নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
কোথাও কেউ নেই।
আমার কোনো আপনজন নেই,
যার কাছে আমি নিজেকে ভেঙেচুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি। যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা চকচকে পাঁচ টাকার কয়েন।
সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই।
আপনজন বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলতে সঙ্গী ছিলো। দূরের পথে ট্রেনে যেমন থাকে- পাশের সিটে। গল্প হয়, আড্ডা হয়। দু পেয়ালা লেবু চায়ের দাম মেটাতে 'আমি দিচ্ছি, আমি দিচ্ছি' যুদ্ধ হয়। সিগারেটের বাড়িয়ে দেয়া টুকরো ফুঁকে, 'এই যে নিন ফোন নম্বর, এদিকটাতে আবার এলে ফোন করবেন', বলা শেষে অচেনা এক স্টেশনে উধাও হয়।
এই যে আমি পথ হাঁটছি, রোজ ঘাটছি বুকের ভেতর কষ্ট, ক্লেদ;
এই যে আমি ক্লান্ত ভীষণ, বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেদ।
তবুও আমার নিজের কোনো বৃক্ষ নেই।
প্রবল দহন দিনের শেষে, যার ছায়াতে জিরোবো ভেবে ফিরে আসার ইচ্ছে হয়;
তেমন একটা ছায়ার মতন, আগলে রাখা মায়ার মতন আমার কোনো আপনজন নেই।
একলা দুপুর উপুড় হলে বিষাদ ঢালা নদীর মতন
একলা মানুষ ফানুশ হলে নিরুদ্দেশ এক বোধির মতন
হাতের মুঠোয় হাত রাখবার একটা কোনো মানুষ নেই।
আমার কোনো আপনজন নেই।
আমি কেবল কোলাহলে ভিড়ের ভেতর হারিয়ে যাই।
ভুল মানুষে, যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যাই।
হাওয়ায় ভাসা দীর্ঘশ্বাস বাতাস ভেবে-
নির্বাসনের একটা জীবন মাড়িয়ে যাই।
০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫০
জুল ভার্ন বলেছেন: ২০১৮ সনের অক্টোবরের শেষ সপ্তাহ থেকে বিষন্নতাই আমার নিত্য সংগী।
২| ০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১০:১২
আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,
ওয়াও..... চমৎকার!
দারুন বলেছেন - নিজেকে ভেঙেচুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারা।
কবিতায় +++++++
০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ প্রিয় জি এস ভাই।
৩| ০৭ ই অক্টোবর, ২০২১ ভোর ৪:১০
ঝুমুর জারোফা বলেছেন: নিজেকে যেকোন উপায় ব্যাস্ত রাখার চেষ্টা করুন নয়ত এটা একটা বিশাল রোগে পরিণত হয়ে যাবে।লেখা ভালো ছিল
০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৪| ০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫২
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ কবি।
৫| ০৭ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৪৮
তানভীরএফওয়ান বলেছেন: আমিও ভাই একই গোয়ালের গরু
দুনিয়ার বুকে আমারও মনে হয় আমার কোন আপনজন নেই।
অবশ্যই আমাদের সবার উপর উপর ওয়ালা একজন আছেন
০৮ ই অক্টোবর, ২০২১ সকাল ৭:৪৮
জুল ভার্ন বলেছেন: ফি আমানিল্লাহ।
৬| ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১০:২৪
মনিরা সুলতানা বলেছেন: আমরা নিজেরা ও কি পারছি আজকাল কারো প্রিয়জন , আপনজন বা বন্ধু হতে ? মনে হয় পারছি না, পারলে আমার ও হয়ত কেউ থাকত একজন বন্ধু, প্রিয়জন, আপনজন।
০৮ ই অক্টোবর, ২০২১ সকাল ৭:৫০
জুল ভার্ন বলেছেন: আসলে এখন চলছে হিজ হিজ হুজ হুজ সময়, তাই এখন যার যার তার তার পদ্ধতি চালু।
৭| ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫৬
কামাল১৮ বলেছেন: অনেককেই আমার আপনজন মনে হয়,বিশেষ করে অপরিচিতদের।এমন কি,যারা আমার বিরোধিতা করে তাদেরও।আমার মনে হয়,তারা হয়তো আমার মতো করে চিন্তা করে না,অথবা আমি তাদের মতো করে চিন্তা করতে পারি না।
০৮ ই অক্টোবর, ২০২১ সকাল ৭:৫১
জুল ভার্ন বলেছেন: বিষয়টা দৃষ্টিভংগি এবং উপলব্ধির।
ধন্যবাদ।
৮| ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ২০১৮ সনের অক্টোবরের শেষ সপ্তাহ থেকে বিষন্নতাই আমার নিত্য সংগী।
আমার বাসায় আসুন। আমার ছোট মেয়েটাকে দেখুন। কোলে নিন। কন্যার হাসিমুখ আপনার সমস্ত বিষন্নতা দূর করে দিবে।
০৮ ই অক্টোবর, ২০২১ সকাল ৭:৫২
জুল ভার্ন বলেছেন: ইন শা আল্লাহ।
শুভ কামনা নিরন্তর।
৯| ০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৩৩
অপু তানভীর বলেছেন: আসলেই এখন মনে হয় কোথাও কেউ নেই।
০৮ ই অক্টোবর, ২০২১ সকাল ৭:৫২
জুল ভার্ন বলেছেন: আসলেই কেউ নেই।
©somewhere in net ltd.
১| ০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১০:০৪
রাজীব নুর বলেছেন: আপনি কি বিষন্নতায় ভূগছেন?