর আগের পোস্ট ঠেলা দিলাম। টোনাটুনিতো এখন দেশে।

৩৩| ২১ শে জুন, ২০০৭ রাত ১২:৫৪

গোলাপি বলেছেন: জন্মদিন শুভ হোক। আগামী দিনগুলোও শুভ হোক। ভাল থাকুন।

৩৪| ২১ শে জুন, ২০০৭ দুপুর ১:৫৪

সুমন চৌধুরী বলেছেন: শুভ জন্মদিন দুস্তাইন! আরো এক বছর পর......

৩৫| ২১ শে জুন, ২০০৭ দুপুর ২:০৮

কালপুরুষ বলেছেন: আরে দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল!

শুভ জন্মদিন, স্বরহীন।

হাসি-খুশী, প্রাণবন্তু, কর্মপটিয়সী এক সুন্দর মনের নারী... তোমার জন্দদিনে অনেক অনেক শুভেচ্ছা।

কেক খামু কখন?

৩৬| ২১ শে জুন, ২০০৭ দুপুর ২:১০

কালপুরুষ বলেছেন: @জন্মদিনে হবে

৩৭| ২১ শে জুন, ২০০৭ দুপুর ২:২৭

রশ্মি বলেছেন: শুভ জন্মদিন দিদি। আজ আমারও যে জন্মদিন। দিদির সাথে আমার কই কই মিল আছে আসলেই কোন মিল আছে কিনা জানতে বড় ইচ্ছা

৩৮| ২১ শে জুন, ২০০৭ দুপুর ২:৩৪

রিজভী বলেছেন: দুজনকেই হ্যাপি জন্মদিন!

৩৯| ২১ শে জুন, ২০০৭ দুপুর ২:৪৭

জ্বিনের বাদশা বলেছেন: স্বরহীনকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা

মজার ব্যাপার ... গত বছরের পোস্টে এবারও ...

৪০| ২১ শে জুন, ২০০৭ দুপুর ২:৫৬

কৌশিক বলেছেন: রাসেল কই? এবারের জন্মদিনে নতুন ছড়িতা পোস্ট চাই।
শুভ জন্মদিন স্বরহীন আফা!

৪১| ২১ শে জুন, ২০০৭ বিকাল ৩:৩১

সুমন চৌধুরী বলেছেন: সপরিবারে হাওয়া!!!

৪২| ২১ শে জুন, ২০০৭ বিকাল ৪:৫৪

রাসেল ( ........) বলেছেন: শালার অবস্থা আমার নিজেরই মনে ছিলো না- যাউকগা, যেই এইটা টাইন্যা উঠাউক ওরে ধন্যবাদ-

৪৩| ২১ শে জুন, ২০০৭ বিকাল ৪:৫৭

কৌশিক বলেছেন: জ্বিনের বাদশারে ধন্যবাদ দাও।

৪৪| ২১ শে জুন, ২০০৭ বিকাল ৫:০৯

সুমন চৌধুরী বলেছেন: লালু টান্দিছে মনে হয়...

৪৫| ২১ শে জুন, ২০০৭ বিকাল ৫:২৮

অবরজ বলেছেন: আজ বুড়ো হলাম!
মেনে নিতে চাইছেনা মন!
নতুন কুড়ি দেখলে হিংসে হয়!
আজ আমি একেবারেই পুরনো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.