নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
পরিত্যক্ত জীবন......
জীবন ঘড়ির মতো চলমান।
ঘড়ির দম ফুরিয়ে গেলে দম দেওয়া যায়।
জীবনের দম ফুরিয়ে গেলে পুনরায় দম দেওয়া যায় না। বিস্মৃতি কখনো কখনো খুব গভীর হয়, অতলে ডুবে যায় সবটুকু বর্তমান। আমিও পরিত্যক্ত!
সকলেরই নিজস্ব ডুবে যাওয়া থাকে, এক্কেবারে একান্ত নিজের মতো- আর তার আগে তীরবর্তী আশ্রয়টুকু ছুয়ে থাকা। ঢেউগুলো খেলতে খেলতে এখন আর এদিকে আসেই না।
তারপরও আঁকড়ে থাকার জন্য একটা দুর্বল রজ্জু ধরে প্রাণপণ চেষ্টা করে যাই- হয়তো তুমিই সেই রজ্জু......
০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
২| ০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১১:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি আর লেখায় চমৎকার সামঞ্জস্য।
তবে লেখা অতি অল্প হয়ে গেছে।
০৩ রা অক্টোবর, ২০২১ দুপুর ১২:২২
জুল ভার্ন বলেছেন: অল্প কথায় যদি অনেক কথা বলা হয়ে যায়-তাহলে কষ্ট করে বেশী লিখে নানাবিধ কষ্টের দরকার কী!
ধন্যবাদ।
৩| ০৩ রা অক্টোবর, ২০২১ রাত ১০:৪৮
রাজীব নুর বলেছেন: জীবনটা নিজের মনের মতোন সুন্দর করে সাজাতে সবাই পারে না।
০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৭
জুল ভার্ন বলেছেন: একদম ঠিক।
৪| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ৭:৩২
নাহল তরকারি বলেছেন: ফাটাফাটি।
০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর অনুভূতির প্রকাশ