![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জয়ে জন্ম চায়না পরাজয়ের সনদ আমার জীবদ্দশা ও তার মরণে
ইট পাথুরে শহরটাকে
চিনতে বহুত সময় লাগে।
সময় সত্য কার্য ব্রত
জীয়ে থাকতে জীবন লাগে?
নানান রকম যানের ধনি,
প্যা পু ভুম ঝনঝনানি।
ভাটির খবর উজান যানে।
ও নগড় আমায় পল্লি টানে।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৯
মেহেদী হাসান হাসিব বলেছেন: মুগ্ধকর!
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯
জগতারন বলেছেন:
অল্প কথায় অনেক কথার ছড়া !
পড়ে মুগ্ধ আমি।
কবি হাসাস হোসেন-এর প্রতি অভিনন্দন জ্ঞাপন করি।
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯
জগতারন বলেছেন:
অল্প কথায় অনেক কথার ছড়া !
পড়ে মুগ্ধ আমি।
কবি হাসাস হোসেন-এর প্রতি অভিনন্দন জ্ঞাপন করি।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।