নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

আমির ভেতরে আমি.....

০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ৮:৩৮

এই পৃথিবীর ভেতর আরও এক পৃথিবী আছে,
এই জীবনের ভেতর আরও অনেকগুলো জীবন। তারপরও সব অন্তহীণ মনে হয়।

এই আমির ভিতরে আর একটা আমি আছে। যেই আমিটা রাত জেগে জোনাকির বাড়ি খোজে। দিনের আলোয় রাতে খসে পড়া তারাদের দেহ খোজে, যেই আমিটা কোজাগরি রাতে মোমের সিড়ি হেলিয়ে রাখে চাঁদের গায়ে।

যেই আমিটা একটা রেনেসাসের স্বপ্ন দেখে, যেদিন সব কবিরা কালি ছিটিয়ে দিয়ে বুকের রক্ত ঝড়িয়ে বিপ্লবের গান গাইবে।

সেই আমিটা এক বস্তির মেয়েকে ছেড়া কাপড়ে দেখে, ছুড়ে ফেলে দেয় ডি এস এল আর।
সেই আমিটার আজ বড় অভাব। সেই আমিটাই আমার পৃথিবী। সেই আমির ভেতরেই আমি আবৃত এক অস্পষ্ট স্বরের অভিমানী পাহাড়।

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ৯:৫৮

অপু তানভীর বলেছেন: আহ ! চমৎকার আমার ভেতরের আমির গল্প । আমাদের সবার ভেতরেই এই একটা আমি রয়েছে যার খবর হয়তো কেউ জানে না । মাঝে মাঝে আমরা নিজেরাই খুজে পাই না ।

০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৩

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ অপু তানভীর।

২| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ১১:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার ভিতরে আমিটাই নাই এখন
হারিয়ে গেছে
সুন্দর পোস্ট

০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৪

জুল ভার্ন বলেছেন: খুব হতাশার কথা।
শুভ কামনা।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ১১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম লাইন পড়ে ভেবেছিলাম কাজী ইব্রাহীম সাহেবের বিষয় বুঝি!!
পরে দেখি অন্য জিনিস।

০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৫

জুল ভার্ন বলেছেন: আমি উগ্রবাদী ফাটাকেস্টদের নিয়ে কিছু লিখিনা।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৯

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে।

০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৬

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৫:৩৪

রোকসানা লেইস বলেছেন: ভেতরের আমিটার বড়ই অভাব চারপাশে। সুন্দর প্রকাশ

০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:০৬

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৬| ০৫ ই অক্টোবর, ২০২১ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: চিরকাল এইসব রহস্য আছে নীরব
রুদ্ধ ওষ্ঠাধর
জন্মান্তের নব প্রাতে, সে হয়তো আপনাতে
পেয়েছে উত্তর।

০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:০৬

জুল ভার্ন বলেছেন: চমতকার!

৭| ০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৮

মিরোরডডল বলেছেন:




ছোট একটি লেখায় কি গভীর অনুভূতির প্রকাশ !

আমার মাঝেও একটা আমি ছিলাম ।
কবে কোথায় কখন কি করে যে তাকে হারিয়ে ফেললাম !
অবসরে তাকে হারিয়ে খুঁজি ।

লেখাটি পড়ে এই প্রিয় গানটি শুনতে ইচ্ছে করলো ।





০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:১৪

জুল ভার্ন বলেছেন: আপনার অনুভবকে শ্রদ্ধা করি। ধন্যবাদ।

৮| ০৬ ই অক্টোবর, ২০২১ রাত ৮:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতার মত হয়েছে।

০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:১৪

জুল ভার্ন বলেছেন: জীবনের প্রতিচ্ছবি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.