|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
কাজ এবং বয়স...... 
মানুষ কোনও কিছু না করলে তাকে অচল বলা যায়, আর অচলের আরেক অর্থ বৃদ্ধ হওয়া। এখানে কিছু করার অর্থ কোনও আয় করা নয় বরং কোনও কাজে লেগে থাকা। কারও বয়স যদি হয় ২০ আর সে কোনও কাজ না করে তাহলে তার মূল বয়স হবে ৬০। কারণ সাধারনত ৬০ বছর বয়স হলেই মানুষের বিশ্রাম নেওয়ার একটা প্রবণতা থাকে।
আবার কারও বয়স যদি হয় ৮০ কিন্তু সারাদিন কোনও না কোনও কাজে নিজেকে ব্যাস্ত রাখে তবে তার বয়স দাঁড়ায় ৩০ বছরে। কারণ সাধারনত ৩০ বছরের যুবকেরা সারাদিন কাজে ব্যাস্ত থাকে। সুতরাং এখানে যারা আমার বক্তব্য শুনছো তাদের সবাইকে আমি তোমাদের বন্ধু আবার অভিভাবক হিসেবে অনুরোধ করবো কেউ তোমরা অযথা সময় নষ্ট করবে না।
বয়সের ভারে বৃদ্ধ না হয়ে বরং কাজের ভারে যুবক থাকার চেষ্টা করো। জীবনে এখনও অনেক পথ তোমাদের পাড়ি দিতে হবে। এখানে কল্পনাকে প্রশ্রয় দেবে না, মনের মাঝে নানা রঙের স্বপ্ন না এঁকে বাস্তবতার ফানুস উড়াবে।
যারা কাজ না করে শুধু স্বপ্ন নিয়ে পড়ে থাকে, তারাই বাস্তবতার মোকাবেলা করতে পারে না। কিন্তূ যারা বাস্তবতাই বিশ্বাসী তারাই এ জগত সংসারে টিকে থাকে। আশা করি সবাই ভেবে দেখবে। সকলের প্রতি রইলো শুভ কামনা।
 ১৪ টি
    	১৪ টি    	 +৩/-০
    	+৩/-০  ০৫ ই অক্টোবর, ২০২১  সকাল ১০:৩৭
০৫ ই অক্টোবর, ২০২১  সকাল ১০:৩৭
জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন। ভালো কাজ করার সুযোগ নাই কিন্তু খারাপ কাজের পৃষ্ঠপোষকতা অবারিত।
২|  ০৪ ঠা অক্টোবর, ২০২১  রাত ১১:১৮
০৪ ঠা অক্টোবর, ২০২১  রাত ১১:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: যারা কাজ না করে শুধু স্বপ্ন নিয়ে পড়ে থাকে, তারাই বাস্তবতার মোকাবেলা করতে পারে না। 
এইটা হুবহু আমার চরিত্র।
  ০৫ ই অক্টোবর, ২০২১  সকাল ১০:৩৮
০৫ ই অক্টোবর, ২০২১  সকাল ১০:৩৮
জুল ভার্ন বলেছেন: হাসালেন!
৩|  ০৫ ই অক্টোবর, ২০২১  সকাল ৮:১০
০৫ ই অক্টোবর, ২০২১  সকাল ৮:১০
শেরজা তপন বলেছেন: সহমত আপনার সাথে ভাই
  ০৫ ই অক্টোবর, ২০২১  সকাল ১০:৩৯
০৫ ই অক্টোবর, ২০২১  সকাল ১০:৩৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৪|  ০৫ ই অক্টোবর, ২০২১  সকাল ১০:৫৭
০৫ ই অক্টোবর, ২০২১  সকাল ১০:৫৭
নাহল তরকারি বলেছেন: সুন্দর মোটিভেশনাল স্পিচ।
  ০৫ ই অক্টোবর, ২০২১  সকাল ১১:০৮
০৫ ই অক্টোবর, ২০২১  সকাল ১১:০৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৫|  ০৫ ই অক্টোবর, ২০২১  রাত ১১:০৯
০৫ ই অক্টোবর, ২০২১  রাত ১১:০৯
রাজীব নুর বলেছেন: পোষ্টের সাথে আমি একমত।
  ০৬ ই অক্টোবর, ২০২১  সকাল ১০:২৯
০৬ ই অক্টোবর, ২০২১  সকাল ১০:২৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৬|  ০৬ ই অক্টোবর, ২০২১  বিকাল ৪:৪৮
০৬ ই অক্টোবর, ২০২১  বিকাল ৪:৪৮
মিরোরডডল  বলেছেন: 
কাজের মাঝেই আনন্দ ।
যত ব্যস্ততা জীবন ততই বৈচিত্রময় !
আর সেই কাজ যদি হয় ভালোলাগার,
তাহলে আনন্দটাও দিগুন হয়ে উঠে ।
  ০৭ ই অক্টোবর, ২০২১  সকাল ১১:১২
০৭ ই অক্টোবর, ২০২১  সকাল ১১:১২
জুল ভার্ন বলেছেন: একমত।
৭|  ০৬ ই অক্টোবর, ২০২১  রাত ৮:২১
০৬ ই অক্টোবর, ২০২১  রাত ৮:২১
সাড়ে চুয়াত্তর বলেছেন: বয়স্ক লোকদের কাজে জড়িয়ে থাকা তার মন ও শরীরের জন্য উপকারি। আমাদের দেশে তরুণরা অনেক সামাজিক বাধার কারণে সব কাজে ইচ্ছা থাকলেও জড়াতে পারে না। কাজ নিয়ে এই দেশে শ্রেণী বৈষম্য আছে, যেটা অনভিপ্রেত।
  ০৭ ই অক্টোবর, ২০২১  সকাল ১১:১২
০৭ ই অক্টোবর, ২০২১  সকাল ১১:১২
জুল ভার্ন বলেছেন: একমত।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা অক্টোবর, ২০২১  রাত ১০:০৭
০৪ ঠা অক্টোবর, ২০২১  রাত ১০:০৭
চাঁদগাজী বলেছেন:
আমরা এমন সমাজে আছি, যেখানে চাইলেই কাজ করা যায় না