নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয়ে জন্ম তাই চায়না পরাজয়ের সনদ আমার জিবদ্দশায় ও তার মরণে

হাসাস হোসেন

জয়ে জন্ম চায়না পরাজয়ের সনদ আমার জীবদ্দশা ও তার মরণে

হাসাস হোসেন › বিস্তারিত পোস্টঃ

যুগ বদল

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৪৭

যুগ যুগ ধরে একই কান্ড
এটা যদি পালটে যায়।
তীর চালিয়ে লাভ কি সেথায়?
যার সীমানার হদিশ নাই।

হইছো কুতুব পাইছো কিগো?
দেখছ না চোঁখ বুলিয়ে।
ধ্যান ধারণা পাল্টে কিগো
সমস্ত অতীত দিয়েছ ভুলিয়ে?

অসমতার বাজারে যে
দিন আনে দিন খায়।
তাদের কার্য মহৎ ওগো
দেশ গড়ার শক্তি যোগায়!

মিথ্যাচার যার স্বভাবে দেখ
অর্থ তার চারিপাশ ঘিরে।
ভিক্ষুকদের মনের বেদন
বিত্তবান তার কি বোঝে?

গরীব দুঃখী বিভেদ কেন?
উভয়ে কি মানুষ নয়?
যুগ যুগ ধরে একই একি
এইটা যদি পালটে যায়।

কর্মের ফল স্বপ্ন পূরন
নিন্দার ফল অনেক হয়।
নুন আনতে পান্তা ফুরাই
স্বপ্ন তাদের ক্ষুধা মেটায়?

হাত বাড়াও শপথ কর
তাদের জন্য অন্ন চাই।
তারাও যে রক্তমাংশে গড়া
ধনি গরীব বিভেদ হটায়।

চল মোরা বদলে দেই সব
নিজেও চলো পালটে যায়।
এত দিনের বিভেদ বানি
সেটা চিরতরে ঘুঁচাতে চায়।
https://m.facebook.com/story.php?story_fbid=2058295237786491&id=2055915458024469

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.