| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুঁই শয়নের প্রেম
অনেক সময় কেটে গেছে ভুলতে পারিনি আজো তাকে , প্রতিচ্ছায়ায় আছো তুমি স্বপ্ন হয়ে আজো বেঁচে । ক্লান্তি আমায় স্বপ্ন দেখায় তোমায় নিয়ে কাঁদতে শেখায় , গল্প মাঝে হারিয়ে গেলে খুঁজি তোমায় আবার পাবো বলে । রাতের শেষ হয়না যে আজ বিষণ্ণতার এই অবসাদ , নীল জোছনা কে আজো বলি হয়তো ফিরে আসবে তুমি । অবসাদে তোমার পায়ের হাসি চিলতে রোদের মত হাতছানি , অবোধ চোখে খুঁজি তোমায় হারিয়ে যাওয়া বোকা চাহনি । হুয়তো রাতের পথের শেষে দাঁড়িয়ে তুমি রুক্ষ বেশে , ডাকছ তুমি পারিনা যে আজ চলতে হারিয়ে গেছি পথের মাঝে । শেষ হবে কবে কথার ভ্রান্ত প্রলাপ তোমার আমার , ছায়ার শরীর আমার সময়ে মিশে তোমার রাতে হারায় শেষে । ধ্রুবতারা হয়ে ক্লান্ত তুমি মরীচিকার মত মিছে আলাপনি , আজো কেন তোমায় ভালবাসি কেন তবে আজো ভুলতে পারিনি । অবসাদে তোমার পায়ের হাসি চিলতে রোদের মত হাতছানি , অবোধ চোখে খুঁজি তোমায় হারিয়ে যাওয়া বোকা চাহনি । ~~~~~ শয়ন জামালপুর
সময় কেটে গেছে
ভুলতে পারিনি আজো তাকে ,
প্রতিচ্ছায়ায় আছো তুমি
স্বপ্ন হয়ে আজো বেঁচে ।
ক্লান্তি আমায় স্বপ্ন দেখায়
তোমায় নিয়ে কাঁদতে শেখায় ,
গল্প মাঝে হারিয়ে গেলে
খুঁজি তোমায় আবার
পাবো বলে ।
রাতের শেষ হয়না যে আজ
বিষণ্ণতার এই অবসাদ ,
নীল জোছনা কে আজো বলি
হয়তো ফিরে আসবে তুমি ।
অবসাদে তোমার পায়ের হাসি
চিলতে রোদের মত হাতছানি ,
অবোধ চোখে খুঁজি তোমায়
হারিয়ে যাওয়া বোকা চাহনি ।
হুয়তো রাতের পথের শেষে
দাঁড়িয়ে তুমি রুক্ষ বেশে ,
ডাকছ তুমি পারিনা যে আজ চলতে
হারিয়ে গেছি পথের মাঝে ।
শেষ হবে কবে কথার
ভ্রান্ত প্রলাপ তোমার আমার ,
ছায়ার শরীর আমার সময়ে মিশে
তোমার রাতে হারায় শেষে ।
ধ্রুবতারা হয়ে ক্লান্ত তুমি
মরীচিকার মত মিছে আলাপনি ,
আজো কেন তোমায় ভালবাসি
কেন তবে আজো ভুলতে পারিনি ।
অবসাদে তোমার পায়ের হাসি
চিলতে রোদের মত হাতছানি ,
অবোধ চোখে খুঁজি তোমায়
হারিয়ে যাওয়া বোকা চাহনি ।
~~~~~ শয়ন জামালপুর
~
©somewhere in net ltd.