![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অচেনা আমি
যে দেশে আমাকে কেউ চেনে না আমি সেখানেই নিজেকে লুকিয়ে রাখার নিরাপদ জায়গা মনে করি। কেন যেন বাংলাদেশে আমার থাকার ইচেছ হারিয়ে গিয়েছিল সেদিন, যেদিন আমার চাকরির আবেদন সেচ্ঞ্চুরী করেছিল। তাই হঠাৎ করে নতুন জায়গার খোজে চলে গেলাম ।
নতুন একটা শহরে একলা আমি একটা পার্কে বসে সময় কাটাচ্ছিলাম।
ছবিগুলো আমার মোবাইলে ধারন করা।
অনেক দিন পর প্রিয় সামুতে ফিরলাম তাই একটা পোস্ট দিলাম। সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন।
২৮ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৯
জে আর সিকদার বলেছেন: জি ভাই, ভাগ্যই আমাকে পথ দেখালো। মন্তব্য করার জন্য ধন্যবাদ ।
২| ২৮ শে মে, ২০১৮ রাত ২:০৮
কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার কিছু ছবি দেখলাম। ভাল লেগেছে। শুভ কামনা আপনার জন্য।
২৮ শে মে, ২০১৮ দুপুর ১২:৫১
জে আর সিকদার বলেছেন: ধন্যবাদ ভাই , শুভ কামনা রইল।
৩| ২৮ শে মে, ২০১৮ সকাল ৭:১২
সাদা মনের মানুষ বলেছেন: এটা কোন দেশের ছবি ভাই? প্রথম ছবিটা সব থেকে ভালো লেগেছে।
২৮ শে মে, ২০১৮ দুপুর ১২:৫২
জে আর সিকদার বলেছেন: ভাই, দেশের নাম তো বলবো না। কিছু মনে করবেন না, ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৪| ২৮ শে মে, ২০১৮ সকাল ১০:১৪
রাজীব নুর বলেছেন: যখন ভেবেছি আর, আশা নেই তৃষ্ণার। কি ভেবে তখন আবার, মোর মন ভরালে কানায় কানায়...
ছবি তোলায় আরও মনোযোগী হতে হবে।
২৮ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৭
জে আর সিকদার বলেছেন: জি ভাই, আসলে মোবাইলে ছবি গুলো তুলেছিলাম ডিসপ্লে না দেখেই। আমার ছবি তোলার হাত খুব ভালো না হলেও এতটা খারাপ না। এনিওয়ে , ভাই আপনার তোলা ছবি কিন্তু সবসময় অসাধারন। শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৮ রাত ১:১৬
যাযাবর চখা বলেছেন: অনেকেরতো চাকরী হয় না, কোথাও যাইতেও পারেনা। আপনে ভাগ্যবান।